বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সর্মী দর্শন। ৬। বুদ্ধি আদি চতুৰ্ব্বিংশতি তত্ত্ব। ৭। প্রকৃতি। সমীচীন (শ,ন) { সম্—অঞ্চ, (গতি, পূজা ) +ঈন=সমীচীন, সম=সমী] বিণ. যোগ্য ; উপযুক্ত। ২। সঙ্গত। ৩। যথার্থ, সত্য। ৪ । উত্তম । সমীপ (শোমিপ) [সং] বিণ. নিকট। সমীর (শোণীর) সম্—ঈরু (গমন করা)+অ (কৰ্ত্ত—আচ) ] বি, পুং, বায়ু। ২। শমীবৃক্ষ। সমীরণ ( শোমীরন) [ সং—ঈ (গমন করা ) +অন ( কর্তৃ ) ] বি, পুং, বায়ু । সমীরিত ( শে) { সং—ঈৰ্ব (প্রেরণ করা) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, প্রেরিত ৷ ২ ৷ উচ্চারিত । श्लभैौश् ( c“। ) [ अ॥ ] मभौश्। ज: । મર્મૌફા ( ના ) [ મઃ-કૈફ (cછે ત્રી ) +આ ( ভাবে—অঙ, ) আপ, স্ত্রী) বি, স্ত্রী, সমাপ্ত ইচ্ছা । সমীহিত ( শো ) { সং ( সম্যক্ ) ঈহ, ( চেষ্টা করা ) +ত (কৰ্ম্মে-ক্ত ) বিণ, সম্যক্‌ চেষ্টিত : কৃতযত্ন । ২ । রঞ্জিত : অভীষ্ট । প্ৰ—“সত্য কৃষ্ণ সকল শাস্ত্রের সমীহিত ৷”— চৈ-ও। ৩। বি, ক্লী, ইচ্ছা ৷ প্ৰ—“তার ঠাঞি পঢ়িতে প্রভূর সমী২ি৩ ॥”—৮ৈভা । ৪ । চেষ্টা । ৫ । মন্ম ; তাৎপৰ্য্য । প্র—“করে সৰ্ব্ব শাস্থের বুঝিয়া সমাহিত।"—চৈ-স্ত।। ৬। মন্তব্য । প্র—“শব্দ সনে বাথানেন কৃষ্ণ সমৗহিত।"—চৈ-ভা । সমুখ (শমুখ) { স (সহিত) মুখ বিণ. মুখবিশিষ্ট। ২ । [সম্মুখ হইতে । গ্রা । উচ্চারণ ভেদে সুমুক ] বি, সন্মুখ : অন্তিমুখ। ক্রিণি, সমুখে—সম্মুখে ; অগ্রে। এ— "সমুখে রাখিয়া করে বসনের বা "–চণ্ডী । “সমুখে দেখেন চক চাদনী সুন্দর।”—অ, ম । ২। আগত : উপস্থিত ; বিরাজমান । প্র—“একি তোমার মানের সময় সমুথে বসন্ত। দেখ কুসুম কাননে বিহ্রয় অলিগণে হরিষ নিতান্ত ”—গান। সমুখ বা সুমুক করিয়া বসা—মুখ দেখিয়া বসা ; সন্মুখে বিরিয়া বস। সমুখ দিয়া যাওয়— সম্মুখে আসিয়া পশ্চাতে বা পার্থে ফেলিয়া চলিয়া যাওয়া । সমুচয় ( শোমুচয় ) সিমুচ্চয় ঐ বি৭, সমুদয় ; সমস্ত । ২ । বি, সমাহার । সমুচিত (শ,ত,) সমূ-উচিত বিল, যথা— কৰ্ত্তব্য : উপযুক্ত। প্র—সমুচিত সন্মান প্রদর্শন। ২। উপযুক্ত। প্র—অপরাধীর সমুচিত দওবিধান কর। কৰ্ত্তব্য ৷ ৩ ৷ যোগ্য ; শোভন । প্র—“গৰাক মিলন সমুচিত হোয়।”—বি, প। ان سناری نه সমুচ্চয় (শমুচ্চয়, ) (সং—উৎ-টি (একত্র कब्रां ) +च ( ठांग्र-वल्) ] शि, भू:, সংগ্রহ ; সমাহার ; সংযোগ। ২। সমূহ। প্ৰ—“মোকে বলি আইসেদেখ সৈন্ত সমুচ্চয়।” —মহা ( শ্ৰীকরণ ) । ৩ । পরিমাণ ; গণনা ; ইংৰা। এ—“অতএব পার নাহি मभूकग्न ।”-85-उ| । 8 । श् ि। य– "আছাড়ের সমুচ্চয় নাহিক শ্ৰীঅঙ্গে।”— চৈ-ভা । ৫ । [ ব্যাকরণে ] তথা, আর এবং প্রভৃতি পদের দ্বারা বহু পদার্থের এক ক্রিয়াতে অস্বয় | ৬ | [ কাব্যালঙ্কারে ] কাৰ্য্য যথায় একটিমাত্র কারণ দ্বারা সিদ্ধ হইতে পারে তথায় একাধিক কারণের সমাবেশ। প্র— "একে সে মোহন যমুনার কুল, আর সে কেলিকদম্বের মূল, আর সে বিবিধ ফুটল ফুল, আর সে শারদ যামিনী।”--জ্ঞানদাস । বিণ, সমুচ্চিত-সংগৃহীত। ২। স্তুপীকৃত। সমুচ্ছলিত ( শমুচ্ছেলিত ) ৷ সমৃউৎশল ( গমন করা ) +ত ( কৰ্ত্ত—ক্ত ) ] বিণ, স্ফীত হইয়| চতুর্দিকে বিস্তীর্ণ পরিব্যাপ্ত : উদ্ভাসিত হইয়া প্লাধিত । সমুচ্ছেদ (শ, দ) { সং—উৎ-ছিদ্র ( ছেদন করা ) + অ ( ভাবে—ঘঞ, ) ] বি, পুং, মুলোৎপাটন ; উন্মুলন। ২। সমুলে বিনাশ । সমুচ্ছ য়, সমুচ্ছ,ায় (শপু ) ( সম্ উৎ-শ্রি ( সেবা কয় )+অ ( ভাবে-অল, ঘঞ ) ] বি, পুং, অতিস্ফীতি ; অতিবৃদ্ধি। ২। উৎসে ; উচ্চতা । ৩। অত্যুন্নতি । বিণ, সমুচ্ছি ত—অত্যুন্নত ; অতি উচ্চ। ২ । সংবদ্ধিত । সমুচ্ছ,াস (শমুচ্ছাশ [সং—উৎ—স্বস্ (নিবাস প্রশ্বাস ফেল' ) + অ ( ভাবে—খঞ, ) ] বি, পুং, প্রবল শ্বাস প্রশ্বাস । ২ । আবেগ । ৩। ধৰি স্ফীতি। বিণ সমুচ্ছ,সিত। সমুজঝিত (শ) সং—উজ (ত্যাগ করা) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, পরিত্যক্ত । সমুদ্ৰ—সময় দ্রঃ । সমুঝা (প্রা-বাং। সমগ্ন দ্রঃ। উ-পু— সমুঝি। ম-পু-সমুঞ্চ । প্র-প্র-সমুঝে ] ফ্রি, বুঝা। ণিজন্ত-সমুঝান—বুঝান। ব্ৰজ-সমুঝমু-বুদিলাম। এ– সমুহমু তব হাম কপট সোয়"-বি, প। সমুৱাব বুঝিবে। প্র—“কো ইহা সমুগ্ধব অপরূপ কাজ”—বি, প । সমুঝাই—বুঝাইয়া। ২ । বুঝাও । প্র—"রোয়সি কাছে মোহে সমুঝাই”—বি, পু। সমুডডন (সং—উৎ—ওঁ +ত (কর্তৃ—ক্ত) ] ৰিণ, উদ্ধাকাশে উত্থিত (পক্ষী) ; যে অতি উদ্ধে উঠিয়াছে। সমু সমুৎকীর্ণ (শ) সং—উৎ- কৃষিক্ষেপ কর।) +ত (কৰ্ম্মে—ক্ত) ] বিণ, বিকীর্ণ ; বিক্ষিপ্ত। ২ । বিশেষভাবে উৎকীর্ণ ; ক্ষোদিত । ৩। > विनौ4 । সমুৎক্রম (শ, মূ)[সং—উৎ-(উন্ধে) ক্ৰম্ (গমণ করা )+অ ( ভাবে—অল্) ] বি, পুং, উদ্ধগতি ; উচ্চ বা উপরদিকে গমন । সমুৎক্রোশ (শ, শ, ) { সং—উৎ-কুশ, ( রোদন করা ) +অ ( ভাবে ) ] বি, পুং, উচ্চনাদ ; চীৎকার । সমুখ (শ ) (সং—উৎ স্থা (থাকা )+অ ( কর্তৃ—ড ) ] বিণ, উদগত ; উৎপন্ন । ২ । উথিত । সমুথান (শ,ন) [ সং—উৎ— (থাকা ) +অন ( ভাৰে—অনটু ) ] বি, ক্লী, উদ্‌গমন : সমুৎপত্তি ৷ ২ ৷ উদয় । ৩। গাত্রোথান । ৪ । বিদ্রোহাচরণের বিরুদ্ধে উথান । ৫ । উদ্যোগ। ৬। রোগ শয্যা হইতে উত্থান ; রোগমুক্তি । সমুথিত (শ) সং (সম্যক্) উথিত] বর্ণ, সমুদ্রগত ; সমুৎপন্ন ৷ ২ ৷ দণ্ডায়মান ৷ ৩ ৷ বিরুদ্ধে দণ্ডায়মান ; বিদ্রোহাচরণে উদ্যমযুক্ত । ৪ । উত্তোলিত । সমুৎপত্তি ( শ, পে ) { সং—উৎ—পদ ( গমন করা ) +তি ( ভাবে—ক্তি ) ] বি, স্ত্রী, সমুখান । বিণ, সমুৎপন্ন—সমুদ্ভূত : উৎপন্ন ; জাত ৷ ২ ৷ সংঘটিত ৷ ৩ ৷ উপস্থিত। जभू९ोप्लेन (भ, न्) [ग–७९–अिहे+ শিচ,=পাটি +অন ( ভাবে-অনটু ) ] বি, রী মূলোৎপাটন ; উজ্জ্বলন। বি, সমুৎপাটিত—উস্মৃলিত। সমুৎস দিত ( শমুৎশাদিত) সিং—উৎ—সাদি ( গমন করান ) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, প্রেরিত। ২। উস্মৃলিত। ৩। বিনাশিত । বি, সমুৎসদিন। সমুখস্থক (শমুৎশুক্ৰ) সং—উৎসুক ] বি, অতি উৎকণ্ঠিত ; অতিশয় চিন্তিত ৷ ২ ৷ সাগ্রহ । সমুৎস্থষ্ট (শ) সং—উৎ-স্বজ (ত্যাগ করা )+ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, সম্যক্‌ পরিত্যক্ত । সমুৎসেধ (শমুংশেং, ) (সং—উৎ সিং,+অ ( ভাবে-ঘঞ,)] বি, পুং উচ্ছয় ; সমুমতি। ২ । অতি স্ফীতি বা বৃদ্ধি । সমুদ্ভুত (শ) সং—উদ্ভূত ৰণ, সমুৎপন্ন ; সঞ্জাত ৷ ২ ৷ সমুদিত ।