পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ
১৪৭

করিয়াছিলেন[১]। মান্যখেতের রাষ্ট্রকূট-রাজবংশের অভ্যুদয়কাল নির্ণয় করা দুঃসাধ্য। তাঁহারা চালুক্যবংশীয় তৈলপ্প কর্ত্তৃক ৯৭২ খৃষ্টাব্দে রাজ্যচ্যুত হইয়াছিলেন[২]। দন্তিবর্ম্মার পৌত্র প্রথম গোবিন্দের পুত্রের নাম প্রথম কর্ক। তাঁহার পৌত্র দন্তিদুর্গ বা দ্বিতীয় দন্তিবর্ম্মা বাদামী বা বাতাপীপুরের চালুক্য-রাজগণকে পরাজিত করিয়া দক্ষিণাপথে রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন। বোম্বাই প্রদেশে সমনগড় নামক স্থানে আবিষ্কৃত তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, উত্তরাপথেশ্বর শ্রীহর্ষকে যে কর্ণাটদেশীয় সেনা পরাজিত করিয়াছিল, দন্তিদুর্গ বা দন্তিবর্ম্মা তাহাদিগকে পরাজিত করেন[৩]। দন্তিদুর্গ অপুত্রক অবস্থায় পরলোকগমন করিলে, তাঁহার খুল্লতাত প্রথম কৃষ্ণ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। ইনি ৭০৫ শকাব্দে (৭৮৩ খৃষ্টাব্দে) দক্ষিণাপথ-রাজরূপে জৈন হরিবংশ পুরাণে উল্লিখিত হইয়াছেন। অতএব ৭৮৩ খৃষ্টাব্দে গুর্জ্জর-প্রতীহার-বংশীয় বৎসরাজ, কান্যকুব্জরাজ ইন্দ্রায়ুধ ও রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ জীবিত ছিলেন। বৎসরাজ প্রথম কৃষ্ণের মৃত্যুর পরেও জীবিত ছিলেন; কারণ, তিনি কান্যকুব্জ এবং গৌড়-বঙ্গ অধিকার করিলে, প্রথম কৃষ্ণের দ্বিতীয় পুত্র ধ্রুবধারাবর্ষ তাঁহাকে পরাজিত করিয়া দুর্গম মরুভূমিতে পলায়ন করিতে বাধ্য করিয়াছিলেন। ধ্রুবধারাবর্ষের পুত্র তৃতীয়

  1. Ibid.
  2. Bhandarkar’s Early History of the Dekkan, 2nd edition, р. 76.
  3. কাঞ্চীশকেরলনরাধিপচোলপাংড্যশ্রীহর্ষবজ্রটবিভেদবিধানদক্ষং।
    কর্ণ্ণাটকং বলমনন্তমজেয়রথ্যৈর্ভৃত্যৈঃ কিয়দ্ভিরপি যঃ সহসা জিগায়॥
    —Samangad grant of Dantidurga—Indian Antiquary, Vol. XI, p. 112.