পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ ፴፰ মহাশজাধিরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়া বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করিয়াছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্ত কোন সময়ে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন তাহা নির্ণয় করিবার উপায় অস্থাপি আবিষ্কৃত হয় নাই। গুপ্ত রাজবংশের অধিকার কালের একটি স্বতন বর্ষ গণনা আরম্ভ হইয়াছিল - । ইহাই খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে গোপ্তাদ নামে পরিচিত হইয়াছিল। পণ্ডিতগণ অনুমান করেন যে, এই বর্ষগণনা প্রথম চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেক কালে প্রবর্তিত হইয়াছিল। ৩১৯-২০ খৃষ্টাব্দ হইতে গোপ্তাষ্ট্রের গণনা আরম্ভ হইয়াছে সুতরাং ধরিয়া লইতে হইবে যে, ৩১৯ অথবা ৩২০ খৃষ্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । প্রথম চন্দ্রগুপ্তের সময়ের কোন খোদিতলিপিই অদ্যাপি আবিষ্কৃত হয় নাই। সমুদ্রগুপ্তের রাজ্যকালের তিনখানি খোদিতলিপি অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে। ইহার মধ্যে দুইখানি শিলালিপি ও তৃতীয় খানি তাম্রশাসন । শিলালিপি দুইখানিতে তারিখ নাই , এবং তাম্রশাসনখানি কুটশাসন বলিয়া প্রমাণিত হইয়াছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যকালের খোদিত লিপি সমূহে গোপ্তাদের বর্ষ গণনানুসারে তারিখ প্রদত্ত হইয়াছে। মালবে উদয়গিরি পর্বতের একটি গুহায় সনকানীক জাতীয় জনৈক সামন্তরাজ কর্তৃক দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ৮২ গোপ্তাবো একটি গুহা খনিত হইয়াছিল ‘’ ৷ ঐতিহাসিক ভিলেন্ট স্মিথ অনুমান করেন যে এই ঘটনার পঞ্চবিংশ বর্ষ পূর্বে সমুদ্রগুপ্তের মৃত্যু হইয়াছিল ’ ও চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ৮২ গৌপ্তাব্দে অথবা ৪৯১ খৃষ্টাবে উদয়গিরির পর্বতগুহা খনিত হইয়াছিল। ইহা হইতে অনুমান হয় যে, খৃষ্টীয় ৪র্থ শতাব্দীর শেষপাদে মালব গুপ্তসাম্রাজ্যের অন্তৰ্ভূক্ত ছিল। চতুর্দশ বর্ষ পরে ৯৬ গেীপ্তাব্দে মহারাজাধিরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে অস্ত্রকার্দৰ (*) Epigraphia Indica vol. 1I, p. 143 r (»•) Fleet's corpus Inscriptionum , Indicarum, vol. iii. p. 6 ; এবং p. 20 , (১১) Ibid, p. 256, এই তাম্রশাসনখানি সমুদ্রগুপ্তের নবম প্রদত্ত হইয়াছিল। ইহা গয়া জেলায় কোন স্থানে আবিষ্কৃত হইয়াছিল । , (ss) Fleet's corpus Inscriptionum Indicarum, vol 111, p.25 (se) V.A. Smith, Early History of India,3rd Edition.p.289