পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গণলার ইতিহাস Sbrò ত্রিপুররাজগণ শকাবর প্রতাপমাণিক্য ?—১৪১২ -8$ం ধন্যমাণিক্য s & үр ・・・ >8>&一8& ఏ8:్సo=పిడిసిన ধ্বজমাণিক্য 贪姆 渗 • • • ১৪৪২ S¢२२ দেবমাণিক্য 台的惨 • • • ১৪৪২—৫৭ ১৫২২—৩৫ ইন্দ্রমাণিক্য * 886 . . . . ه& G ృ&'& বিজয়মাণিক্য । • • • • • ఏ844-ఫిdo& S&రిd-brరి পঞ্চদশ শতাব্দীর শেষভাগে হাবশী ক্রীতদাসগণ গৌড় ও বঙ্গে অত্যন্ত ক্ষমতাপন্ন হইয়া উঠিয়াছিল। ওমরাহীদিগের ক্ষমতা খৰ্ব্ব করিবার জন্য সুলতান রুকন-উদ্দীন বারবক শাহ আফ্রিকা হইতে হাবংশী খোজা আনয়ন করিয়া তাহাদিগকে প্রাসাদ রক্ষায় নিযুক্ত করিয়াছিলেন। ক্রমে এই সমস্ত ক্রীতদাস গৌড়ের সুলতানগণের বিশ্বাস অর্জন করিয়া রাজ্যের প্রধান প্রধান পদ অধিকার করিয়াছিল এবং বাদশাহের অনুগ্রহে ওমরাহ পদে উন্নীত হইয়াছিল। হাবশী খোজাগণকে বাদশাহের অনুগ্রহভাজন হইতে দেখিয়া গোঁড়মণ্ডলের হিন্দু ও মুসলমান প্রধানগণ নিশ্চয়ই প্রীত হন নাই। আভিজাত্যগৌরবাভিমানী হিন্দু বা মুসলমানগণের পরিবর্তে বাদশাহের আদেশে হাবংশীগণ যখন রাজ্যের প্রধান প্রধান পদ অধিকার করিয়াছিল, তখন সেই অসন্তোষ বিদ্বেষে পরিণত হইয়াছিল । ইহার পরে কাফ্রী ক্রীতদাসগণ যখন বাদশাহের অনুগ্রহে ওম্রাহপদে উন্নীত হইয়াছিল, তখন প্রাচীন হিন্দু ও মুসলমান ওম্রাহ্যগণ ধীরে ধীরে প্রাসাদসীমা পরিত্যাগ করিয়াছিলেন । অযথা হবেশী প্রীতি ইলিয়াস শাহের বংশের অধঃপতনের একমাত্র কারণ। হাবশৌগণ বাদশাহের অনুগ্রহে প্রধান প্রধান রাজপদ ও আভিজাত্য লাড করিয়া ক্রমে গৌড়ের বাদশাহ অপেক্ষ অধিকতর পরাক্রাস্ত হইয়া উঠিয়াছিল । ইলিয়াস শাহের বংশের পুরাতন ভূত্য ও প্রভূভক্ত অনুচরবর্গ ধীরে ধীরে হইতে দূরীভূত হইয়াছিলেন। গৌড়ীয় বাদশাহগণ হাবংশীঅন্ধ হইয়া স্বেচ্ছায় আপনাদিগের অধঃপতনের পথ প্রশস্ত করিয়া দিয়াছিলেন। জলাল-উদ্দীন, ফতে শাহ নিহত হইবার বহু পূর্বে একবার মুসলমান ক্রীতদাসগণ গৌড়-সিংহাসন অধিকৃত করিবার চেষ্টা করিয়াছিল।