পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মড়া মড়া (মরা শব্দজ ] বি, শৰ ; মৃতদেহ । প্র— “ব্যাধিতে কৰ্ব্বে জ্বর ছাড়লে প্রাণ বলবে মড়া পরিবার দেবে ছড়া ভেসে নয়ন জলে।”— বাংগান। “দুহাতে ধরিআ মড়া তুলিআ লইল।”—শুপু। মড়ার উপর খাড়ার ঘা—মৃতদেহের উপর খড়গাযাত ৷ ২ ৷ [ লক্ষণায়] যন্ত্রণায় কাতর বা উৎপীড়িত ব্যক্তির প্রতি অত্যাচার বৃথা এবং অশিষ্ট । মড়াখেগো—বিল, অতিকৃশ । প্র—“কতক গুলি মড়াখেগে ঘোড়া লইয়া তিনিই প্রথমে বাঙ্গালী সার্কাসের স্বত্রপাত করেন।”—ভারতী ১৩২ e | মড়াই (প্রা-বাং ] ধি, নিকট। প্র—"ব্ৰহ্মাকু মড়াই বর মাগিলাকে যহ ।”—গোবিন্দচত্রের গীত। মড়াঞ্চিয়া, মড়াঞ্চে, মড়ঞ্চে । মড় ( भब्रl-धुठ )+ शें ( ब९न )+इंग्र=भप्लlছাইয়া-মড়াছেয়ে চৈ-মঙ্গলে—মড়াছিয়া ] বিণ, মৃতবৎসা । মড়িচা ( মে' ) [ ¥-মোর্চ ] ধি, লৌহমল। মড়িপোড়া, মড় ইপোড়া (মে) গ্রা। মড়া পোড়া ( পোড়ানিয়া পোড়াইয়া হি— পোড়উআ—বর্ণবিপৰ্য্যয়ে)]বি,শবদাহে সাহায্যকারী পতিত ব্ৰাহ্মণ ; অগ্রদাণী ব্রাহ্মণ ; গঙ্গাপুত্র। মড়িয়ামার, মড়েমারা (মে' ) { গ্রা । সং—মাঢ়ি (দৈন্ত )—য়া (যুক্তার্থে)-মার (সাদৃশ্বার্থে, তুল—আটিয়া—আটে। প্র— রোগাটে, ঘোলাটে ) ] বিণ, দীনভাবাপন্ন । ২ । অতিশয় কৃপণ ৩ । [ মাঢ়ি ( পাতার শির ) অথবা মড়া হইতে ] শিরাল দেহ । ৫ । শীর্ণ ; শুষ্ক ; মৃতবৎ । মডক (মোড়ডুৰু) সং] ৰি, আনদ্ধ যন্ত্র বিশেষ । মণ (মোল্) ( অৰ্ব্বাচীন সং । আ—মন] ধি, চল্লিশ সের ওজন। বিল, মণী, মুণে—ম পরিমিত ; যাহাতে ১ মণ ধরে ৷ প্ৰ—তিন মুণে বস্তা। মনকিয়া, মুনকে (গ্রা)— এক মণ পরিমিত ৷ ২ ৷ মণ পরিমাণঘটিত গণিত। মণকষা—মণ সম্বন্ধীয় গণিত। মণি ( মোনি) [ সং ] ধি, বহুমূল্য দীপ্তিশালী প্রস্তর ; রত্ন । ২ । চূড়াগ্র : স্বল্মাগ্র । মণিকঙ্কণ-রত্নবলয়। প্র—"এক হাতে শোভে মণিকঙ্কণ”—অ, ম । মণিকাচ— ফটিক। ২। বাণপুখ । মণিকাঞ্চন —রত্ব ও স্বর্ণ। ২। সদৃশ যুগল। মণিफोंथं3न (याँ१-श्चtáद्र मश्डि भगिग्न भिलन বা সংযোগের স্থায় শোভন ও উপযুক্ত। S)ను মণিকুটিম—মণিময় গৃহ। মণিকুণ্ডল —মণিময় কর্ণাভরণ । প্র—”এক কাণে শোভে মণিকুণ্ডল।”—অ, ম । মণিকুট রত্নগিরি । মণিপ্রভা—রত্বের আভা। মণিবেদী—রত্নময় আসন। প্র—“মণিবেদী পরে চিন্তামণি ঘরে বসি গৌরী ত্রিপুরারি "—জ, ম । মণিমণ্ডপ— রত্নময় গৃহ ; মণিকুটিম ; পীঠস্থান। মণিমণ্ডিত-রত্নখচিত ; মণিজড়িত। মণি মাণিক্য—মণিরত্ব গ্রঃ। মণিমালা— ब्रङ्गभग्न शंद्र । २ । दांप्रथांक्रब्र झरमांविएलब ।। ৩ । দীপ্তি কমলা । মণিরতু— বহুমূল্য প্রস্তরাদি । মণিরাগ-রত্নকাস্তি । ২ । হিঙ্গুল । মণিসর—মুক্তার মালা ; ब्रङ्गशब्र । भनििश्ोल्न—भनिशी जः । মণিহারা-যাহার মণি হারাইয়া গিয়াছে। মণিহারা ফণী—যে সপের মাথার মাণিক হারাইয়া গিয়াছে । মণিকর্ণিকা ( মোনিকোল্পনিক ) বি, স্ত্রী, কাশীস্থ তীৰ্থস্থান (চিন্তামণি মহেশ্বর কাশীবাদী মুমুধু সাধুদিগের কর্ণে তারকব্ৰহ্ম নাম দিয়া তাহাকে ত্রাণ করেন বলিয়া এই তীর্থের নাম মণিকণিকা । মতান্তরে—মহাদেবের কর্ণ হইতে মণিময় কণিকা পতিত হইয়াছিল বলিয়৷ এই নাম হইয়াছে ) । প্র—“মণিকর্ণিকার জলে স্নান করি কুতুহলে অন্নদামঙ্গল ছলে হরগুণ গাব।”—অন্নদামঙ্গল ৷ ২ ৷ মণিময় কর্ণভূষণ । মণিকার ( মোনিকার ) { মণি (রত্ন) কৃ ( झब्रl )+य ( कर्त्र्-वन् ) cष बंब्र (উপপদ ) ] বি, পুং, জহুরী ; রত্নবণিক ; মণিপরীক্ষক ৷ ২ ৷ মণিপরিষ্কারক । ৩। স্বর্ণকার ; স্তাকরা । প্র—“ক্ষুত্র হাতুড়িটি নিয়ে শুধু রাত্রি দিন দীপ জ্বালি অন্ধগৃহে ওগো মণিকার । সস্তুপণে গড়িতেছ স্বর্ণ চন্দ্রহার ।" ৪ । স্বায়চিন্তামণি-গ্রন্থপ্রণেতা। মণিকোটা,—কোঠা (মে' ) { মণিকুটিম শব্দজ ] ধি, ক্লী, মণিময় অট্টালিকা ; রত্নহৰ্ম্ম্য। প্র—“শুচি হয়ে কর ফোটা প্রদক্ষিণ মণিকোট কর ভাই বৈকুণ্ঠে মন্দির।”--কবিক । "শ্মশান পেলে মুখে ভাস তুচ্ছ বাস মণি কোঠা ।”—কমলাকান্ত । মণিত (মে' ) { মণ, (শব্দ করা )+ত ( ভাবে —ক্ত ) ] চুম্বনাদি ধ্বনি। ২। রতি সময় স্ত্রীগণের অব্যক্ত শব্দ । মণিদ্বীপ (মোনিদ্বীপ, মণি (মণিময়, বা প্রচুর মণিবিশিষ্ট ) দ্বীপ, এই দ্বীপে বিস্তর মণি আছে বলিয় ] ৰি, পুং, ক্ষীর সমুদ্র মধ্যস্থ ऎौभ्रंशिंश् । মণ্ড মণিপুর (মেণিপুর) । মণি (রঃ) পুর ( পূর্ণ) ] বি, পুং, উত্তরবঙ্গস্থিত দেশবিশেষ । ২। ব্লী, ঘট্‌চক্রান্তর্গত নাভির মধ্যস্থ চক্র ; নাভিপদ্ম । ও । নাভিস্থল । মণিপুষ্পক ( মোনিপুংগা ) খি, পুং, সহদেবের শঙ্খ । - भविक (cञानिक्न्) [ब१ि (कख) त्य राक (कईष ) ] वि, शृ९, कब्रअंहि ; शंष्ठब्र कख ; &याकांठे । (a-*भर्णिtसएम अगिंदक পড়িল তাহার। স্বাণু নামে ভৈরব সাবিত্রী cग्रीौ ऊँाब्र ॥”-ख, १ ।। भ*िोभों (cमानि) [ बृ-भूनौम् (मब्रांक), মুনীমূইইকীকী (ঈশ্বর); স্বা-মুনীব (প্রভু) ] বি, দয়াময়। ২। প্রভু ; ঈশ্বর। মণিমান (মোনিমান) [ মণি ( রত্ন)+মৎ (वखाप्र्ष-मफू)=मगिंभ९ २भां, •ब ] वि4, মণিভূষিত ; রত্নমণ্ডিত ; রত্নবিশিষ্ট ৷ ২ ৷ বি, পুং, দিনমণি ; দিবাকর । ৩। নৃপতি বিশেষ। ৪ । রাক্ষস । ৫ । ঘক্ষবিশেষ । ৬ । দানববিশেষ । ৭ । নাগবিশেষ। " মণিভদ্র ( মোনিভত্রি) বি, পুং, যক্ষবিশেষ । ২। বণিক্বিশেষ । মণিয়া (মোনিআ') { হি ] বি, বিবিধ বর্ণের ক্ষুদ্রজাতীয় পক্ষিবিশেষ ৷ ২ ৷ বিণ, মণ সম্বন্ধীয়। মণিহারী ( মোনি ) { হি। বাং-গ্রা— মনোহারী ] বি, রত্নবণিক ; মণিমুক্তাদির ব্যবসায়ী ৷ ২ ৷ মণির মত উজ্জ্বল কাচাদি নিৰ্ম্মিত সৌখিন খেলনা, কাগজ, কালী, কলম প্রভৃতি খুচরা দ্রব্য বিক্রেতা । মণিহারী দোকান—সৌখিন খেলনা, কাগজ পেন্সিলাদি খুচরা জিনিসের দোকান। মণীচক ( মোনিচক্ৰ ) বি, ক্লী, রত্নবিশেষ ; চন্দ্রকান্ত মণি । ২ । পুং, মাছরাঙ্গা পার্থী। মণ্ড (মোল্ড ) { সং ] ৰি, পুং-ত্নী, মাড় ; ফেন ; কাখ ॥ ২ । সারভাগ । ৩। দধিসার । ৪ । গাদ । ৫ । রেড়িগাছ ৷ ৬ ৷ পিচ্ছ। স্ত্রী, মণ্ডt—সুর । মণ্ডন ( মোন্ডন) [মও (ভূষিত করা)+অন ( করণে—অনটু ) ] কি ক্লী, অলঙ্কার ; আভরণ ; ভুষণ । ২ । [ +জন (ভাবে— অন ) ] অলঙ্করণ প্রসাধন। প্ৰ—“তোমার গমন শুনি করিমু মণ্ডন।”—কাশী-মহা-আদি। মণ্ডণমিশ্র ( মোড়নমিস্ত্র) বি, পুং, জনৈক প্রসিদ্ধ বৌদ্ধ পণ্ডিত। মণ্ডপ ( মোন্ডপ, ) { মও-পা (পালন করা ) + অ (কর্তৃ—ড ) ] বি. পুং-ত্নী, মন্দির ; দেবালয় । ২ । বিশ্রামগৃহ চণ্ডীমণ্ডপাদি বিশ্রামস্থান। ও । অল্পকালের নিমিত্ত নিৰ্ম্মিত বাসস্থান। ৪ । বিণ, ফেনপাল্পী । মণ্ডরী (মো) বি, স্ত্রী, ঘুরঘুরিয়া পোকা ।