পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

え>o বাঙ্গলা-ব্যাকরণ । সংস্কৃতে বাক্যের একাংশ (সকৰ্ম্মক বা অকৰ্ম্মক) জ্বাচু পদ ব্যবহারদ্বারা কর্তৃবাচ্যে প্রকাশ করিয়া, তৎপরঅংশ ঐ জ্বাচের কৰ্ত্তাকে. করশৰপে ব্যবহারদ্বারা কৰ্ম্ম বাচ্যে ব্যবহার করাযাইতে পারে। কিন্তু বাঙ্গলা ভাষার রীতি ক্রমে এমত ৰূপ বাক্য রচনা হইতে পারেন এবং হইলেও তাহ অপরিপাটি ও অসুশ্ৰাব্য বোধ হয়, যথা, পঙ্কে পতিতং (পথিকং)দৃষ্ট ব্যান্ত্রোইবদৎ, অহল্লাহ! মহাপঙ্কে পতিতোসি, অভস্তামহমুথাপয়ামীতুত্ত্ব भटेन8 भटेनরুপগম্য তেন ব্যান্ত্রেণ স্কৃত: স পাস্থোইচিন্তয়ং। এই বাক্যের অবিকল অনুবাদ যথা, পঙ্কে পতিত (পথিককে) দেখিয়া ব্যাঘ্ৰ কহিল, হায় হায়! মহাপঙ্কে পতিত হইলে, অতএব আমি তোমাকে উঠাই, ইহা কহিয়া (ঐ ব্যাঘ্র) অল্পে২ নিকটে গিয়াসেই ব্যাস্ত্র কর্তৃক ধৃত ঐ পথিক চিন্তা করিল। এস্থলে উত্ত্ব ও উপগম্য অর্থাৎ কহিয়া ও গিয়া ক্রিয়াপদ কর্তৃবাচ্য ও ব্যাঘ্ৰ তাহার কৰ্ত্তা, ও তৎপর ভাগে ব্যবহৃত ধৃত পদ কৰ্ম্মবাচ্য, ও ব্যান্ত্রেণ পদ তাহার করণ; কিন্তু এমতরূপ রচুন সংস্কৃতে প্রচলিত থাকিলেও বাঙ্গলায় চলিত নাই, এবং চলিত হইলেও ললিত হয় না। অতএব প্রথমে ব্যবহৃত কর্তৃবাচ্য ক্রিয়ার অনুসারে পরবর্তি ক্রিয়াকে কর্তৃবাচ্যে ব্যবহার করিলে ভাল হয়, যথা, ইহা কহিয়া (সেই ব্র্যশস্ত্র) অল্পে২ নিকটে গিয়া সেই পথিককে ধরিল। কিন্তু প্রথমাংশস্থ কৃচের কৰ্ত্তাকে পরাংশস্থ কৰ্ম্মবাচ্য ক্রিয়ার (করণ না করিয়া) উক্তপদ ৰূপে ব্যবহার করিয়া বাক্যের একাংশকে কর্তৃবাচ্য ও অপরাংশকে কৰ্ম্মবাচ্যৰূপে ব্যবহার করাষায়, যথা, সে চুরিকরিয়া কারাবদ্ধ হইয়াছে। তিনি সেখানে গিয়া বড় বিপদগ্রস্ত হইয়াছেন। এবং কখনই বাক্যের প্রথমাংশ ক্তাচুপদদ্বারা কৰ্ম্মবাচ্যে ও পরাংশ কর্তৃবাচ্যে ব্যবহার করাযায়, কিন্তু তাহাতেও ঐ প্রথমাংশস্থ কৰ্ম্মবাচ্য ক্রিয়ার কেৰ্ম্মে) উক্ত পদ পরাংশস্থ কর্তৃবাচ্য ক্রিয়ার কৰ্ত্ত হইবে, যথা, তিনি অপমানিত হইয় প্রাণ . ত্যাগ করিয়াছেন। আমি বিপদগ্রস্ত হইয়া তোমার নিকট আসিয়াছি,* i

  • জ্বাচ্‌পদের, ও ভাবে সপ্তমী নয়নযু চতুষ তাহার কৰ্ত্ত বা উক্তপদই প্রায়

তদৰাক্যস্থ সমাপিকা ক্রিয়ার কৰ্ত্ত বা উত্তপদ হয়।