পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সপ্তম পরিচ্ছেদ।

পাল-বংশের অভ্যুদয়।

 পালবংশের পরিচয়—সন্ধ্যাকরনন্দীর রামরচিত—হরিভদ্রের অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতাটীকা—বৈদ্যদেবের তাম্রশাসন—ঘনরামের ধর্ম্মমঙ্গল—পালরাজগণের কায়স্থত্ব—মাৎস্যন্যায়-রাজনির্ব্বাচন সম্বন্ধে তারানাথের উপাখ্যান—পালরাজগণের পিতৃভূমি বরেন্দ্রী—প্রথম গোপালদেব—দেদ্দদেবী—গোপালদেবের রাজ্যকাল—ধর্ম্মপাল—ধর্ম্মপালের রাজ্যকাল—তৃতীয় গোবিন্দের রাজ্যকাল—কান্যকুব্জরাজ ইন্দ্রায়ুধের পরাজয়—চক্রায়ুধকে কান্যকুব্জের সিংহাসন-প্রদান—দ্বিতীয় নাগভটের সহিত যুদ্ধ—ধর্ম্মপালের পরাজয়—বাহুকধবল—তৃতীয় গোবিন্দের উত্তরাপথাভিযান—ধর্ম্মপাল ও চক্রায়ুধের তৃতীয় গোবিন্দের নিকটে সাহায্য-প্রার্থনা—রণ্ণাদেবী—পরবল—ত্রিভুবনপাল—বুদ্ধগয়ার শিলালিপি—খালিমপুরের তাম্রশাসন—স্বর্ণরেখ—হরিচরিত কাব্য।

 বারবার পরাক্রান্ত বিদেশীয় রাজগণ কর্ত্তৃক আক্রান্ত হইয়া গৌড়-বঙ্গ-মগধের অধিবাসিগণ একজন রাজা নির্ব্বাচন করিয়াছিল। তিব্বতদেশীয় লামা তারানাথ তাঁহার বৌদ্ধধর্ম্মের ইতিহাসে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, তৎকালে উড়িষ্যায়, বঙ্গে এবং পূর্ব্বদেশের অন্য পাঁচটি প্রদেশে প্রত্যেক ক্ষত্রিয়, ব্রাহ্মণ এরং বৈশ্য নিজ নিজ অধিকারে রাজা হইয়া উঠিয়াছিল, কিন্তু সমগ্র দেশে কোন রাজা ছিলেন না[১]। দেশের যখন এইরূপ অবস্থা, তখন প্রজাপুঞ্জ প্রবলের অত্যাচারে

  1. In Odivisa, in Bengal and the other five provinces of the East, each Kshatriya, Brahman and merchant, constituted himself a king of his surroundings, but there was no king ruling the country.—Indian Antiquary, Vol. IV, pp. 365-6.