পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭૪ বাঙ্গালার ইতিহাস মুদ্রাঙ্কন করাইয়া ছিলেন” । দ্বিতীয় পুত্র গিয়াস-উদ্দীন বহদির শাহ সম্ভবতঃ সুবর্ণগ্রাম জয় করিয়াছিলেন। ইনিও পিতার জীবদ্দশায় বিদ্রোহী হইয়াছিলেন এবং লক্ষ্মণাবতীতে ৭১১-১২ হিজরায় (১৩১১–১২ খৃষ্টাব্দে ) নিজ নামে মুদ্রণ মুদ্রিত করাইয়াছিলেন । তৃতীয় পুত্ৰ নাসির-উদ্দীন ইব্রাহিম পিতার মৃত্যুর পরে লক্ষ্মণাবতীর অধিকার লাভ করিয়াছিলেন । চতুর্থ পুত্র হাতিম খা ৭০৯ ও ৭১৫ হিজরায় (১৩০৯ ও ১৩১৫ খৃষ্টাব্দে ) বিহার বা মগধের শাসনকর্তা ছিলেন ৩ । পঞ্চম পুত্র কংলু থার নাম মাত্র জানিতে পারা গিয়াছে** । সুলতান শমস্-উদ্দীন ফিরোজ শাহের রাজ্যকালে বিহার নগরে ৭০৯ হিজরায় ( ১৩০৯ খৃষ্টাব্দে ) একটি মসজিদ ( ) নিৰ্ম্মিত হইয়াছিল উক্ত রাজ্যে ৭১৩ হিজরায় (১৩১৩ খৃষ্টাব্দে ) জফর র্থ সপ্তগ্রাম নগরে, ত্রিবেণীর নিকটে একটি বিদ্যালয় নিৰ্ম্মাণ করাইয়া ছিলেন ৮৬ এবং উক্তবর্ষে ত্রিবেণীর প্রাচীন পাষাণ-নিৰ্ম্মিত হিন্দু-দেবালয়ের মধ্যে জফর খার সমাধি নিৰ্ম্মিত হইয়াছিল । । উক্ত রাজ্যে ৭১৫ হিজরায় বিহার নগরে হাতিম্ ৰ্থার শাসনকালে হাজীর পুত্র বহরাম নামক জনৈক ব্যক্তি একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । রখম্যানের মতানুসারে ৭১৭ অথবা ৭১৮ হিজরায় (১৩১৭ বা ১৩১৮ খৃষ্টাব্দে } বল্‌বনের কনিষ্ঠ পৌত্র সুলতান শমস্-উদ্দীন ফিরোজ শাহের মৃত্যু হইয়াছিল ৯ । সম্ভবতঃ ৭২২ হিজরায় ফিরোজ শাহের মৃত্যু হইয়াছিল, কারণ উক্ত বর্ষে মুদ্রিত একটি রজতমুদ্রণ আবিষ্কৃত হইয়াছে । রুকন-উদ্দীন কৈকাউস্ শাহ ও শমস্-উদ্দীন ফিরোজ শাহের রাজ্যকালে দিল্লীর সাম্রাজ্য (8%) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II p. 148. No. 13. (8R) Initial Coinage of Bengal, p. 55. (88) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, pp- 249–50. (88) Sanguinetti's Ibn Batuta, Vol. III, p. 210, (84) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt I, p. 249. (89) Ibid, Vol. XXXIX, 1870, pt. I, p. 287 (8%) Ibid, p. 289. (8&) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 250. (ga) Ibid, Vol. XLIII, 1874, pt. I, p. 291. (to) Initial Coinage of Bengal, p. 49.