পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যলয়দেশীয় সৈন্য অবতরণ কবি । গঙ্গীর পশ্চিমতীঃ দেয়। পদবুজে চূচূড়ায় গমন করিলেন, স্কুইব পূর্বেই ঐ স্থান ও চন্দনগরের মধ্যে শিবির করিতে তাহার ক্ষুদ্র সৈন্য কর্ণেল কোড সাহেবের সহিত পাঠাইয়াছিলেন, ওলন্দাজি সৈন্য অগ্রসর হইয়া চুচুড়ার একুক্রোশদক্ষিণে শিবির করিল, ফোড" সাহেব দুই জাতির বিরোধ না দেখিয়া আক্রমণ করিবার পূর্বে সভার আজ্ঞার্থে লিখিলেন, रृंद সাহেব তাসক্রীড়া করিতেছিলেন, এমত সময়ে ঐ পত্র পাইয়। পেনশীল দ্বারা তদাসনে পশ্চাদুক্তরীতিতে উত্তর লিখিলেন. প্রিয়তম ফোর্ড অবিলম্বে যুদ্ধ কর আমি পরদিনে সভার অনুমতি পঠাইব, ফেtড় এই আজ্ঞা শুনিবামীত্রে ওলন্দাজি সৈন্যের প্রতি আক্রমণ করিয়া একদগুমধ্যে তাহীদের ছিন্ন ভিন্ন করিলেন, প্রায় তৎসমকালে তাহদের যেসকল জাহাজ নদীমধ্যে আসিয়াছিল, তাহু ইংরা জের অধিকার করিলেন, সুতরাং ঐ সাহসিককর্মের শেষ’ হইল, চুচুড়ার যুদ্ধের শেষ হইবামাত্রে ছয় সাত সহসু অশ্বকঢ় দৈনের সহিত রাজপত্র মীরণ আসিলেন, যদি ওলন্দাজের জয়ী মই , তবে তিনি অপশ্যই উহাদের সহিত যুক্ত হইতেল, কিন্তু তদভাবে তিনি তাহীদের অনৃেষণাথে ইংরাজদিগের সহিত মিলিত হইলেন, কৰ্ণেল ফোর্ড যুদ্ধাবসানে চুচূড়। বেষ্টন করিলেন, ঐ নগর বহুকাল স্বাধীন থাকিতে পারিত নী, কিন্তু ওলন্দাজের সত্বরে কুইবের নিকটে ক্ষমা প্রার্থনা করি লেন, উtহারা যুদ্ধের ব্যয় দিতে এবং কাইব ও উহাদেঙ্গ জাহাজ ফিরিয়া দিতে সম্মত হইলেন, অতঃপর কুইব সাহেব ধনে মানে বিপুল হইয় এবং তিন বৎসর পর্য্যন্ত অধিক পরিশ্রমস্কার শারীরিক সুস্থত। শূন্য হইয়৷ বনশিটাট সাহেবের হস্তে রাজকীয়কৰ্ম্ম সমপণ করিয়৷ ১৭৬. শালের ফিরুয়ারি भोरम हे९बा७%भग करिजन ।