পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ বাঙ্গল-ব্যাকরণ । ৬ তবর্গ স্থানে ল হয় ল পরে থাকিলে, যথা, তত+লেখনী =তল্লেখনী। বিদ্বান+লেখক=বিদ্বাল্লেখক । ৭ অরের পূর্ববর্তিী চ ট ত কপ ক্রমে জ ড দ গ ব হয়, যথা, বাকৃ+ঈশ্বর=বাগীশ্বর। তত্+বিষয়=তদ্বিষয়। ৮ পদের অস্তস্থিত চ ট ত ক প স্থানে নিত্য এঃ ণ ন ঙ ম হয় প্রত্যয়ের ম পরে থাকিলে যথা, চিত্+ময়=চিন্ময়, বাকৃ+ময়== বাঙায় । o e * ৯"ঞমের পূর্ববৰ্ত্তি চ ট ত ক প স্ব২ বৰ্গীয় অনুনাসিক অক্ষরে বিকল্পে পরিবৰ্ত্তিত হয়, যথা, তত নিমিত্ত্বে=তন্নিমিত্তে অথবা তদনিমিত্তে$ । e ১০ চপের। পরবর্তি এবং অমেরণ পূর্ববৰ্ত্তি শ-কারের স্থানে ছ, ও হ-কারের স্থানে তৎ পূৰ্ব্বস্থিত অক্ষর যে বর্গীয় তদ্বর্গের চতুর্থ অক্ষর বিকল্পে হয় ; যথা, তৎ+শাস্ত্র=তচ্ছাস্ত্র বা তচুশাস্ত্র**, তৎ+হেত্ত=তদ্ধেতু বা তদ্‌" হেতু । ১১ পদের মধ্যস্থিত মৃন অথব1ং অনুস্বার কোন বর্গীয় বর্ণের পূৰ্ব্বে ঘটিলে তদ্বগীয় অনুনাসিক বর্ণে পরিবর্তিত হয়। যথা, শম্ বা শং+কর=শস্কর। অন্‌--কিত=অঙ্কিত। শাম্+ত=শান্ত । ১২ স্বর বর্ণের পর বৰ্ত্তি ছৰ্কারের দ্বিভাব হয়, যথা, বৃক্ষ+ ছায়া=বৃক্ষচ্ছায় (১৩ পৃষ্ঠার শেষ ভাগ দেখ) । گیه ১৩ সৃ-কার ও র-কারের পর হল বর্ণ থাকিলে বা কোন বর্ণ না থাকিলে সূ আর রঃ বিসর্গে পরবৰ্ত্তিত হয়, যথা, মনস্+পূত =মনঃপূত, অন্তর+পুর=অন্তঃপুর।

  • য ব র ল নিরনুনাসিক ও সানুনাসিক দুই প্রকারে উচ্চারিত হয়, এস্থানে ল অনুনাসিক (ন) বর্ণের স্থানে হওয়াতে সানুনাসিক হইল।

+ অৰ অর্থাৎ অ ই উ ঋ ৯ ক এ ও ও ঐ ৪ চ হ য ব র ল এ ণ ন ও ম る。 万ト8 ঘ ভ জ ড দ গ ৰ এই অক্ষয় সমূহের যে কোন অক্ষরের পূর্বস্থিত। } অর্থাৎ এs, ণ, ন, ও, ম এই বর্ণের এক বর্ণের পূর্ববৰ্ত্তি । ८ १ সূত্র দেখ। | চ ট ত ক প। " -

  • অ ই ঋ ৯ ক এ ও ঙ ঐ ঔ চ হ য ব র ল এণ্ড ণ ন ও ম ।
  • * ৪ লক্ষণ দেখ ॥

tা ৭ লক্ষণ দেখ ।