বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেকে ইহাকরা যাইতে পারেন, এবং এই দৌরাত্ম্য করিতে নিধে ধ + করিয়া এবিষয় তাহীরক না দেখিতে হয়, এই মানসে মরসিরাবাদ পরিত্যাগ পূর্বক মৃগয় করত রাজমহলে চলিলেন, ওঁtহার বৃদ্ধপত্নী সেরাজউদৌলার মাতামী নেয়াইসের নিকটে স্বয়ং গিয় তাহার নিৰ্দ্দোষ বন্ধ এবং ভূত্যকে মারিতে অনুজ্ঞী প্রার্থনা করিলেন, মেয়াইসের পত্নী জন্সিতী বেগম অন্যান্য লোকের প্রার্থনীমধ্যে ঐ বিষয়ে নিজ প্রার্থন প্রকাশ করিলেন, নেয়াইস এই সকল.লোকের নিবেদন দ্বারা পরাজিত হইয়। অনুমতি করিলেন, সেরাজ উদ্দৌলা ঐ মহাশয়ের সহিত সাক্ষাৎ করিয়া বাটা গমন কালে হস্পিন কৃলিখার গৃহের নিকটে ম্বিয়া তাহাকে বাহিরে আনিয় নিজসমক্ষে টুকরং কায়। কাটিতে আজ্ঞা করিলেন, এবং ঐ সময়ে তাহার এক অন্ধভু্যতাকে আনতে তাহাকেও ঐ ৰূপ করিলেন, মুসলমান ইতিহাসবেত্ত কহেন, tয এইসকল অসঙ্গত হত্যাতে অfলবfদর পরিবারে পরমেশ্বরের শাপ হইল, কিঞ্চিদনন্তর নেয়াইম মরিলেন, দুইমাসমধ্যে তাহার ভূতি সায়দ আহমদ পুরণীয়াব শাসনকত্তা মরিলেন অলিবদি দেীক্ষিত্রের চরিত্রের দ্বারা ತನ್ದಕತ হইয়। এবং मूहे ভুক্তৃিপুলের মরণে শোকাতু হইয়। ১৭৫৬ শালের ৯ আfপ্রলে জুলাকান্তর গত হইলেন ! আলিবদির যুদ্ধে ও সন্ধিতে অসাধারণ ক্ষমত ছিল, এবং কৰ্ত্তব্য বিষয়ে দৃঢ়প্রভিজ্ঞ ছিল, ইহার স্পষ্ট প্রমাণ এই যে তিনি পঞ্চমগুতি বর্ষবয়সে উড়িষ্যামধ্যে সসৈন্যে*ারাষ্টীয়দিগের অনুবতী হইয়াছিলেন, বাঙ্গালার রাজ্যপ্রাপ্তির পর দশবৎসর পর্যন্ত ভিন্ন দেশীয় শত্র, কিশ্ব'নিজ বঞ্চকসেনাপতি দিগের সছিত যুদ্ধে ক্রমিক নিযুক্ত ছিলেন, অনন্তর "অন্তিম পঞ্চবর্ষ মধ্যে কোন বিরোধ ছিল না, তাহীতেও তাহার কর্ম অতিশয় প্রশংসনীর ছিল, তাহার সেনাপতি মুস্তাফ খাঁ কলিকা