পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ বাঙ্গালার ইতিহাস জয়চন্দ্র পরাজিত ও নিহত হইয়াছিলেন ও । জয়চ্চন্দ্র জীবিত থাকিতে কোন মুসলমান সেনাপতি, গাহডবালরাজ্যের কোন অংশে অধিকার প্রাপ্ত হন নাই । সুতরাং ৫৯০ হিজরায় বখতিয়ার, ভগবৎ ও ভোইলি পরগণার অধিকার প্রাপ্ত হন নাই । অতএব এই বৎসর তাহার পক্ষে, বিহার এবং লক্ষ্মণাবতী অধিকার অসম্ভব। র্যাভার্টি বলেন যে, বখতিয়ার ৬০২ হিজরায় নিহত হইয়াছিলেন এবং তৎপূৰ্ব্বে দ্বাদশবর্ষ রাজ্যভোগ করিয়াছিলেন । ৬০২ হিজরায় (১২০৫ খৃষ্টাব্দে ) হইতে দ্বাদশ সৌর বৎসর গণনা করিলে ৫৯০ হিজরায় ( ১১৯৩ খৃষ্টাব্দে ) উপনীত হওয়া যায় ; এই বৎসর কুতবত-উদ্দীন কর্তৃক কোল দুর্গ অধিকৃত হইয়াছিল এবং জয়চন্দ্র তখনও জীবিত । ৬০২ হিজরা হইতে দ্বাদশ চান্দ্রবৎসর গণনা করিলে ৫৯০ হিজরীয় উপনীত হওয়া যায়, এই বৎসর চন্দওয়ারের যুদ্ধে জয়চ্চন্দ্র নিহত হইয়াছিলেন, সুতরাং এই বৎসরে নবদ্বীপ আক্রমণ অসম্ভব । ৫৯৯ ও ৬০০ হিজরায় নবদ্বীপ আক্রমণ অসম্ভব, কারণ ৬০২ হিজরায় বখতিয়ারের মৃত্যু হইয়াছিল এবং দুই অথবা তিন চান্দ্রবৎসরের মধ্যে নবদ্বীপ আক্রমণ, লক্ষ্মণাবতী বিজয়, দেবকোট অধিকার, কামরূপ অভিযান ও প্রত্যাগমন ঘটিয়া উঠা সম্ভবপর নহে। নবদ্বীপ আক্রমণের তারিখ সম্বন্ধে রথমানের মত অপেক্ষাকৃত সমীচীন। তবকাৎ-ই-নাসিরীতে নবদ্বীপ আক্রমণের তারিখ প্রদত্ত আছে, কিন্তু শ্ৰীযুক্ত মনোমোহন চক্রবর্তী ব্যতীত এ পর্য্যন্ত অন্য কেহ তাহা লক্ষ্য করেন নাই° বখতিয়ার যখন বিহার আক্রমণ করিয়াছিলেন, তখন রায় লখমেনিয়া অশীতি বর্ষকাল রাজ্যভোগ করিয়াছিলেন । মিনহাজ-উস্-সিরাজ, লক্ষ্মণসম্বৎসরের অশীতি বর্ষ অতিক্রান্ত হইলে মগধমণ্ডল মুসলমানগণ কর্তৃক আক্রান্ত হইয়াছিল এই কথা শুনিয়া, গৌড়ীয় ভাষায় অজ্ঞতাবশতঃ, পূৰ্ব্বোক্ত কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন”। লক্ষ্মণসম্বৎসরের অশীতি বর্ষ অতীত হইলে অর্থাৎ ৮১ লক্ষ্মণ সম্বৎসরে বখতিয়ার উলুগুপুর অধিকার করিয়াছিলেন। লক্ষ্মণ সম্বৎসর ১১৯৯ খৃষ্টাব্দ হইতে গণিত হইতেছে" । সুতরাং ৮০-৮১ লক্ষ্মণ সম্বং অর্থাৎ ১১৯৯ খৃষ্টাব্দ বা ৫৯৫ (৪৩) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৭৪০ । (88) છે •і:xxiп. (84) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. V, p. 152, (8%) Indian Antiquary. vol. XIX, p. 2, Note 3. (84) Epigraphia Indica, vol. VIII, App. I. p. 1: ֆ: