পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २९ ५ ) তদবধি দশবৎসরের মধ্যে লাড়ময়ত্ব স্বয়ং বড়সাহেব হইয়। লর্ডওয়ালেসলিকে যে নিমিত্তে নিন্দ করিয়াছিলেন তদপেক্ষা অধক যুদ্ধ ও অধিক জয় করিয়ছিলেন, অতএব যাহার এসিয়াতে কদাঙ্ক আসেন নাই ও এতদেশীয়লোকমধ্যে ব্যবহার করেন নাই, তাহীদের ভারতবর্ষীয় রাজ্যেপায় যথার্থ বিবেচনা কর। এমত কঠিন হইতেছে । অনস্তর কোটঅবডিরেক্টরের অধিক হানিতেও বিরোধ ভঙ্গ করিয়া ব্যয়ের লাঘব করিতে স্থির করিলেন, তাহার লার্ড কর্ণওয়ালিস্কে নূতন বড়সাহেব করিতে ইচ্ছা করিলেন, তিনি অতিশয় প্রাচীন হইয়াছিলেন; তথাপি তাহদের প্রার্থনায় সম্মত হইলেন, এবং কলিকাতায় যাত্রা করিয়া ১৮০৫ শীলের ৩০ জুলাই তথায় অবতরণ করিলেন, পরে এভদেশীয় রাজাদিগের সহিত সন্ধি করিতে অবিলম্বে পশ্চিমদেশে চলিলেন, কিন্তু গমনকালে ক্রমে অমৃস্থ হুইয়। ঐ শালের ৫ অকেটেবির গাজি- ; পুরে প্রাণত্যাগ করিলেন, তাহীর মৃত্যুসংবাদ ইংলণ্ডে যাইলে কোট অবডিরেকটরের তাহরে সন্মান জনাইতে তাহর পুত্রকে ৪০০০০ পেীগু উপায়ন দিলেন। রাজসভায় প্রধান সভাপতি সপ্লজজীবীলে তৎক্ষণ ও তৎপদে বড়সাহেব হুইলেন, কেটে অবডিরেকটরের। তাহীর ঐ উচ্চপদে নিয়োগ স্থির করিলেন, কিন্তু রাজমন্ত্রির। তাহাদিগকে জানাইলেন, যে একৰ্ম্মে নিয়োগের ভার তাহীদের আiছে, এবিষয়ে প্রখর বাদানুবাদ হইল, অবশেষে লার্ডমিণ্টকে বড়সাহেবের কৰ্ম্মে নিয়োগ করিয়৷ বিবাদের শেষ হইল, সরজজবালোর রাজত্বের মধ্যে এইমাত্র কৰ্ম্ম হইল, যে রাজসভায় জগন্নাথের নিকটে তীর্থযাত্রহইতে স্বয়ং করগ্রহণ করিয়৷ মন্দিরের কতৃত্ব করিতে স্থির করিলেন, প্রজাদিগেী তথায় গমনে প্রবৃত্তি দিতে নানাপ্রকার উপায় কম্পিত হইল, এইৰূপে তথাকার রাজম্বের