পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ఛీS স্বারা আমরা নিঃসন্দেহে বলিতে পারি যে, গোপাল ও ধর্মপাল প্রথমতঃ গোঁড়বাসী ছিলেন না, মূলতঃ বঙ্গবাসী ছিলেন এবং বঙ্গের রাজভটের বংশে উদ্ভূত হইয়াছিলেন । চীনদেশীয় পরিব্রাজক সেজ-চি ৬৫• হইতে ৬৫৫ খৃষ্টান্ধের মধ্যে কোন সময়ে রাজভটকে সমতট বা বঙ্গের সিংহাসনে দেখিয়াছিলেন। চীন-পরিব্রাজক ইচিং ৬৭৩ খৃষ্টাব্দে তাম্রলিপ্তি নগরে আগমন করিয়াছিলেন। তিনি র্তাহার ভ্রমণ-বৃত্তাস্তে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, তৎপূৰ্ব্বে সেজ-চি । নামক র্তাহার একজন স্বদেশবাসী জলপথে সমতটে আগমন করিয়াছিলেন । বস্থজ মহাশয় স্থির করিয়াছিন যে, খড়গবংশীয় দেবখঙ্গের পুত্র রাজরাজভট্ট এবং চীন-পরিব্রাজক-বর্ণিত সমতটরাজ রাজভট একই ব্যক্তি । এই প্রসঙ্গে বস্তুজ মহাশয় বলিয়াছেন, “কেহ কেহ এই রাজভটের পিতার তাম্রশাসনলিপির আলোচনা করিয়া তাহাকে খৃষ্টীয় দশম শতাব্দীর লোক বলিতে চান । কিন্তু অক্ষর দেখিয়া ইহার কাল-নির্ণয় সমীচীন হয় নাই" । দেবখড়েগর কাল-নির্ণয়প্রসঙ্গে যথাস্থানে অক্ষর-তত্ত্বের প্রমাণের মূল্য আলোচিত হইবে । এইস্থানে এইমাত্র বলা যাইতে পারে যে, অক্ষর-তত্বের প্রমাণামুসারে দেবখড়গ ধর্মপাল এই গ্রন্থের পুম্পিক হইতে অবগত হওয়া যায় যে, টিকাটি হরিভদ্র-ব্রিরচিত,— অতিসময়ালঙ্কায়াবলোকেতাষ্টসাহত্রিকা প্রজ্ঞাপারমিত ব্যাখ্যা সমাপ্ত । কৃতিরিয়ং আচাৰ্য্যহরিভদ্রপাদানাং । মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেন যে, রাজভটাবিংপতিত শব্দে রাজভট প্রভৃতির সহিত পালবংশের অতি দুর-সম্পর্ক স্থচিত হয়। কিন্তু ইহার অর্থে গোপাল বা ধৰ্ম্মপালকে রাজভটের বংশধর বলা যাইতে পারে না। মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী রামচরিত সম্পায়ানকালে বলিয়াছেন যে, পালরাজগণ সম্ভবতঃ রাজভটের কোন সেনাপতির বংশজাত, Dharamapala is described by Haribhadra as belonging to the family of a military officer of a same king.—Memoirs of the Asiatic Society of Bengal, vol, ÍÍI, p. 6, (e) বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্তকাও, পৃঃ ১৪৭। ..ی (v) Jyan Takakusu's 1-tsing. Now Rcstarat« ** *ré,* *www. জাতীয় ইতিহাস, রাজন্যকাও, ৭৬ পৃষ্ঠায় উল্লিখিত ; বহুজ মহাশয় পাদটীকায় (৭) বঙ্গের জাতীয় ইতিহাস, ও, পৃঃ ১৪৭, পাদটীকা ৭।