পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৵৹

ছিলেন। লোকনাথের ব্রাহ্মণ জাতীয় মহাসামন্ত প্রদোষশর্ম্মা, লোকনাথের পুত্র লক্ষ্মীনাথের মুখে রাজাকে জানাইয়াছিলেন যে, তিনি সুব্বুঙ্গ বিষয়ের বনময় প্রদেশে একটি মন্দির নির্ম্মাণ করাইয়া তাহাতে অনন্তনারায়ণের মূর্ত্তি প্রতিষ্ঠা করিতে চাহেন এবং সেই স্থানের বিদ্বান ব্রাহ্মণদিগের বাসস্থানের জন্য ভূমি প্রার্থনা করেন। প্রদোষশর্ম্মার প্রার্থনা অনুসারে সামন্ত লোকনাথ তাঁহার সান্ধিবিগ্রহিক প্রশান্তদেবের দ্বারা এই তাম্রশাসন সম্পাদন করাইয়া, তাহা দ্বারা প্রদোষশর্ম্মাকে বহু ভূমি প্রদান করিয়াছিলেন। এই তাম্রশাসন লোকনাথের ৪৪ বর্ষে প্রদত্ত হইয়াছিল।

 প্রবীণ ঐতিহাসিক শ্রীযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্ত্তৃক আহূত হইয়া ১৩২২ খৃষ্টাব্দে “পাল-সাম্রাজ্যের অধঃপতন” সম্বন্ধে ধারাবাহিক বক্তৃতা করিয়াছিলেন। অধ্যাপক ডাক্তার রমেশচন্দ্র মজুমদার, মৈত্রেয় মহাশয়ের বক্তৃতার সারাংশ উক্ত বর্ষে “মর্ম্মবাণী” নামক অধুনা বিলুপ্ত সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ করিয়াছিলেন কিন্তু এই বক্তৃতা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কর্ত্তৃপক্ষগণ বা মৈত্রেয় মহাশয় কর্ত্তৃক প্রবন্ধাকারে বা গ্রন্থাকারে কোনও ভাষায় প্রকাশিত হয় নাই। মৈত্রেয় মহাশয় রামচরিতের যে অংশের টীকা নাই সেই অংশের দুই একটি শ্লোকের সুন্দর অর্থ করিয়াছিলেন কিন্তু তিনি নিজ নাম দিয়া এই সকল শ্লোকের ব্যাখ্যা করেন নাই বলিয়া তাঁহার অর্থ বা ব্যাখ্যা ব্যবহার করিতে ভরসা করিলাম না। অধ্যাপক শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য্য “পাল-রাজগণের তারিখ” সম্বন্ধে একটি সুদীর্ঘ প্রবন্ধ রচনা করিয়াছেন কিন্তু তাহা “শেখ শুভোদয়া” নামক আধুনিক গ্রন্থের একটি শ্লোকের যথেচ্ছ পরিবর্ত্তনের উপরে প্রতিষ্ঠিত বলিয়া ইতিহাসে গৃহীত হইবার যোগ্য হয় নাই।