বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



তৃতীয় পরিচ্ছেদ।
৩৭

সময়ে সম্ভবতঃ মগধ কুষাণবংশীয় সম্রাটগণের অধীনতা স্বীকার করিয়াছিল। বুদ্ধগয়ার মন্দির সংস্কারকালে, মন্দিরের পশ্চাৎস্থিত বোধিদ্রুমমূলের বজ্রাসনতলে কনিংহাম হুবিষ্কের একটি সুবর্ণ মুদ্রার ছাঁচ পাইয়াছিলেন[]। বজ্রাসন স্থাপনকালে (বোধ হয় হুবিষ্কের রাজত্বকালে), উহার নিম্নে হুবিষ্কের একটি সুবর্ণমুদ্রা রাখা হইয়াছিল কিন্তু তাহা পরবর্ত্তিকালে অপহৃত হওয়ায়, মুদ্রার প্রতিলিপিটিমাত্র বজ্রাসননিম্নে ছিল। এতদ্ব্যতীত বুদ্ধগয়ায় মহাবোধিবৃক্ষের তলে, এক্ষণে বজ্রাসনের যে আচ্ছদন আছে, তাহার স্থানে স্থানে কুষাণ অক্ষরে খোদিতদিপি আছে[]। এই সকল প্রমাণ দেখিয়া বোধ হয় যে, মহাবোধিবিহার কুষাণ রাজবংশের অধিকার কালে পুনর্নির্ম্মিত হইয়াছিল। প্রবাদ আছে যে, প্রথম কাণিষ্ক পাটলিপুত্র আক্রমণ করিয়া, বুদ্ধঘোষ নামক জনৈক মহাস্থবিরকে মগধ হইতে গান্ধারে লইয়া গিয়াছিলেন[]। বুদ্ধগয়ার মন্দির যে কুষাণ রাজত্বকালে নির্ম্মিত হইয়াছিল, সে সম্বন্ধে একটি নূতন প্রমাণ আবিষ্কৃত হইয়াছে। ১৩২০ বঙ্গাব্দে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যক্ষ ডাঃ স্পুনার (Dr. D. B. Spooner) পাটলিপুত্রের ধ্বংসাবশেষ খননকালে একটি মৃন্ময় মুদ্রা (Terracotta plaque) আবিষ্কার করিয়াছিলেন। এই মুদ্রায় মহাবোধিবিহারের প্রতিকৃতি আছে এবং কতকগুলি খরোষ্ঠী অক্ষর আছে[]। খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে ভারতে থরোষ্ঠী লিপির

  1. Cunnigham’s Mahabodhi, p. 2o, pl. X. 11.
  2. Ibid, p. 58, pl. XXII. 11.
  3. V. A. Smith, Early History of India, 3rd Edition, p. 2б0.
  4. Annual Report of the Archaeological Survey, Eastern Circle. 1913-14, р. 71.