পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( »8७ ) ১৯ তারিখে অতিশয় বর্ষা আরম্ভ হইল,পরে কুইব অগ্রসর হইয়। নবাবের সহিত সংগ্রাম করিবেন. কিম্ব প্রত্যাগমন করিবেন, এবিষয়ে অত্যন্ত সীমান্ধ হইলেন, কারণ মীরজাফরের কোন চিত্ত্ব পাইলেন না,ঙtহ৷ হইতে এক পত্র মাত্রও প্রাপ্ত হইলেন না, তিনি এক যুদ্ধীয় সভাপ্রস্তুত করিলেন; তাহাতে সকলেই যুদ্ধ ত্যাগ করিতে স্থির করিলেন, কাইব প্রথমত তাহারদের বিবেচনা গ্রাহ্য করিয়াছিলেন,কিন্তু বিলক্ষণৰূপে বিবেচনা করিয়া অবশেষে সমুদায় বিপদগ্রস্ত করিয়াও যুদ্ধ করিতে স্থির করিলেন, তিনি উত্তম ৰূপে দেখিলেন, যে যদি এতাবৎপৰ্য্যস্ত অগ্রসর হইয় প্রত্যাগমন করেন, তবে বাঙ্গালীয় ইংরণজদিগের মঙ্গল একেবারে মগ্ন হইবে, ২২ জুন সূর্যোদয় কালে সৈন্যর নদীপার হইতে অরম্ভ করিল, দুইপ্রহর চতুর্থ ঘটিকার সময়ে সমুদায় লোৰু অপরতীরে উত্তীর্ণ হইল, এবং অবিশ্রামে চলিয়। রাত্রি দুই প্রহর এক ঘটিকার সময়ে পলাশীর নিকুঞ্জে উপস্থিত इंश्ल, છভীতকালেই যুদ্ধ আরম্ভ হইল,কুইব সাহেব মীরজাফর ও তাঁহার সৈন্যকে ব্যগ্র হইয়। অনৃেষণ করিতে লাগিলেন, কিন্তু ৩ৎকালেও উাহারদের দর্শন হইল না । নবাবের পঞ্চদশ সহ অশ্বাৰা ও পঞ্চত্রিংশ সহসু পদাতিক ছিল; তিনি কতিপয় স্তাবকলোকদ্বারা বেষ্টিত হইয়া সেনাদিগের পশ্চাৎভাগে তাবুমধ্যে ছিলেন, যখন মীরমদন যুদ্ধ আরম্ভ করিলেন, তখন মীরজাফর সসৈন্যে তাহার নিকটে থাকিয়ও যুদ্ধে প্রবৃত্ত হইলেন না, পরে প্রায় প্রহরের সময়ে এক কামানের গোল মীরমদনের প্রতি বিনিগু হইয় তাহার পাদদ্বয় ছিন্ন করাতেতিনি নম্বাবের তাবুমধ্যে আনীত হইয়া উtহার সম্মুখে প্রাণত্যাগ করিলেন, নবাব তখন অতিশয় ভীত হইয়া সকল ভূত্যদিগের চাতুরীশঙ্কা করিতে লাগিলেন, তিনি মীরজাফরকে আহবান করিয়া তাহার পদে উষ্ণুষ রাখিয়া অতি নযুত। পূর্বক নিবেদন করিলেন, যে তাহার