পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ৷ র্যাহার অনুরোধে মুসলমান অধিকারকালের ইতিহাস রচনায় হস্তক্ষেপ করিয়াছিলাম, তিনি গ্রন্থ সমাপ্ত হইবার পূৰ্ব্বেই ইহলোক পরিত্যাগ করিয়াছেন ; মালদহ-নিবাসী পূজ্যপাদ পরজনীকান্ত চক্রবর্তী মহাশয় বাঙ্গলা দেশে, বাঙ্গলা ভাষায়, সৰ্ব্ব প্রথমে মুসলমান অধিকার যুগের মৌলিক ইতিহাস রচনায় হস্তক্ষেপ করিয়াছিলেন, তদরচিত ‘গৌড়ের ইতিহাস’ বাঙ্গণলা সাহিতে অমূল্য গ্রন্থ । চক্রবর্তী মহাশয় তাতার গ্রন্থে, বাঙ্গলাদেশের মুসলমান অধিকারকালের ইতিহাস সম্বন্ধে যে সমস্ত কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, তাহ বহু অনুসন্ধান কবিয়াও অশ্বাস্থ্য গ্রন্থে দেখিতে পাই নাই এবং এই সমস্ত কথা সত্য জানিয়া এষ্ট গ্রস্তে লিপিবদ্ধ করিতে বাধা তউয়াছি । তবকাৎ-ই-নাসিরী, তাজ-উল-মাসির, তারিখ-ই-ফিরোজ শাষ্ঠী,রিয়াজউস-সালাতীনা, তারিখ-ই-ফেরেশতা, তবকাং-ই-আকবরী, তারিখ-ইশেরশাহী, তারিখ-ই-দাউদী, তারিখ-ই-সালাতীন-ই-আফগনা, তারিখ-ই খণ-জতান-লোদী, আকবর-নাম, আইন-ই-আকবর প্রভৃতি জনসমাজে সুপরিচিত পারস্য ভাষায় রচিত ঐতিহাসিক গ্রস্ত, ইংরাজি ভাষায় রচিত #soforo ( H. Blochmann ) Contributions to the History and Geography of Bengal, how wrotrytsa so metro History of Mithila during the Pre-Mughal Period orgfy effortso সোসাইটির পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ, প্রাচীন শিলালিপি ও প্রাচীন মুদ্রণ অবলম্বনে এই গ্রন্থ রচিত হইয়াছে । আমার শিক্ষক মৌলবী ঐযুক্ত খয়েরউল-আনাম পারসিক ভাষায় রচিত ঐতিহাসিক গ্রন্থসমূহ অধ্যয়নকালে, গ্রন্থ রচনাব সময়ে ও আরবী ভাষায় রচিত শিলালিপি পাঠে বহুবার সাহায্য করিয়াছেন । মদীয় প্রত্নলিপিতত্বের শিক্ষক, স্বৰ্গীয় ডাক্তার থিয়োডোর রখ (Theodor Bloch ) বাঙ্গালায় ও বিহারে যে সমস্ত অপ্রকাশিত শিলালিপি সংগ্ৰহ করিয়াছিলেন, তাহার পাঠ আমাকে জীবদ্দশায় প্রদান করিয়াছিলেন । গ্রন্থ রচনাকালে এই সমস্ত শিলালিপির উদ্ধৃত পাঠের সারাংশ ব্যবহৃত হইয়াছে। গ্রন্থের পাদটীকাসমূহে যে সমস্ত শিলালিপি অপ্রকাশিত বলিয়া