পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুধা যুদ্ধাজিৎ (জু) (স্থা (যুদ্ধে) জিং ( যে জয় করে ) ] বি, পুং, ভরতের মাতুল । যুধিষ্ঠির ( জুধি,ঠি ) [ বুধি (যুদ্ধে ) স্থির= ষ্ঠির ( যে স্থির থাকে ) ] বি, পুং, ধৰ্ম্মপুত্র : জ্যেষ্ঠ পাণ্ডব । যুধ্যমান (জুদ্ধমান) [ ' ( যুদ্ধ করা )+ আন ( কৰ্ত্ত—আনণ, ) : হ, মূ আগম ] বিণ, সংগ্রামকারী ; যে যুদ্ধ করিতেছে ; খুধাণ । প্ৰ—“বৰ্ত্তমাণ যুদ্ধে তিনি মুখ্যমান শক্তি সমুহের । মধ্যে কাহারও পক্ষ অবলম্বন করিবেন না ' —হিতবাদী। যুনান, য়ুনান ( ইউনান ) ( স্থা—নান। খবন দ্রঃ ] বি, গ্ৰীসদেশের পশ্চিমে অবস্থি, আয়োনিয়া দ্বীপপুঞ্জ। বিণ, যুনানী, য়ুনানা —গ্রীস সম্বন্ধীয় ; যাবনিক । ২ । গ্রীক আয়ু ৰ্ব্বেদীয়। প্র—খুনাণী ঔষধালয় । ৩। বি. আয়োনিয়ার অধিবাসী ; গ্রীক : যবণ । যুব (জ) খুব দ্রঃ । যুব-জন-না—যুবক । যুবক ( জুবঞ্চ )[স ] বি, পুং, প্রাপ্তীেবন তরণ। যুবক-যুবতা-যৌবনপ্রাপ্ত নর নারী । যুবগণ্ড ( ) ( বার-গও (গণ্ডস্থলস্থিত) ] বি, পুং, বয়স ফোঁড়া । যুবজানি (জু) । যুবতী হইয়াছে জায় (ভায্য) যাহার, বহু—জায়৷ = জানি ] বি, পুং, যুবতীজায়ার পতি । প্র—“আদ্ধেক বয়স রাজা এক পাটরাণী । পাঁচ পুত্র নৃপতির সবে ধ্বজান৷”--ভারতচন্দ্র । যুবতি, যুবতী (জু) । বন ( বা ) । তি— সপ-স্ত্রী ] ধি, স্ত্রী, ১৬ হইতে ৩ বৎসরবয়স্ক নারী ; ৩রণী ; যৌবনবতী । ২ । নবযৌবন । প্র—“যার স্বামী অকৃতী তাকে সে যুবতী নাহি | করে মাঠমান।”—গান । যুবনাশ্ব (জুবনাশশ ) বি, পুং, স্বৰ্য্যবংশীয় নৃপতিবিশেষ ; মান্ধাতার পিতা । যুবরাজ (জুবরাজ) [ফুরণ (ফ্লা) রাজন (রাজা) --কৰ্ম্মধা। রাজন=রাজ]বি, পুং, রাজা বওঁমান থাকিতে ধিনি রাজ্যের ভাবী রাজা বলিয়া স্বীকৃ৩ ; রাজ্যের উত্তরাধিকারী ও রাজকায্যের সাহায্যকারী রাজপুত্র। ২। রাজকুমার। যুবা (জু) (সং-যুৱন শব্দ ১ম, ১ব ] বি৭ ১৬ হইতে ৪- বৰ্ষ পয্যন্ত বয়স্ক ; যৌবনপ্রাপ্ত ; তরুণ । [খুবতী অর্থে খুব শব্দ প্রয়োগ । প্ৰ—“দেখিয়া জলের ক্রীড়া কুলবধু যুবা বুড়া মদনমঙ্গল গীত গায় ।”--কবিক । ২ । বলিষ্ঠ । ৩। সুন্দর । ৪ । বি, যৌবন । এ—াকাল। যুবকাল বি, যৌবন কাল। যুবাবয়স—তরণবয়স : ১৬ হইতে ৪• বৎসর বয়স । >ペやめ যুবান, যুবান (জানু সাৰি পুং কে ; জোয়ান। প্র—“সব যুবান রজপুত পাঠান মজবুত কামান শরযুত সাজে ।”—অ, ম । যুয়ায় (জুয়ায় ) ( প্রা-বাং—“যোগ্য হয় সংক্ষেপে ও অপভ্রংশে ] ক্রি, যোগ্য হয় ; সমর্থ হয় : সাহসে কুলায়। প্র—“এ সব সিদ্ধান্ত গুঢ় কহিতে না মুয়ায় ।”—চৈতষ্ঠচরিতামৃত ৷ ২ ৷ উচিত হয়। প্র—"নিশাও 4श्च ८मफु श्७ दां श्य । ईश८७ कि আর পাক করিতে যুয়ায় ॥”—চৈতন্যভাগবত । , ৩ । যোগায় : উদয় হয় ; ঘটে । যুযুৎস্থ (জুজুৎশু ) {যুৎ (যুদ্ধ করা)+স ( ইচ্ছার্থে সন)=\ংস+উ (কওঁ ) ] বিণ. সমরাভিলাধী : রণেচ্ছু। ২। বি, পুং, বৈষ্ঠ কষ্ঠার গভে জাত ধৃতরাষ্ট্র তনয় । যুযুৎস্থ (জুজুৎশু ) (জাপানী ফুংহ ] কি জাপানী ব্যায়াম ; জাপানী কুস্তি । যুযুধান (জুজুধান) [ (যুদ্ধ করা) । আন ( কৰ্ত্ত—কান ) দ্বিত্ব ] বিণ. পুং, যোদ্ধা : যুদ্ধকারী । ২ । যুদ্ধে লিপ্ত । প্র—"সভায় যুযুধান জাতির পাদ্রীগণও উপস্থিত ছিলেন"— বাঙ্গালী, ২২ অগ্রহায়ণ ১৩২২ ৷ ৩ ৷ ক্ষত্ৰিয় । ৪ । ইন্দ্র ৷ ৫ ৷ যদুবংশীয় সত্যকের পুএ সাতকি । যুগ্মদীয় ( সুশ,শদীয়) | সং—মু" (শব্দ) । ঈয় ( সম্বন্ধার্থে ) মধ্য-বাং । আধু-বাং-য় “ভবণীয়" চলিয়াছে ] বিণ, তোমাদের ; ভবৎ সম্বন্ধীয় : ভবদীয় । यूक (ु) [ष्ट्रल--िश्रृंश्।ो । १ (५% হওয়া)+ক্ষিপ (কস্তৃ)===' +ক (সংজ্ঞার্থে) —যে কেশের সহিত যুক্ত থাকে ] বি, পুং, কেশীট , উকুণ। খ্ৰী, যুক-উকুণ। - যুতি ( ভুতি) (মিশ্রিত কর) +তি (ভাবে— ડિ ) પૂ-મૂ] ,િ શૈ, નાના ર । મિસન " যুথ (সুখ) [ (যুক্ত হওয়া )+থ (কৰ্ত্ত—থৰু) = বি, পুং, স্ত্রী, পশু ও পক্ষীর সজাতীয় । সমূহ দল ; পাল । প্র—"দক্ষ দাণ প্রেত ভূত, বসতি যাহার যুদ্ধ সংযোগে শয়ন ভোজন৷”—কবিক। যুথনাথ, যুথপতি । —বি, পুং, বস্ত গজপালের প্রধান ; গজদলপতি ; হস্তিপ্রধান । প্র—“হেলায় কমলিনী উগরিয়ে যুথনাথে। পলাইতে চাংে গঞ্জ ধরে বাম হাতে ॥"—কবিক । যুথভ্রষ্ট-বিল, ধলছড়ি । ঘূর্থি, যুথিকা, যুর্থী ( জু) (যুধি—মূী ( যুঁইফুল )+ক ( স্বার্থে ) আপ—স্ত্রী ] বি, স্ত্রী, গন্ধে প্রায় বেলমল্লিকার ম৩ কিন্তু অতি ক্ষুদ্রাকায় পুষ্পবিশেষ ; মাগধী কুসুম ; মুইফুল। ইহার পাতা বিশ্বপত্রের ঘেঁহু মত তিনটীতে একটি। প্ৰ—“যুধি পরিমল আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুল্পী ওমলিকুঞ্জ তিমিরে "–চয়নিক । "মুকুন্দ মল্লিকা জাতী কনক চম্পক যুথী রমণক তুলসীর পাতে।”—চণ্ডীদাস । যুপ (লুপ) {যু (বন্ধন করা )+প—অধি, সংজ্ঞার্থে—যাহাতে যজ্ঞীয় পশুবন্ধন করা হয় ] বি, পুং, যজ্ঞীয় পশুবন্ধনাথ কাষ্ঠস্তম্ভ ; জয়গুপ্ত। যুপকটক-পঞ্চাপ্তম্ভশীৰ্ষস্থ १शप्राठि «tठेथ७। शृ°उटाग्भ दि, ५९, খদির বৃক্ষ : রক্তখদির (এই বৃক্ষই যুপের যোগ্য বলিয়৷ এই নাম ) { भ (धू ) {यू (द५ दबा) +थ (क९-- ক ) ] ধি, মাংস দাইল প্রভূতির কপি ; ঝোল । যে (ধ ) [সং—যদু শব্দ ১ম, ১ব= য:=প্রাকৃ-— যে ! হি – যে, যে উভয় রূপই হয় । বাং-প্রাদে—যা, যে অর্থে যো ব্যবহার অাছে “ঐ যা, ঐ ধে" স্থলে ঐ যে ] স, নিদিষ্ট বস্তু বা ব্যক্তি । প্র -"যে ৩োমাকে ডাকে না ংে তারে তুমি ডাক ডাক । তোমা হতে দূবে যে যায়, তারে তুমি রাথ রাণ ॥”—রবি । ২। বিণ, যার কথা বলা হইতেছে; উল্লিখিত : উদ্দিষ্ট : উক্ত, নির্দিষ্ট : বিশিষ্ট । প্র—যে লোক ; যে বালক । ৩ | অবধারণ বা নিশ্চয়ার্থে ; ত দ্র: প্ৰ—সে যে যাবে না ত! কে জানে। "হেথ গান গাছে না, সে যে আর চাহে না ।”—রবি ৪ । যুক্তি বা হেতু নির্দেশার্থে : যে হেতু । এ-গাড়ি ছাড়িবার যে আর বিলম্ব নাই, আর বসিয়া থাকিলে চলিবে না। তুমিও যে উঠিলে, তবে আমি যাই ৷ ৫ ৷ ইচ্ছা বা আদেশের বিপরীতানুষ্ঠান স্থলে তিরস্কার বা ভয় প্রদর্শনে প্রখে। প্র—তুমি যে আধার সেখানে গিয়েছিলে ? এই অর্থে প্রায়ই 'বড়' শব্দের যোগ হয়। যপ|--তুই যে বড় ওকে মালি ? ৬ । অপ্রত্যাশিত বিষয়ে বিস্ময় স্থলে । যে আজ্ঞা—যধা আদেশ ; যাহা বা যেরূপ আজ্ঞা ৩দুপই হইবে । তুল—ংি—যো হুকুম। যে কথা সেই কাজ-প্রতিও। ধ। প্রস্তাব মত কায্য ; বাজে কথা নয় । cન (કિ, cમ-૮મ-મારા વિનિયર নাই ; শিবিশেষে ; সাধারণ বা সামান্ত জন। cનફે ( (બફે) ડિ-રિ૧, ૫ મૂહિ ; મજ્ઞાન প্র--"যেই সে সহানুভূতির বাক্য শুনিল সেই তাহার চেহারা ফিরিয়া গেল।”— সঞ্জীবণী—১৩১৪ । "প্রভাত হইল ধেই”— अवि । २ । cष cश्छू । দেহু (জে২) { সম্বমার্থে—ধিণি । ব্ৰঞ্জ ; প্রাচী-বাং ] স, যিনি । প্র—“যেই কাব্য রচিলা অস্তুত রামায়ণ।”—জগৎরাম।