( ১৩৫ ) কার করেন, তবে তিনিই ইংরাজ দিগের প্রতি মেরুপ ব্যবহার রিয়াছেন, সেইৰূপ কারবার ভয় দেখাইলেন, ওলন্দাজের সাদ্ধ চরি লক্ষ মুদ্র ও ফরাসির সাদ্ধ তিন লক্ষ মুদ্ৰ দিয়া নিস্তার পাইলেন, যে বৎসরে কলিকাত অধিকার হুইল ঃ ইংরাজের ধাঙ্গল হইতে দূীকৃত হইলেন, সেই বৎসরে অর্থাৎ ১৭৫৬ *ায়ল 驚" ভূমির সনন্দ পাষ্টয় শুরামপুর নগর আরম্ভ করিলেস* শুবাদার জয়দ্ধtয় প্রফল্প হইয় গ্রসিদীবাদে সিয়া পুর ৰীয়ার শাসনকৰ্ত্তা তাহার' জ্যেষ্ঠতাতপুল শোকংজঙ্গের প্রতি নূতন আক্রমণ করতে স্থির করিলেন, তাহীর সহিৎ বিরোধে! খাপন করিতে আপনার এক ভূত্যকে তথাকবে ফৌজদার কfরয়। জেষ্ঠতাত পুত্রকে আজ্ঞা করিলেন, যে তিনি ঐ ব্যক্তিকে তৎ কৰ্ম্ম করিতে স্থাপন করবেন, তাহাতে ঐ বালক ক্রোধে উন্মত্ত প্রায় হইয়। উত্তর লিখিলেন, যে তিনি ব্যবস্থামতে এতদেশের শুবাদার হইয়। দিল্লী হইতে নিয়োগ পত্র পাইয়াছেন, এবং নবাবকে আজ্ঞা করিলেন,যে তিনি মূৰসিদাবাদ পরিত্যাগ করি, য়। অভিলষিত স্থানে গমন করেন, সেরাজ উদ্দৌল। অতিশয ক্রুদ্ধ হইয় একনিমেষ বিলম্ব ব্যতিরেকে সৈন্যদিগের সহিত একত্র হইয়া পূরণীয়ায় যাত্রা করিতে আজ্ঞা দিলেন, শোকতজঙ্গ ও নিজসৈন্যদিগের প্রেরণ করিলেন,কিন্তু তিনি যুদ্ধ বিষযে কিছু মাত্রজানিতেন না,ও কোনজনের পরামশ শুনিতেননা,তাহান সেন। পতির সৈন্যের সহিত অগ্রসর হইয়। এক দৃঢ়স্থানে উপস্থিত হইলেন, ঐ স্থানের সম্মুখে এক কিল ছিল, ও তাঁহাতে কেবল একমাত্র সেতু ছিল, তথায় সৈন্যেরা শিবির করিল, কিন্তু তাঞ্জা দের কোন কত্তা ছিলনা, সুতরাং প্রকৃত কর্মের কোন প্রস্তাব হয় নাই, সেনাপতিদিগের যে২ স্থান ভাল বোধ হইল, সেই২ স্থানে নিজ২ সৈন্য স্থাপন করিলেন, অবশেষে সেরাজ উদ্দৌলার
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৫৫
অবয়ব