পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ఫిఫి$ এবং সম্ভবতঃ চন্দেঞ্জবংশীয় যশোবর্ণার সাহায্যে গুজ্জর-রাজ মহীপাল মগধ পুনরধিকার করিয়াছিলেন। স্বতরাং মহীপালদেব, পিতার মৃত্যুর পরে, রাঢ় ও বঙ্গদেশের কিয়দংশের অধিকার মাত্র, উত্তরাধিকার-স্বত্রে প্রাপ্ত হইয়াছিলেন। মহীপাল স্বয়ং বরেন্দ্রী, মগধ ও তীরভূক্তি, এমন কি বারাণসী পৰ্য্যন্ত অধিকার করিয়াছিলেন। মহীপালদেবের রাজত্বের তৃতীয় বর্ষের পূৰ্ব্বে বঙ্গ বা সমতট অধিকৃত হইয়াছিল । কেহ কেহ অনুমান করেন যে, গোঁড় হইতে তড়িত হইয়া পালরাজগণ সমতটে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । মহীপালদেবের ষষ্ঠ রাজ্যাঙ্কের পূৰ্ব্বে মগধ অধিকৃত হইয়াছিল ; কারণ উক্ত বর্ষে নালন্দায় লিখিত একখানি প্রজ্ঞাপারমিত গ্রন্থ আবিষ্কৃত হইয়াছে ৯ । তাহার ৪৮শ রাজ্যাঙ্কের পূৰ্ব্বে তীরভূক্তি বা মিথিলা অধিকৃত হইয়াছিল ; কারণ, উক্ত বর্ষে প্রতিষ্ঠিত কয়েকটি পিত্তল-মুক্তি বৰ্ত্তমান তীরন্থতে আবিষ্কৃত হইয়াছিল০০। সারনাথে আবিষ্কৃত একটি বুদ্ধমুক্তির পাদপীঠে উৎকীর্ণ লিপির রচনা-রীতি দেখিয়া অনুমান হয় যে ; এক সময়ে বারাণসীও মহীপালদেব কর্তৃক অধিকৃত হইয়াছিল- ১ । খৃষ্টীয় দশম শতাব্দীর শেষার্ধের প্রারম্ভে মহীপালদেব রাঢ় অথবা বঙ্গের কোন নিভৃত কোণে পিতৃসিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ক্রমে ক্রমে উত্তরাপথের রাজ্যসমূহের ও রাজন্তবর্গের পরিবর্তন হইতেছিল। প্রথম ভোজদেব ও মহেন্দ্রপালদেবের সমুদ্র হইতে সমুদ্র পর্য্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্য কান্তকুঞ্জ নগরের দুর্গ প্রাকারে পর্য্যবসিত হইয়াছিল । সমগ্র ভারতবর্ষ-বিজেতা রাষ্ট্রকূটবংশীয় ধ্রুবধারাবষ ও তৃতীয় গোবিদের বংশধরগণ ধীরে ধীরে স্বীয় অধিকারচু্যত হইতেছিলেন । উত্তরাপথের রঙ্গমঞ্চে কলিপরিবর্তনের সহিত রাষ্ট্রীয় নাট্যে নব নব সূত্রধারের আবির্ভাব হইতেছিল । তখন আর গৌড়-রাজলক্ষ্মী হেলায় গুজর-রাজের জঙ্কশায়িনী হইতেন না, (*) Dacca Review, May, 1914.p. 55. l (৮) জীযুক্ত ষ্ট্রেপলটন একটি অপ্রকাশিত প্রবন্ধের প্রফ আমাকে অনুগ্রহ করিয়া দেখিতে দিয়াছিলেন। তাহ প্রকাশিত হইয়াছে কি ন জানিতে পারি নাই। । (e) Proceeding of the Asiatic of Society of Bengal, 1899, . (3-) Indian Antiquary, vol XIV, p 165, note 17. . . . (১১) গৌড়লেখমাল, পৃঃ ১০৭৮ - - , दाँ९ हेलि-४भ--*६, ४६.