বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর সাহিত্যের ধে উপঞ্চার হইয়াছে, আর কোন बांत्रांला अंtश्ब्र चांब्रां cनक्र* श्म्न नांझे ७ीवर ভবিষ্যতে হুইৰে কি না সন্দেহ ।”—ৰঙ্কিমচন্দ্র । ১৫ । সুতরাং : যে রকম অবস্থা তাঁহাতে । প্ৰ— বড় অসঙ্ক ব্যাপার হয়ে উঠল। আমার আর এ বাড়ী থাকা কোন ক্রমে পোষাল না দেখছি।”—প্ৰেমলতা । ১৬। কখন ; কষ্মিনকালে (অসম্ভব বা কথন হয় ন৷ এই অর্থে)। প্র—আমড়া গাছে কি আর আম ফলে থাকে । ১৭ । কোন ; বিশেষ ; একটা । প্র—বড় ৰউমা তো আর মণ কণা বলেন নি।" --প্ৰেমলতা । - ১৮। দ্বিতীয় বার ; একবারের অধিক । প্ৰ—“কাহারও সহিত হয়ত সে একটাবার মাত্র সম্ভাষণ করিয়াই উচ্ছিষ্ট পাত্রের স্তায় পরিত্যাগ করিয়াছে। তাঁহাদের ভাগ্যে আর তাহার দর্শন ঘটে নাই।”—লুৎফ-উন্নিসা। ১৯। স্বতন্ত্র : পৃথক্ ; বিভিন্ন : অন্ত । প্র • “আর এক স্থানে দেখুন”"ভাষাছাড়া আর কিছু যে কেতাৰে বুঝিতে হয়, তাহা আমি বুঝিতাম না * * *"—অক্ষয়চন্দ্র সরকার । প্র - "এক জনপদের পর আর এক জনপদের আবির্ভাব হইয়াছে ; এক রাজ্যের পর আর এক রাজ্যের উৎপত্তি, স্থিতি ও বিলয় ঘটিয়াছে ;" — রজনীকান্ত গুপ্ত । ২• । পক্ষাস্তরে ; কিন্তু। প্র- “অতীত-দর্শী ঐতিহাসিক প্রীতি-প্রফুল্ল হৃদয়ে হিন্দূর অতীত গৌরবের কথা ঘোষণা করিতেছেন। আর যাহারা অসভ্য ও অনঙ্কর বলিয়া পরিচিত ছিল, তাহারা এখন সভ্যতায় শ্ৰীসম্পন্ন ও জ্ঞানগৌরৰে মহিমাদ্বিত হইয়া হিন্দুর জ্ঞানভাণ্ডার হইতে রত্বরাশি সংগ্ৰহ করিতেছেন।” —রজনীকান্ত গুপ্ত । আর তিনি যদি সময়ে লা যান তাহা হইলে কি ব্যবস্থা হইবে । ২১। পূৰ্ব্বৰৎ ; তখনকার মত। প্র— “আমি এখন আর সে বড় মানুষের মেয়ে নহি । আমার আর সে বামুল্য অলঙ্কারাদি কিছুই নাই।” – শান্তিলত । ২২ । তদবধি ; সেই হইতে । প্র- “দলিতপুপ মৰ্ম্ম-পীড়িত প্ৰেমলতা আর কক্ষের বাহির হন না ।”—প্রেমলত । ২৩। বিপরীত বা অপ্রত্যাশিত পরিণামবোধক। প্র—এক করিতে আর হয়। ২৪ । ক্রমোৎকৰ্ষস্থচক ; তাহার উপর ; তাহাতে আবার ; ইহাতেই রক্ষা নাই আবার । প্র—“একে সে মোহন যমুনার কুল, আর সে কেলি-কদম্ব-মূল, আর সে বিবিধ ফুটল ফুল, আর সে শারদ-যামিনী।" —জ্ঞানদাস । "একে কুলবর্তী করি বিড়ম্বিল ৰিণি । আর তাহে দিল হেন পিরীতি বেয়াধি"। ఏసిఫ్చి —বলরাম দাস। “একে কাল হৈল মোর নয়লি যৌবন। আর কাল হৈল মোর বাস বৃন্দাবন ॥” —চণ্ডীদাস । “একে গোরি পাতরি তাহে-দুখ কাতরি অর झूथ विज्ञश्क यांज|” —বিদ্যাপতি । ২৫ । পুনরায় ; আবার ; ফিরিয়া; পাণ্টে । প্র—“আর কি আমার হবে সে দিন, সুদিন হেন আসিবে।" —ব্রহ্মসঙ্গীত । "আর তো ব্ৰজে যাব না ভাই, যেতে প্রাণ নাহি চায়।” —অতুলকৃষ্ণ মিত্র। “শৰ্ম্মী ওদিকে আর নন!”—বাল্মীকিপ্রতিভা। २७ । भूर्ति ब भtत्व । अ-श्रां★ कथन দেখা যায় নাই, যাবেও না । ২৭ । অব্যবহিত পূর্ববৰ্ত্তী বা পরবত্তীর অব্যবহিত পূর্ব বা পরবর্তী কাল : আগামীর পরবর্তী। প্র— এ শনিবার যাওয়া হৰে না ; আর শনিবারে যাইব । [ দ্রঃ—যে শনিবার আসিতেছে তাহা আসূচে শনিবার, তাহার পর যাহা আসিবে তাহা ও শনিবার । এই শনিবার =উপস্থিত বা এই সপ্তাহের ; আর= পর সপ্তাহের ; ও =তাহারও পরের । এইরূপ উপস্থিতের পূর্বে আর তাহারও পূর্বে হইলে 'ও' ] ২৮ । গত ; বিগত । প্র—আর বৎসর এমন দিনে ঘটনাটি ঘটিয়াছিল । ২৯ । আক্ষেপ অবসাদ, হতাশের ভাব, • অভিশাপ, ক্রোধ, বিস্ময়, বিরক্তি প্রভূতিব্যঞ্জক ও কথার মাত্রাস্বরূপ প্রযুক্ত। প্র— “আর বাছা, এই এক কনককে নিয়েই এই সংসারটা ছারখার হবে দেখছি, অভাগীর কি পোড়া আদেষ্ট ।” –প্ৰেমলতা । আর তোমার মুখে আগুন; আর তোমার পোড়া কপালথান । আর কি হবে। যা হবার হয়েছে । আর না । ইত্যাদি । ৩• । একটা কথা, এক নূতন বিষয় বা সংবাদ ইত্যাদি অর্থে কথার মাত্রাস্বরূপ প্রযুক্ত : কোন বিষয়ের আলোচনা কালে হঠাৎ স্মৃতি আর ৩৩। নিস্ফলতার আশঙ্কাসূচক। প্র— “অমন করলে আর কি হৰে ” –প্ৰেমলতা। আরআর [ হি—ঔর ঔর। প্রা-বাং-rগদ্যে ভুরি ব্যবহার। অধুনা বিরল ] ৰিণ, অন্তান্ত : অপরাপর ; ইত্যাদি ইত্যাদি ৷ প্ৰ—“উত্তর দালানে সমস্ত দুগ্ধবতী গাভীগণ থাকে, দক্ষিণ ভাগে ঘোড়াওগাধাগণ পশ্চিমের দালানে, হাতি ও উট তাহদের সাতে সাতে আর আর অনেক অনেক পশুগণ ।” —প্রতাপাদিত্য চরিত। আর একটু হলে—ৰাড়াবাড়ি হইলে ; পূর্বাবস্থার বিপৰ্য্যয় হইলে , অবস্থা গুরুতর হইলে : সঙ্গত সীমা অতিক্রান্ত হইলে । প্র— “কিন্তু আমার তখন কি অবস্থাই হয়েছিল, আর একটু হ’লে পড়ে যেতেম!”—প্রেমলত । আর কি, আর নয় ত কি (হিী— "ঔর ক্যা, ঔরনেহী ত ক্যা” র অনুকরণে) ই ; তাই ; ইহাই উদ্দেশ্য ; তাঁহাই বটে। প্র— "७क बझरब्रव्र उिठब्र मर ऍप्लिग्नांरश् ! उांद्र পর আমার গহনাগুলিও নাও আর কি ! ওসব আমি শুনতে চাইনে * * ।” —শাস্তিলতা । অlরক ( ) { আ—আবৃক্=জলীয় ঔষধ : নিৰ্য্যাস : মদ্য । তুল—অর্ক-পাতন=চুয়ান ] বি. নির্ধ্যাস : সত্ত্ব ; রস । ২ । চুয়ান ; মদ্য । আরকুট (আর্ট) কি পিত্তলরাশি ; পিত্তলের আভরণ । আরক্ত [ আ=(ঈষৎ, সমাৰু) রন্ঞ্জ (রং করা) +ত (ক্ত) ] বিণ, ঈষৎ রক্তবর্ণ, লোহিত বর্ণ। প্র— “অনাবৃত লাবণ্যের আবৰ্ত্ত অৰ্দ্ধেকে আরক্ত অনল ছটা পড়িয়েছে আসিয়া ।”

  • —ফুলরেণু । ২ । গাঢ় রক্তবর্ণ। প্র—“দেবতাবৃনের রক্ত ও আরক্তবর্ণ ছত্র, * * * দৃষ্টি

গোচর হইতে থাকিল।”—মহা-বন (বৰ্দ্ধমান) । ৩ । সম্যক অনুরক্ত আসক্ত । পথে উদিত কোন অপ্রাসঙ্গিক সংবাদ দিতে আরক্তনয়ন, আরক্তনেত্র, অরিক্ত হইলে ; কোন মজার কথা পড়িতে হইলে ইহা ব্যবহৃত হয়। তখন ইহার সহিত শুনেছ', ‘দেখ’ প্রভৃতি শব্দ যুক্ত হয়। প্র—“আর শুনেছ গুণধর । এসেছে এক ব্রহ্মচারী বাঞ্ছা তারি হ'তে বর।” -राi९ गंॉन । ex I of ; of course. 21–8to নষ্ট হইয়াছে তাহা অার এখন দেখিতে পাইবে না, কিন্তু বর্ণনা ও ছবি হইতে তাহার অনেকটা আভাস পাইতে পার। ৩২ ৷ এতক্ষণ বা এইক্ষণ পৰ্য্যস্ত টিকিয়া থাকা বা বাচিয়া থাকার ভাৰ। প্র—“তৰে বুঝি श्tषांब्र मांक्षां खांब्र नाशॆ । भ्रूंश् वर्गे ८ठ| অনেকক্ষণ হ'য়ে গিয়েছে, এখনও তো তারের জবাব এল না ।” —ননিলাল বন্দ্যোপাধ্যায়। লোচন (নয়ন, লেচন ) (আরক্ত-নয়ন, cनज, cणाळ्न-वक्ष्] दि१, पाशव्र घ्यू श्रेष९ রক্তবর্ণ। আলোহিত নয়ন । ২ । ক্ৰোধপূর্ণ দৃষ্টি । আরক্ষ (আরোথে) [আ-রক্ষ (রক্ষা করা ) +অ (অন কর্তৃ] বি, পুং, গজকুম্ভের অধো ভাগ। ২। হস্তীর মস্তকের চৰ্ম্ম ৷ ৩ ৷ থানা ; ঘাটী । ৪ । রক্ষী-সৈন্ত । ৫ । ৰিণ, রক্ষক। ৬। সংরক্ষিত। ৭। রক্ষণীয় । আরজ (জ) অ=স্বায়ুজ,=আবেদন ] ৰি, আবেদন ; প্রার্থনা ; দরখাস্ত । প্র-- "ভাল হেতু করেছিমুখজুরে আরজ । নহিলে কহিতে মোর কি ছিল গরজ ।” —ভারতচন্দ্র ।