পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

とy বাঙ্গালার ইতিহাস বিস্তার করিয়াছিলেন। যুজবেক, নবদ্বীপ ও বর্ধনকোট বিজয়ের স্মৃতিচিহ্নস্বরূপ, ষে নূতন মুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন, তাহার দুই একটি আবিষ্কৃত হইয়াছে২২ । মুসলমান অধিকারের প্রারম্ভে সুলতানগণ কোন বিখ্যাত স্থান বিজিত হইলে নূতন মুদ্রা মুদ্রাঙ্কিত করাইতেন। কান্তকুঞ্জ বিজয় করিয়া অলতমশ এইরূপ নূতন মুদ্রা মুদ্রিত করিয়াছিলেন২৩। ইলিয়াস শাহের পুত্র সিকন্দর শাহ কামরূপ-বিজয় করিয়া কামরূপ বা চাউলিস্তানের নামাঙ্কিত মুদ্র মুদ্রিত করাইয়াছিলেনং । সুলতান আলাউদ্দীন হোসেন শাহ কামরূপ; কামত, জাজ নগর এবং উড়িষ্যা বিজয় করিয়া স্মরণার্থ, বিজিত প্রদেশ সমূহের নাম, নিজনামে মুদ্রিত মুদ্রায় সন্নিবিষ্ট করিয়াছিলেন। মৃগীসূ-উদ্দীন মুজতবকের কড়া শাসনকালের পরে ষষ্টিবৰ্ষকাল লক্ষ্মণাবতীর মুসলমান অধিকার বিস্তৃত হয় নাই। সম্রাটু গিয়াস্-উদ্দীন বলবনের মধ্যম পৌত্র, বাঙ্গালার স্বাধীন সুলতান রুকন-উদ্দীন কৈকাউস্ শাহের রাজ্যের শেষ ভাগে, দক্ষিণবঙ্গের প্রধান নগর সপ্তগ্রাম মুসলমানগণ কর্তৃক বিজিত হইয়াছিল ৬৯৮ হিজরায় (১২৯৮ খৃষ্টাব্দে ), দেবকোটের ভূতপূৰ্ব্ব শাসনকর্তা বহরাম ঈংগীন জফর খাঁ সপ্তগ্রাম বিজয় করিয়াছিলেন২৬ । সপ্তগ্রাম বিজিত হইলেও সমুদ্রোপকূলবর্তী দক্ষিণবঙ্গ মুসলমানগণের পদানত হয় নাই । ৮৭০ হিজরায় (১৪৬৫ খৃষ্টাব্দে ) অথবা তাহার কিঞ্চিৎ পূৰ্ব্বে সুলতান ককন-উদ্দীন বারবক শাহের রাজ্যকালে দক্ষিণবঙ্গও সম্পূর্ণরূপে বিজিত হইয়াছিলং কৈকাউস্ শাহের কনিষ্ঠ ভ্রাতা সুলতান শমস্-উদ্দীন ফিরোজ শাহের রাজ্যকালে (৭০২-৭২২ হিজরা = ১৩০২-১৩২২ খৃষ্টাব্দ ), পূর্ববঙ্গ মুসলমানগণ কর্তৃক বিজিত হইয়াছিল। বঙ্গদেশে, বলবনের (Rs.) Journal of the Asiatic Society of Bengal, old series, Vol. L., 1881, pt. I, p. 61. (<•) Catalogue of Coins in the Indiam Museum, vol. II, pt. I. p. 21, No. 39; Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. IX, p. 288, Note, 3. (R8) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, vol. II, pt. II, p. 152, No. 57. ...to) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. V. p. 248. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, vol. XLI, 1872, pt. I, p. 102-3. ( aa ) Epigraphia Indo-Moslemica, 1909-10, p. 112, No. 1035.