পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভিন্ন ভাষাহইতে গৃহীত শব্দের ব্যবহারোপদেশ। ২৫৯ যে পত্রে মৃত্যুসংবাদ নাই তাহণর পৃষ্ঠে এই ভ_ ভ্রমুখ নামক চিহ্ন দেওয়া গিয়া থাকে, এবং ইহার নীচে স্থল বিশেষে এক হইতে পাচ কলি ব্যবহার করাগিয়া থাকে। কসি ব্যবহাঞ্জের মুল ও বিশেষ বিবরণ এই যে পুৰ্ব্বকালে যে ব্যক্তিকে পত্র লিখা যাইত তাহার নামের পূর্বে বররুচির পত্রকৌমুদীতে লিখিত এই শ্লোকানুসারে এক হইতে ছয় স্ত্রী পর্যন্ত লিখ যাইত, যথা,—“ষড় গুরো স্বামিনঃ পঞ্চ, দ্বেভূত্যে চতুরে রিপে। ঐশব্দানং এয়ং মিত্রেঃ হেকৈকং পুত্রভীৰ্য্যয়োঃ । অর্থাৎ গুরুর নামের পূর্বে ছয় স্ত্র,স্বামির নামের পুৰ্ব্বে পাচ স্ত্রী, ভূতের নামের পুৰ্ব্বে দুই, রিপুর নামের পূৰ্ব্বে চারি, মিত্রের নামের পূৰ্ব্বে তিন, এবং পুত্র বা ভাৰ্য্যার নামের পুৰ্ব্বে এক শ্ৰী ব্যবহণৰ্য্য। কিন্তু বর্তমান কালে শিরোনামে এক মাত্র ঐ লিখিয়া বক্রী যে কএক শ্ৰী লিখা রীতি ছিল তাহার পরিবর্তে তৎসংখ্যক কসি পত্রের পৃষ্ঠে শ্ৰীমুখের নীচে দেওয়া রীতি হইয়াছে। একাদশ পরিচ্ছেদ । ভিন্ন ভাষাহইতে গৃহীত শব্দের ব্যবহারোপদেশ । w বাঙ্গলায় ব্যবহৃত পদ সমূহের অধিকাংশ সংস্কৃত হইতে নীত,* কিয়দংশ প্রাক্কত, হিন্দী, পারসী, আরবী, ইংরাজি ইত্যাদি ভাষা হইতে চলিত হইয়াছে,+ এবং অবশিষ্ট সুতরাং বাঙ্গলা । o ভিন্ন ভাষাহইতে যে সকল কথা বাঙ্গলায় ব্যবহৃত তাহ প্রায় বিশেষ্য শব্দ, বিশেষণ, ও ক্রিয়াবাচক শবদ, এবং প্রথমে একবচন কর্তৃকারকীয় অর্থে ও অধিকাংশ অবিকল সেই ৰূপে গৃহীত, wo & * *, ४, ५, २: 8, ९, द: 8 密 পদ সকলুই প্লায় সংস্কৃত মূলৰ । † এবং মদ্যাপি অনেক নীত ও চলিত হইতে পারে । e 制 Jo