বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩১ ) আজ্ঞাপত্ৰ লইতে হইত এবং তাছাতে অধিক কুেশ ভোগ করি. তে হইত ও প্রতিবারে মোগল কৰ্ম্মাধ্যক্ষদিগকে অধিক অর্থ দীনকরিতে হুইত যখন সাইস্তখ। বাঙ্গালা হইতে র্যাক্স করিলেন তখন ইংরাজী কারখানার কৰ্ত্ত। বাণিজ্যাথে চিরস্থায়ি অজ্ঞ; প্রার্থনায় তাহার সহিত মহারাজের নিকটে এক দূত প্রেরণ করিলেন ইহা অধিক কৃেশে কেবল সাইস্তথা দ্বারা প্রাপ্ত হইল যখন ইহার সংবাদ আসিল ইংরাজেরা তাহীর প্রতি অতিশয় আiদর প্রকাশ করিতে তিনশত কামান করিলেন। ১৬৭৮ শীলে আরঞ্জেব তাহার হতায় পুল্ল মহাম্মদ আজিমকে বাঙ্গালার শুবাদার কারলেন এই সময়ে আসাম দেশীয়ের পুনরায় পূর্বদিগে বিরক্ত করিতে লাগিল নূতন শুবাদার তাহাদিগের সহিত যুদ্ধার্থে গমন করিতে স্থির করিয়া ইংরাজ ও ওলন্দাজ দিগকে যুদ্ধোপযোগি মনুষ্য দিতে কহিলেন তাকাতে তাহার ক্ষম প্রার্থনা করিয়া মনুষ্যের পরিরণ্ঠে অধিক মস। দিতে স্বীকার করিলেন রাজকুমারও সম্মত হইলেন পরে তিনি আসামে উপস্থিত হওয়াতে রাজার সৈন্যেরা তাহার সমুখহইতে পলায়ন করাতে তিনি বোধকরিলেন যে তদেশ সমূর্ণৰূপে পরাজিত হইল এবং আরাকানদেশীয়দিগের সহিত যুদ্ধাথে পিতার অনুঞ্জ প্রার্থনা করিলেন তৎকালে অরেঞ্জেবের নূতন যুদ্ধ করিবার উচিত সময় ছিল না নি হিন্দুদিগের প্রতি ক্রোধানুত হইয়। রাজপুতানার প্রধান লোকদিগের সহিত তথা মারহাট্টার প্রধাম শিবঙ্গীর সহিত যুদ্ধে নিযুক্ত ছিলেন অতএব পুত্রকে লিখিলেন যে তিনি অবিলম্বে তাহার নিকটে উপস্থিত হইবেন তাহাতে মহাম্মদ আজিম ঢাকা হইতে পঞ্চবিংশতি দিনে বারাণসীতে উপস্থিত হইলেন তৎকালে এমত শীঘুগমন অতি আশ্চর্ঘ্য বোধ হইত। ' সাইন্তখ। ১৬৭৯ শালে পুনৰ্বার বাঙ্গালার শুবাদার হইলেন