বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २,२ b~ ] অীবীনগরের প্রতি গমন করিল এবং গমনকালে প্রতিস্থান ও নগর অধিকার করত বুক্ষদেশীয় সৈন্যদিগের পর জয় করিয়৷ চলিল, পরে ১৮২৬ শীলের প্রথমে অমরপুরের

  • '

অতি নিরূর্টে উপস্থিত হওয়াতে তথাকার রাজ নিজপুীরক্ষার্থে ইংরাঞ্জেরা যেৰূপ সন্ধির প্রস্তাব করবেন তাহতেই সম্মত হুইলেন, অনন্তর মন্দাবনামে সন্ধির নিষ্পত্তি হইল, ঐ সন্ধিতে বহ্মদেশীয়ের ইংরজিদিগকে মণিপুর আসাম ও আরাকান দেশ ও মার্ভাবণ প্রদেশের সমুদায় দিলেন, এবং যুদ্ধব্যয়াথে কোট মুদ্র দিতে সম্মত হইলেন। - ইংরাজদেগের সৈন্যেরা যখন সুহ্মদেশীয়দিগের সহিত যুদ্ধে নিযুক্ত ছিল, তৎকালে ভরতপুরের কৰ্ত্ত দুজন শালের সহিত বাদ নুবাদ উপস্থিত হইল, তিনি নিজ ভুতি মাধোসিংহের সহিত একত্র হইয়া উহাদের পিতৃব্যপুত্র অতিপালক বলবন্ত সিংহের হস্তহষ্টতে রাজত্ব লইবার চেষ্টা করিলেন, সর চার্লস মেটকাফ দুৰ্জমশালের প্রবোধাগে বিবিধচেষ্টা করিলেন, কুত্ত্ব সে সকল নিষফল হইল, অতএব বাহুবলে নির্ভর করা ... হইল, কিন্তু ঐ স্থান অধিকারকরণ অতি দুঃসাধ্য কৰ্ম্ম ছিল, ১৮০৫ খাল লাড়লেক সাহেব ঐ স্থান বেষ্টন করিয়াছিলেন, তাহাতে এমত অধিক সেন ও সেনাপতিরা মার। পড়িল,যে ইংরাজ কతీశా ভারতবর্ষমধ্যে কোন নগর বেঞ্জনে সেৰপ হয় নাই; এবং যদ্যপিও তথাকার রাজা ইংরাজদিগের নিবারণাথে বিংশতিলক্ষ মুসা দিয়াছিলেন, তথাপি ইংরাজের সেস্থানের অধিকার করতে পারেন নাই, অতএব কেবল ঐ দুর্গমাত্র তাহার বেষ্টন করিয়া গ্রহণে অশক্ত হইয়াছিলেন, ভারতবর্ষ ব্যাপিয় জনরব হইল যে তাহার। ভরতপুর অধীন করিতে অসমর্থ হইলেন, ঐ দুর্গের চতুদিগে স্ময় ভিত্তি ছিল এবং তাহার মূলে খাল ছিল, জধিক সৈন্যের যাবৎ বুদ্ধদেশে নিযুক্ত ছিল, তন্মধ্যে বিংশতি