পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏom बांथांनीग्न ईलिशंन মৰশিয়ের মতনুসারে জয়পাল বর্গপালের পুত্র- ; কারণ নাৰায়ণপালৰ তাম্রশাসনে মেষপালকে জয়পালের ‘পূৰ্ব্বজ বলা হইয়াছে। মারায়ণপালের তাম্রশাসনের “রচনারীতি লক্ষ্য করিলে জয়পালকে ৰাকৃপালের পুত্ৰ বলিয়াই বোধ হয় কারণ, উক্ত তাম্রশাসনের চতুর্থ শ্লোকে ধৰ্ম্মপালের কনিষ্ঠ ভ্রান্স বাকৃপালের গুণকীৰ্ত্তন করা হইয়াছে এবং তাছার পরের শ্লোকেই জয়পালের গুণকীৰ্ত্তন আছে। এইস্থানে কেবল পূৰ্ব্বঙ্গ' শব্দের উপরে নির্ভর করিয়া জয়পালকে ধৰ্ম্মপালের পুত্র বল বিজ্ঞানমত প্রণালী-জন্তুমোদিত নহে। ধৰ্ম্ম পালের অথবা দেবপালের তাম্রশাসনে বাকৃপাল বা জয়পালের নাম নাই। প্রথম বিগ্রহপাল এবং তদ্বংশীয় নরপতিগণের তাম্রশাসনসমূহে ৰাকৃপাল wo জয়পালের উল্লেখ দেখিয়া স্পষ্ট বুঝা যায় যে, প্রশস্তিকারগণ নারায়ণপাল, দেবপালের বংশগভূত নহেন বলিয়াই, নারায়ণপালের পিতা প্রথম বিগ্ৰহপালের পিতৃপিতামহের নামেল্লেখ করিয়াছেন । এই মত সমীচীন বলিয়৷ স্বীকার না করিলে নারায়ণপাল এবং তদ্বংশজাত নরপতিপণের তাম্রশাসনসমূহে বাকৃপাল ও জয়পালের উল্লেখ অপ্রাসঙ্গিক বলিয়া স্বীকার করিতে হয়। প্রথম বিগ্রহপাল ষে জয়পালের পুত্র, বাকৃপালের পৌত্র এবং উহার নামান্তর যে শুরপাল, সে বিষয়ে কোনই সন্দেহ নাই। প্রথম বিগ্রন্থপালজেব যে সময়ে গৌড়-বঙ্গ-মগধের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, সে সময়ে গুর্জরজাতি প্রথম ভেজদেবের অধীনে উত্তরাপথজয়ে ব্যাপৃত। ভোজদেব, মিহির, আদিবরাহ, প্রভাস প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে প্রাচীন খোদিত-লিপিমালায় পরিচিত । তিনি পঞ্চাশখবর্ষের অধিকাল কান্তকুজের সিংহাসনে আলীন ছিলেন। ৮৪৩ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই কান্তকুজ তাহার হস্তগত হইয়াছিল। কারণ উক্তবর্ষে তিনি একখানি তাম্রশাসন দ্বারা ‘গুৰ্বরত্রাভূমিতে একখানি গ্রাম জনৈক ব্রাহ্মণকে দান করিয়াছিলেন°° । ৯৩২ বিক্রমান্ধে (৮৭৫ খৃঃ অঃ ) , ভোজদেব কর্তৃক নিযুক্ত । LBBBB SLLLLLLL S SBBBBBS DD BBB BBB BBB DDDS ছিলেন” । ২৭৬ ইংৰাৰে ( ৮৯২ খৃঃ আঃ) পঞ্চনা প্রদেশের প্রাচীন পৃথুৰ । (৩৯) গৌড়লেখমাল, পৃ. ৬৫ পাটকা। (so) Epigraphia indica volv.p.211, (s») Ibid.vol.I p.156. ", o