পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b~ বাঙ্গল-ব্যাকরণ । সাধরণ সুত্র । অ-কারান্ত ও ঈ কারান্ত সংস্কৃত শব্দ স্ত্রীলিঙ্গ । বিশেষ সুত্র। ১ আন ভাগ স্ত ও অস্ ভাগান্ত শব্দের ঐ অন আ এবং অস অা হয়। এ ৰূপ শব্দসকল আ-কারান্ত হইলেও প্রায় পুংলিঙ্গ, যথা, (রাজন=) রাজ (বেধস্=) বেথ। বাঙ্গলায় অন্ত্যং ও ঃ . লুপ্ত হয় । - ২ যে সকল শব্দের অন্ত ঈ ইন ভাগের স্থলে আদিষ্ট হইয়াছে, ঐ ৰূপ শব্দসকল পুংলিঙ্গ, যথা, (হস্তিন —ইন -ঈ=)হস্তী । ৩ একস্বরবিশিষ্ট ঈ-কারান্ত বা উ-কান্ত শব্দ মাত্রে স্ত্রীলিঙ্গ, —যথ1, ভী, ৪ বিদ্যুৎ, লত, নিশ, বীণ, দিক, পৃথিবী, লজ, এবং নদী বোধক শব্দসকল প্রণয় স্ত্রীলিঙ্গ । সংস্কৃত পুংলিঙ্গ শব্দের স্ত্রীলিঙ্গে ৰূপান্তর করণের নিয়ম। সাধারণ স্বত্র । অ কারান্ত বা হসন্ত পুংলিঙ্গ শব্দ অ-কারস্থলে অ-কার বা ঈ-কারের যোগে স্ত্রীলিঙ্গ হয়, এবং এ প্রকারে স্ত্রীলিঙ্গে ৰূপান্তররিত কতিপয় শব্দের প্রথম ভাগের স্বর দীর্ঘ হইয়া থাকে,—ঘথা, শিব, শিব, পুত্র, পুত্ৰী, নর, নারী। বিশেষ লক্ষণ । যেসকল শব্দ আদৌ ইন ভাগান্ত ছিল, এবং পুংলিঙ্গে ঐ ইন ঈ-কারে পরিবর্তিত হইয়াছে, ঐ ৰূপ শব্দসকল ঐ ইন ভাগে ঈ-কারের যোগে স্ত্রীলিঙ্গ হয়, যথা— r. অাদি স্ত্রীলিঙ্গ । পুংলিঙ্গ হস্তিন, হস্তিনী হস্তী পক্ষিন । পক্ষিণী পক্ষী অ-কারান্ত জাতিবাচক শব্দ , অ-কারকে ঈ-কারে পরিবর্ত করিয়৷ স্ত্রীলিঙ্গ হয় ।