পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

霧} বরীয় সাহিত্য পরিষৎ-এর হয় । স্বৰ্গীয় রাখালাস বন্দোপাধ্যায়-গ্রণীত বাঙ্গালার িৈডাল-এর পুনঃসূত্রণ প্রকাশিত হইল। গ্রন্থ প্রকাশে বিদ্যুৎ বিভ্ৰাট নানা বাধাৰি উপস্থিত হওয়ায় নির্দিষ্ট প্রকাশ কাল কিছু বিলম্বিত হইল y লেখক-কৃত বঙ্গীয় সাহিত্য পরিবং-এ রঙ্কিত মূল দ্বিতীয় সংস্করণ অবলম্বনে এই মুদ্রণপ্রকাশ করা হইল। এই মুদ্রণ প্রকাশ কর্মেধাহীর সবিশেষ সহায়তা করিয়াছেন তাহাজের মধ্যে আমার পরমাষ্ট্ৰীয় ও বীর সত্যি পরিষৎ-এর সাপ্ত ঐস্বাধৰ ভট্টচার্ধ ও বীর সাহিত্য পরিষদের একনিষ্ঠ কী অচলংিস্কুলেখক ঐবিশ্বনাথ মুখোপাধ্যায়, গ্রন্থাগারিক প্রযুক্ত শান্তিময় মিত্র ও উক্ত পরিষৎ-মন্দিরের সহঃ-সম্পাদক ঐযুক্ত বন্দিরাম চক্রান্ত্ৰী মহাশয়ের নাম সবিশেষ উল্লেখযোগ্য। বর্তমানগ্রন্থের প্রুফ দেখা ও বর্ণমুক্রমিক নাম লুচি প্রণয়নে সহায়তার জন্য পরম বিস্তোৎসাহী ক্রমান অরুপ সরকারের নিকট ও আলোচ্য গ্রন্থে ব্যবহৃত আলোক চিত্ৰ সমূহ বঙ্গীয় সাহিত্য পরিষৎ-গ্রন্থাগারে রক্ষিত বৃটিশ মুদ্রাতত্ত্ববিদ জন অল ন প্রণীত British Museum Catalogue of Indian Coin's Gupta Dynastics, ডিমেন্ট frrs Early Histary of India **rs s sista sistej ofiwচিত্রশালায় রক্ষিত মৃত্তিসমূহের বিবরণ গ্রন্থ স্বৰ্গীয় মনমোহন গঙ্গোপাধ্যায়কত Hand Book to the Sculpturs in the Bangia Sahitya Parisad Museum গ্রন্থ হইতে সংগৃহীত। নারায়ন পালের ৫৪ বাজাঙ্কে প্রতিষ্ঠিত পৰ্ব্বতী যুক্তির আলোক চিত্র লেখক-কৃত ও ১৩৩ বঙ্গৰে প্ৰকাশিত মূল গ্রন্থ হইভে সংগৃহীত। উক্ত আলোকচিত্র সমৃদ্ধ প্রকাশ করিবার অনুমতি দানের জন্তু বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর নিকট সবিশেষ কৃতজ্ঞ । : 3. প্রকাশক