পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষণ—কারক। ○○ কারক। বাঙ্গলাতে প্রকাশিত বিশেষ্য শব্দের বিশেষণ পদে বিভক্তি যুক্ত হয় না, কিন্তু তাহাতে বিভক্তি যুক্ত হইলে তাহার অন্ত্য ঈ-কারাদির যে ৰূপে ৰূপান্তর হইত তাহ হইয়া থাকে,* যথা, কর্তৃ-কারকে জ্ঞানী মনুষ্য ছিল, কৰ্ম্ম কারকে জ্ঞানি মনুষ্যকে হইল, জ্ঞানীকে মনুষ্যকে হইল না। e কিন্তু যে স্থানে বিশেষণ প্রকাশিত ও তদ্বিশেষ্য উহ থাকে, সে স্থলে ঐ বিশেষ্য প্রকাশিত থাকিলে যে কণরকে রূপান্তরিত হইত, সেই কণরকে ঐ বিশেষণ রূপান্তরিত হয়, যথা, জ্ঞানির সংসগে থাকিও অর্থাৎ জ্ঞানি লোকের সংসর্গে থাকিও ৷ বিশেষ্য শব্দের ন্যায় বিশেষণশবদ সকল ও ৰূপার্থে স্বীয়২ অন্ত্য বর্ণ অনুসারে তিন শ্রেণিতে বিভক্ত, ও তদনুসারে বিভক্তিযুক্ত হয় । o পুংলিঙ্গ একবচন কর্তৃকারকে ঈ-কারান্ত সংস্কৃত বিশেষণ সকলের অন্ত্য ঈ একবচনীয় আর২ কারকে এবং বহুবচনীয় সকল কারকে ই-কারে পরিবৰ্ত্তিত হয়, যথা,— কর্তৃ-কারক, কৰ্ম্ম, অধিকরণ সম্বোধন । একবচন জ্ঞানী, জ্ঞানিকে, জ্ঞানিতে, হে জ্ঞানি । বহুবচন জ্ঞানির, জ্ঞানিদিগকে,জ্ঞানিদিগেতে, হে জ্ঞ নির । সংস্কৃত বিশেষণ সকল যে২ অক্ষরান্ত হয়, সেই২ অক্ষরান্ত বিশেষ্য শব্দের ন্যায় স্ব২ বিশেষ্য অনুসারে সম্বোধনে ৰূপান্তরিত হয়, (৪৮ ও ৪৯পৃষ্ঠা দেখ) । ঈ-কার এবং উ-কারান্ত নিত্য স্ত্রীলিঙ্গ শবদ, সুজ, ও দ্বিস্বর অম্বার্থক, এবং কতিপয় ঈ ও উকারান্ত সংস্কত বিশেষণের অন্ত্য گی 、< حسبة ঈ এবং উ সম্বোধনে ই-কারে ও উ-কারে পরিবর্তিত হয়, যথা, গৌরী হে, গৌরি, সুজা—হে, সুভ্র । g * ઇન્ગ ૭ 8: "જૂછેl cઃશ e f. f ৩৩ ও ৩ষ্ট পুষ্ঠা দেখ ।