পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి ఈ বাঙ্গালার ইতিহাস করিয়াছিলেন”। দেউলি গ্রামে আবিষ্কৃত তৃতীয় ব্লকের তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, এবধারাবর্ষের তিনটি শ্বেতচ্ছত্র ছিল”। এবধারাবৰ বৎসরাজকে পরাজিত করিয়া মরুভূমিতে পলায়ন করিতে বাধা করিয়া স্বয়ং জ্বৰিক দিন উত্তরাপথে অবস্থান করেন নাই। তিনি বোধ হয়, দিগ্বিজয় শেষ কবির রাজধানী মান্তখেতে প্রত্যাবৰ্ত্তন করিয়াছিলেন এবং উত্তরাপথের নরপতিগণ পুনৰ্ব্বার স্বাধিকার প্রাপ্ত হইয়াছিলেন । t বিদেশীয় রাজগণ কর্তৃক বারংবার আক্রান্ত হইয়া গৌড়ীয় প্রজাবৃন্দ অতিশয় বিপন্ন হইয়া পড়িয়াছিল। এতদ্ব্যতীত মগধের গুপ্তবংশীয় দ্বিতীয় জীবিতগুপ্তের স্বত্যুর পরে কোন রাজা বোধ হয়, গৌড়-মগধ-বঙ্গে স্বীয় অধিকার দৃঢ়ভিত্তির উপরে স্থাপন করিতে পারেন নাই এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভূস্বামিগণ সতত যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকিতেন। ফলে, খৃষ্টীয় অষ্টম শতাব্দীর মধ্যভাগে উত্তরাপথের প্রাচ্যখণ্ডে ঘোরতর অরাজকত উপস্থিত হইয়াছিল। অরাজকতার প্রাচীন নাম “মাংশুন্যায়”। খালিমপুরে আবিষ্কৃত ধর্ধপালদেবের তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, প্রকৃতিপুঞ্জ মাংস্তন্যায় দূর করিবার জন্য বপ্যট নামকরণকুশল ব্যক্তির পুত্র গোপালদেবকে রাজা নিৰ্ব্বাচিত করিয়াছিল। গোপালদেব পালবংশের প্রথম রাজা এবং তাহার রাজ্যকাল হইতে গৌড়, মগধ ও বজের পালসাম্রাজ্যের ইতিহাস আরন্ধ হইয়াছে। (so) Bhandarkar's Early History of the Dekkan, p. 65. (৪৮) শ্বেতাতপজতিয়ে বিশ্বলীলোয়াদ্রে কলিবঙ্গভাখ্যা২। । ততঃ কজরাতিমেতভঙ্গে জাতে জগভূজস্বগাধিরাজ ॥ ১১ —Deoli Plates of Krisna III, Epigraphia Indica, Vol. v.