পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষণ—গুণের তার তম্য । ○> পারসী ঈ , বা অান A T লিঙ্গ ভেদে অণকারান্তর প্রাপ্ত হয় ন,--যথা, Ge পুং স্ত্রী ক্লীব হিন্দুস্তানী হিন্দুস্থানী হিন্দুস্থানী বীবী-আণন বীবী-অনার্স বীবী-অান। . হিন্দী প্রত্যয় ওয়ালা সংযোগে নিষ্পন্ন বিশেষণের স্ত্রীলিঙ্গে ঐ ওয়াল ওয়ালী হয়, যথা,— পুং क्ली দুধ ওয়াল দুধওয়ালী গুণের তার তম্য । (সংস্কৃত) বিশেষণের উত্তর •তর প্রত্যয় প্রযুক্ত হইলে বোধ হয় যে তাহার বিশেষ্য বস্তুর গুণ (বা দেশষ) অন্যাপেক্ষ অধিক, এবং তম ব্যবহৃত হইলে লোপ হয় যে তাহার বিশেষ্য বস্তুর গুণ (বা দোষ) অত্যন্ত অধিক, অথবা সৰ্ব্বাপেক্ষা অধিক, যথা, রাম অপেক্ষা শ্যাম বিজ্ঞতর, কিন্তু কৃষু সৰ্ব্বাপেক্ষ বিজ্ঞতম | o বঙ্গল বিশেষণ বা আর২ ভাষাহইতে ব্যবহৃত বিশেষণের পূৰ্ব্বে এবং ইচ্ছাক্রমে সংস্কৃত বিশেষণের পূৰ্ব্বেও তর.প্রত্যয়ের পরিবর্তে অারে, বা ত্মধিক, ও তম প্রত্যয়ের পরিবর্তে আতি, অতিশয়, বা অত্যন্ত ব্যবহৃত হয়, যথা, শক্ত, অধিকশক্তি, অত্যন্তশক্ত। ছোট, আরোছোট, অতিশয়ছেণট । সংস্কৃতে কখনই তর ও তম প্রত্যয়ের স্থানে ইষ্ঠ ব্যবহৃত হয়, যথা, গুরুতর গুরুতম বা গরিষ্ঠ । শ্রেষ্ঠ শব্দ প্রশস্য শব্দে ইষ্ঠ সংযোগে নিম্পন্ন হইয়াছে কিন্তু (বাঙ্গলায়) প্রশস্য শব্দের ব্যবহার প্রণয় নাই । যে বস্তুর গুণ অপেক্ষ যে বস্তুর গুণ অধিক প্রকাশ করা যায়, তদুভয়ের মধ্যে অপেক্ষা, হইতে ব! চেয়ে ব্যবহৃত হয়, যথ1, রণম হইতে শ্যাম বিজ্ঞতর। এবং তম প্রত্যয়ান্ত পদের পূৰ্ব্বে সৰ্ব্বাপেক্ষা, সকল অপেক্ষা, সকল হইতে, বা সকলের চেয়ে অনেকস্থলে ব্যবহার কর। গিয়া থাকে, যথা,—রাম হইতে শ্যাম বিজ্ঞতর । কৃষ্ণ সৰ্ব্বাপেক্ষা বিজ্ঞ


- - - --- to

  • হিন্দ্রিভাষায় আন স্ট্রীলিঙ্গে আনা হয়, কিন্তু বাঙ্গলায় এইরূপ অদ্যাপি ব্যবহৃত হয় নাই।