পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ 羚建冷 কেশৰ নামক একব্যক্তি মহাবোধিতে তিন সহস্ৰ ( ও• • • ) জন্ম অর্থাৎ রৌপ্য মুদ্র ব্যয় করিয়া একটি পুষ্করিণী খনন করাইয়াছিলেন এবং একটি চতুর্মুখ মহাদেব প্রতিষ্ঠা করিয়াছিলেন । তাহার ৩২শ রাজ্যাঙ্কে ধৰ্ম্মপালদেব, ব্যাস্ত্রতটমণ্ডল, মহন্তাপ্রকাশবিষয়ে অবস্থিত ক্ৰৌঞ্চশ্বভ্র; মাদাসান্মলী ও পালিতক নামক গ্রামন্ত্রয় এবং জাম্রবত্তিকামগুলে স্থালীঙ্কটবিষয়ে, গোপিপ্পলীগ্রাম মহাসামস্তাধিপতি নারায়ণবৰ্খার প্রার্থনাক্রমে, নারায়ণবৰ্ম্ম কর্তৃক শুভস্থলীতে নিৰ্ম্মিত মন্দিরে প্রতিষ্ঠিত ভগবান নরনারায়ণের এবং উহার সেবক লাটদেশীয় ব্রাহ্মণগমের ব্যবহারার্থ দান করিয়াছিলেন। স্বয়ং যুবরাজ ত্ৰিভূবনপালদেব এই তাম্রশাসনের দূতক" । এই তাম্রশাসনখানি মালদহের ভূতপূৰ্ব্ব ম্যাজিষ্ট্রেট vউমেশচন্দ্র বটব্যাল ক্রয় করিয়া আনিয়াছিলেন। অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয় বলিয়াছেন যে, ইহু! কলিকাতায় এসিয়াটিক সোসাইটি কর্তৃক রক্ষিত হইতেছে৯১ । কিন্তু ইহা এসিয়াটিক সোসাইটিতে বা অপর কোন চিত্রশালায় রক্ষিত নাই। শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ মহাশয়ের নিকট শুনিয়াছি যে, ইহা রাজশাহীতে বরেন্দ্র অনুসন্ধান-সমিতির চিত্রশালায় রক্ষিত আছে। খালিমপুরের তাম্রশাসন ধৰ্ম্মপালদেবের ৩২শ রাজ্যাঙ্কে সম্পাদিত হইয়াছিল। তিব্বতদেশীয় ইতিহাসকার লামা তারনাথ বলেন যে, ধৰ্ম্মপাল চৌষট্টি (৬৪) বৎসর কাল রাজত্ব করিয়াছিলেন । তারনাথ পালবংশের প্রথম নরপতিজয়েরই সম্বন্ধ নির্ণয় করিতে পারেন নাই, সুতরাং উহার জনশ্রুতি-অবলম্বনে লিখিত ইতিহাসের কথা, সমর্থক অপর প্রমাণ আবিষ্কার না হওয়া পৰ্য্যন্ত ঐতিহাসিক প্রমাণরূপে গৃহীত হইতে পারে না। অনুমান হয়, ধৰ্ম্মপালদেব পঞ্চত্রিংশবর্ঘকাল গৌড়ের সিংহাসনে আসীন ছিলেন । ধৰ্ম্মপালদেবের রাজ্যকালে স্বর্ণরেখ নামক জনৈক ব্রাহ্মণ গৌড়েশ্বরের নিকট হইতে বরেন্দ্রভূমির ক’s নামক একখানি গ্রাম শাসনস্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন। স্বর্ণরেখের (৮৯) গৌড়লেখমালা, পৃঃ ৩১-৩২ । ৯ে-) গৌড়লেখমালা, পৃঃ ১৬ । ו נצ ני,tiniקידoשחיc (צב) (as) Pag-samjon-Zang, p. 111.