পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sa切* বাঙ্গালার ইতিহাস আক্রমণ করায় ভীমের প্রজাগণ বিপন্ন হইয়া পড়িয়াছিল । দেবব্রাহ্মণদিয় ভূমি রক্ষা করিবার জন্য শিবরাজ "ইহা কোন বিষয়, ইহা কোন গ্রাম" ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করিতে আরম্ভ করিয়াছিলেন ২২ । শিবরাজ বরেন্দ্রী হইতে ভীম কর্তৃক নিযুক্ত রক্ষকগণকে দূর করিয়া দিয়াছিলেন এবং রাজসমীপে প্রত্যাগমন করিষা রামপালকে জানাইয়াছিলেন যে, তাহার পিতৃভূমি শক্রমুক্ত হইয়াছে ২৩। শিবরাজ কর্তৃক বরেন্দ্রী অধিকার বোধ হয় দীর্ঘকাল স্থায়ী হয় নাই, কারণ, ইহার অব্যবহিত পরেই রামপালকে বহু সেনা সমভিব্যাহারে পুনরায় বরেন্দ্রী আক্রমণ করিতে হইয়াছিল । বারেন্দ্র-অভিধানে নিম্নলিখিত সামস্তগণ রামপালের অধীনে যুদ্ধার্থে গমন করিয়াছিলেন ; মগধ এবং পীঠীর অধিপতি তীমযশ:, কোটাটবীর বীরগুণ, দণ্ডভুক্তি-রাজ জয়সিংহ, দেবগ্রামপ্রতিবন্ধ বালবলভীর বিক্রমরাজ, অপরমন্দারের অধিপতি এবং আটবিক সামস্তচক্রের প্রধান লক্ষ্মীশূর, কুজবটির শুরপাল, তৈলকম্পের রুদ্রশিখর, উচ্ছালের অধিপতি ময়গলসিংহ, ঢেঙ্করীয় রাজ প্রতাপসিংহ, কয়জলমণ্ডলের অধিপতি নরসিংহার্জন, শঙ্কট গ্রামের চণ্ডার্জন, নিদ্রাবলের বিজয়রাজ, কৌশম্বীপতি দ্বোরপবৰ্দ্ধন, পদুবম্বার সোম। এতদ্ব্যতীত রাজ্যপালাদি রামপালের পুত্ৰগণ পিতার সহিত যুদ্ধযাত্রা করিয়াছিলেন২৪ । রামপালের মাতুল রাষ্ট্রকূটবংশীয় মথনদেব বা মহনদেব, মহামাগুলিক কাহ্নৱদেব ও স্থবৰ্ণদেব নামক পুত্রদ্বয় এবং ভ্রাতু-পুত্র মহাপ্ৰতীহার শিবরাজদেবের সহিত রামপালের যুদ্ধাভিযানে যোগদান করিয়াছিলেন২৫ । জম্বিনেত্যৰ্থ । রণে যুদ্ধং তন্ত্ৰত্যবিক্রমেণ দীর্ণ ভীত: ইন্দ্রে যম্মাৎ কেশরিকিশোরসদৃশেন শোভাষীতেন পঞ্চাঙ্গ-প্রসাদালঙ্কারেণ মহাতটিনী গঙ্গী লংঘিত । —রামচরিত, ১৪৭;টীকা । (২২) রামচরিত, ১৪৮, টীক। (২৩) রামচরিত, ১৪৯ ৫০ । (২৪) অন্যত্র চগুধামভিরুগ্রপ্রতাপৈর্মপানৈ রাজ্যপালাদিভিবিরচিতো হরণামখানাং কুঞ্জরাণাং গজানাং কুহে যন্ত চতুরঙ্গং করিতুরগতরনিপাতিময়ং অরীন, জয়ত বলং কলয়ন । —রামচরিত, ২৭, টকা, (२९) • • • • • • • • • তীয়নদনমহামাগুলিককহ রদেবহুবর্ণদৈবভ্রাতৃজমহাপ্ৰতীহার স্কৃিঙ্গগ্রন্থগ্রন্থ §: ভয়তুজগুমুংকুষ্টবুট্রকুটস্থভটং ... —রামচরিত, ২৮টীকা #