পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) দ্বিতীয় ভাগ.djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোটা
লোটাইয়া (ক্ষে লোটায়ে ) ই-। বিজয়-
লোটার্ন] ক্রি. লুট করা। ২ গড়াগড়ি দেওয়া ;
অবলুণ্ঠিত হওয়া। ৩ মাথা ঘুরান বা মাখা
চালা। ৪ বিণ, ফেরান : উল্টান; খোলা।
“লোটা কাণ দুটা।" এম•(মাণিক.)। প্ৰা
বাং-লোটাআঁ-অক্স-ক্রি, লুণ্ঠিত হইয়া।
লোটাইল-ৰিণ, লুণ্ঠিত; অনুলিপ্ত।
“সিদূরে লোটাইল যেই গল্পমুতী”-গ্রীতকী।
লোটা, [হি.] বি, ছোট গোলাকার
ৰাতুপাত্রবিঃ; ঘচীৰিঃ।“ভুলে নে লোটা আর
করল* -রজনী। ক্ষুদ্রাণে লোটিয়া,
লুটিয়া-সন্ন্যাসীদের জলপাত্র।
লোটার্ন [লুটান খ্রঃ। লোটা খ্রঃ।
রূপ। লোটাই, লোটাও (লোটেন, লোটাস),
লোটার (লোটাম) : লোটাইতে (ক্ষে
লোটাতে): লোটাইয়া (ক্ষে লোটায়ে)
ই.] ক্রি. লুটাইয়া দেওয়া ; লুট করান। ২
হুড়ান। ৩ অতি ব্যয় করা। ৪ গড়াগড়ি
দেওয়ান। “দুৰ্যোধন-সহোদর পাপিষ্ঠ দুৰ্ম্মতি;
কর্ণসনে তাহারে লোটাইৰ বসুমতী।"-মহা-
(বিজয়)।
লোটায়ঁলঁ, লুটায়Ñ [মৈ, এল,
প্রা• বাং, পদ সা.] ক্রি. লুণ্ঠিত হইল।
“ধরণী লো● গোকুল চাঁদ" -বি. প. ।
লোঠন [ লুণ্ঠন > ] বি, গড়াগড়ি
দেওয়া ; বিলুণ্ঠিত হওন।
লোভঁসি [লুণ্ঠন > লোটন > লোটা
>লোড়া, হি. লুড়া। মরাঠী লোড়া
(লুণ্ঠিত করা বা হওয়া)। "মী তত্ত্ব কিঙ্কর
স্বামিনী মমতু। তৰ পৰিমশুক পুনরপি
লোড়ে।”—মরাঠী গান। প্রা•বাং] ক্রি.লুণ্ঠিত
হইতেছে : লুটাইতেছে। ২ লুটিয়া
লইতেছ; লুণ্ঠন করিতেছ। "মিছাই লোড়সি
কাহাঞি আহ্মার পসার।"-শ্রী কী।
লোড়া [লোট্র > ক্ষুদ্রার্থে লুড়ী।
গ্রা. নোড়াহুড়ী ] বি. শিলাখণ্ড। ২ পেষণ
শিলা [পূ. বঙ্গে:পুতা (শিলাপুত্র >)।
হি• গোড়া]। ~লুড়ী-বি, ছোট বড় শিলা-
এত । শিল-লোড়া-বি, পেষণ করিবার
শিলাপট এবং পেষণ শিলা।
লোণ [প্রায় লোণ < সং-চৰণ। এ
বল বল বলুন বেয়া ব্যথা অতি
নোন, সুন] বি, লবণ: লুণ : লুণ। ২ কৃতজ্ঞতা-
ণ; কৃতউপকারস্বরূপ ঋণ। “পাশ লহ আরে
জোণ শোধ্য আমার লোশ শীঘ্র চল চণ্ডিকার
লোপাট [লোপ্ত, (লুট) > ] বি,
সমুদয় আত্মসাৎ : লুণ্ঠন । ২ চিহ্নমাত্র ন
রাখা লোপ করা ; উড়াইয়া দেওয়া।
সঙ্গে।"- কবিক। বিণ. লোণা [প্রা•
ৰৌ ৰাং প্ৰাকৃ• লোহুঁ। (চপদ, ৪১।২)]
লবণাক্ত; লোণ্‌তা। >~লাগা-বি, শিশুর
অজীর্ণ : অজীর্ণ। “তাঁহাদের মধ্যে অনেকেরই
অজীর্ণ রোগ হইত। এ পীড়াকে লোণালাগা
কহিত।"-শিবনাথ শাস্ত্রী।
যা লোপ বা অপহরণ করা হয়] বি. চোরাই
লোণী, লোণীশাক, লোনী
[সং। হি० লুনিয়া] বি, লূনী শাক; হুনী শাক
portulacaquadrifida; Indian purslane.
লোণীয়, লোণিয়া-লুনিয়া জ্বঃ ।
লোৎ, লোত, লোথ [সং-লোতস্
(স্তের ধন)] বি, চোরাই মাল : অপহৃত বস্তু :
ন্তেয় ধন। “লোৎ পেয়ে বাঁধে সাগরে।"-
কবিক। "হাতে লোখে ধরিয়াছে আর
কি উপার আছে।”-ভারত● ।
মাল ; লুণ্ঠনের দ্রব্য। ~ী।
লোব [সং-লোভ > অং] বি, লোভ।
লোবান-পৰান দ্রঃ।
লোভ (ইং ভাষাভিজের উচ্চারণে
প্রায়ই লোভ়) [লু (লাভের আকাঙ্ক্ষা করা )
+ (ভা.)] বি, আকাঙ্ক্ষা অন্যের জন্য
গ্রহণের অভিলাষ : লালসা লি ।
হাতে
লোতে--, হন্তে চোরাই মাল থাকিতে ; ~নীয় [লুচ্ + পিচ,লোভি + অনীয় (*)
ৰমাল। ২ চিহ্ন সমেত ।
বিণ, স্পৃহনীর; লোভ উৎপাদক; লালসা-
বৰ্দ্ধক। > খ্ৰীং ~। ক্রি, লোভঁয়ে,
লোভে লোভ করে;
>
লোলুপ হয়।
“ফুলে ফুলে বৃন্দাবন শোভে। তা দেখি
সহ্মাতেরি [=সকলেই] লোভে। -শ্রী কী।
লোভা [লোভ (খ্র:) +আ(লনকার্থে)।
লোতক [সং] বি. নেত্ৰাম্বু ; অশ্ৰু ।
“নয়নে লোতক ঝরে।"-মহা• (কাণী.)।
লোদ। [সং-বলা >
পোঁদা >। রাজসাহী অঞ্চলে প্রচর] বি(ণ),
গভীর পঙ্কিল জমি boggy land; পঙ্কিল
boggy. -চর-ৰি, নদীগর্ভে পলি পড়া
পেঁকো চড়া বা কর্দমাক্ত চরভূমি। “মাটি
- বি, নরম মাটি : কাদা জমী infirm soil,
লোধ,লোথ্র[রু(আবরণ করা) + অ
() [ৱ=ল। মলরোধক বলিয়া নাম, রোধ ও
বলে] বি, লোখ গাছ ৷ খেত ও রক্তবর্ণ ভেদে
দ্বিবিধ symplocos raccueosa. "শীপ
লোধু অরুন্থর পিয়াল পিয়ালহর পারিডর
পক্ষকৃত মালা। -কাঞ্চী।
অন্য পদান্তে যুক্ত হইয়া ব্যবহার ] বিণ.
লোভনীর রম্য মোহকর। "কিবা
শোভা মনোলোভা অতি চমৎকার ম
মো. ত०। ২ লু: লোলুপ | ন
[লোহান (চট্ট● প্রাদে● )। লোভ + আন
(ক্রিয়ার), নামধাতু। লোভাই, লোভাও,
লোভার; লোভাইতে; লোভাইরা (ক্ষে
লোভায়ে, লুভিয়ে) ই० ] ক্রি. লোভ
দেখান : প্রলুব্ধ করা। ~য় [লোভ + আর
8
লোপ [লুপ (ছোন করা, নাশ করা)
+ অ (ভা.)] বি, ছোন [বিরল]। ২ নাশ।
৩ ডিরোধান : অন্তর্ধান : অর্শন।
[বা.] বর্ণের বিলোপ বা অদর্শন। লোপ
করা-ক্রি, মুছিয়া ফেলা। ২ নাশ করা।
লোপ হওয়| [গ পরিঃ (হি কো.)]
(ক্রিয়ায়)] ক্রি, লোভ দেখায়। ~ত্তি-বি,
লোভের আতিশয্য ; অতি লোভ। নি
প্রো.] বি, লোভ দেখাইবার বস্তু। ২ মাছের
চার বা টোপ bait. "বিরোধী দলের মধ্যে
অনৈক্য ঘটাইবার জন্ত এবার অসতর্ক লোক-
দিগকে একটি লোভানি দেওয়ার
জ্যই এরূপ করা হইয়াছে।” বাঙ্গলার কথা,
২৭ মাঘ, ১৬০০।
ইং vanish এর বৈজ্ঞা● পরিঃ।
লোপা, 'লোফা-লুণা ত্রঃ।
=G(t), 1
(),
লোপাট করা ক্রি, বিলোপ করা ;
অপহরণ করা ; উড়াইয়া দেওয়া।
লোপাপত্তি [সং-লোপ্ত), লোপ্ত,
(a:) > গ্রা.। লোপাটজঃ] বি, লোপাট ;
লুণ্ঠন ; আত্মসাৎ। ২ বিলোপ
লোপামুদ্রা [পু.] বি, অগস্ত্যপত্নী।
লোপ্ত লুৈপ (লোপ করা) + অ (1),