পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९४ বাঙ্গালার ইতিহাস । ক ধ্রুয়াছিলেন। জগন্নাথমিশ্রের পিতামহ মধুকরমিশ্র গ্রীহট্টদেশে বড়গঙ্গণ নামক স্থানে বাসস্থাপন করিয়াছিলেন। জয়ানদের চৈতন্যমঙ্গল অনুসারে জগন্নাথমিশ্র শ্ৰীহট্টদেশে জয়পুর গ্রামের অধিবাসী ছিলেন । জগন্নাথমিশ্র শ্রীহট্টে ব্যাকরণাদি অধ্যয়ন করিয়া অধ্যয়নের জন্য অথবা গঙ্গাতীরে বাসের জন্য নবদ্বীপে আসিয়াছিলেন। জয়ানন্দরচিত চৈতন্যমঙ্গলানুসারে শ্ৰীহট্টদেশে অনাচার, দুর্ভিক্ষ, অরাজকতা ও মহামারীর প্রাদুর্ভাব দেখিয়া জগন্নাথমিশ্র ও তাহার শ্বশুর নীলাম্বর চক্রবর্তী জয়পুর গ্রাম ত্যাগ করিয়া নবদ্বীপে আসিয়াছিলেন ও । চৈতন্যমঙ্গলের নদীয়াখণ্ড পাঠ করিয়া মনে হয় যে, জগন্নাথমিশ্র শ্রীহট্টের জয়পুর গ্রাম ত্যাগ করিবার পূর্বে র্তাহার সহিত নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীর বিবাহ হইয়াছিল । । কিন্তু স্বৰ্গীয় শিশিরকুমার ঘোষের মতানুসারে নবদ্বীপে আসিবার পরে জগন্নাথের বিবাহ হইয়াছিল ৫ । - বৃন্দাবনদাস-বিরচিত চৈতন্যভাগবত অনুসারে চৈতন্যদেবের জন্মসময়ে নবদ্বীপ নগর জ্ঞানগৰ্ব্বস্ফীত অধ্যাপকগণের আবাস ছিল, নানা দেশ হইতে লোকে নবদ্বীপে অধ্যয়ন করিতে যাইত এবং নবদ্বীপে পাঠ না করিলে বিদ্যার্থিগণ অধ্যয়ন সমাপ্ত হইয়াছে মনে করিত না । নবদ্বীপের প্রতি ঘাটে প্রত্যহ লক্ষ লক্ষ লোক স্নান করিতে আসিত । সাধারণ লোকে মঙ্গলচণ্ডীর গীত এবং বিষহরি বা মনসার পূজায় বিশেষ অনুরক্ত ছিল । পুত্রকন্যার বিবাহে বহু অর্থ ব্যয় করিত। লোকে মদ্যমাংশ উপচার দিয়া যক্ষপূজা অথবা বাশুলীপূজা করিত এবং বৈষ্ণবগণকে উপহাস করিত । নবদ্বীপ নগরের যখন এইরূপ অবস্থা, তখন জগন্নাথমিশ্র ও র্তাহার শ্বশুর নীলাম্বর চক্রবর্তী নবদ্বীপে আগমন করিয়াছিলেন। নবদ্বীপে জগন্নাথমিশ্রের ঔরসে শচীদেবীর গর্ভে চৈতন্য জন্মগ্রহণ করিয়াছিলেন। ১৪০৭শকাব্দের ফাঙনী-পূর্ণিমাতে to o (8) Dinesh Chandra Sen's History of the Bengali Language and Literature, p. 415. - (*) वैजभिग्रनियांहे कब्रिङ, धषम थ७, शृं: ॥y० ।। (৬) বৃঙ্গাৰনদাসরচিত চৈতন্যভাগত, অতুলকৃষ্ণ গোস্বামী সম্পাদিত, আদি খণ্ড, দ্বিতীয়। অধ্যায়, পৃঃ ১৭ । t -