পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাল বয়স । কালবেলা—দিবসের অৰ্দ্ধ প্রহর পরিমিত অশুভ কাল। কালবেলা দ্রঃ । কাল বৈশাখী-বৈশাখ মাসের বৈকালিক নিত্য নৈমিত্তিক ঝড়। কালরাত্রি-ত্রঃ । তিন কাল গিয়ে এক কালে ঠেকা— জীবনের তিন অবস্থা অতীত হইবার পর অর্থাৎ শৈশব যৌবন প্রৌঢ় কাল কাটাইয়া বাৰ্দ্ধক্যে আসিয়া উপস্থিত হওয়া : মৃত্যুকালের সন্নিকটস্থ হওয়া । কালে কালে—সময় ক্রমে ; সময়াস্তরে ; সময় উত্তরোত্তর যতই অগ্রসর হুইবে । কাল ( ) { কল (গণনা করা) ধাতু হইতে। নির্দিষ্ট সময়ে আবিভূত হয় বলিয়া অথবা কৃষ্ণবর্ণ বলিয় ] বি, বসন্ত-সথা : কোকিল । कोठा (ल्) [म२] दि, यम । २ । भृङ् । ৩। শনি । ৪ I, সৰ্ব্ব সংহারক রুদ্র ; শিব । স্ত্রী, কালী। ৫ । বিণ. যমসম ভীষণ । ৬ । (তাহ হইতে ) ভীষণ ব| বিষম প্রতিবন্ধক। প্র—“সুখ রাজ্য করিতে আগেট হৈল কাল।"—কবিক । ৭। সর্বনাশ। প্র—“কাল কলে এড়ে গরু কিনে”--প্রবাদ । কাল করা—সৰ্ব্বনাশ করা ; বিপদ বাধান : বিষম জঞ্জাল বাধান । কালফণী, কালসৰ্প, কালসাপ— কৃষ্ণবর্ণ বিষধর সর্প : কেউটিয়া সাপ। স্ত্রী, কাল-সাপিনী, কালনাগিণী—বিষধর কৃষ্ণসর্পিণ । কাল (লো সং—কাল: “কাল কৃষ্ণবর্ণে" —হেমচন্দ্র । দেহের বর্ণ খাম বা কৃষ্ণ বলিয়া শ্ৰীকৃষ্ণের নাম। তুল—“পাসরিতে নারি কাল কামুর পিরীতি”—জ্ঞানদাস । “আমি আপনি চিকণ কালো । আমার রাইয়ের রূপে ভুবন আলো”—গিরিশ। আদরার্থে কৃষ্ণের— কাল, কালশশী, কালা, কালাচাঁদ, চিকণ-কালা, কালিয়া প্রভৃতি নাম ] বি, শ্ৰীকৃষ্ণ । প্র—“কাল ভাল বেসে হ'ল এই ধাতনা”—ঈশ্বর গুপ্ত। “বাসি হলো বনমালা, দেখ ওলো প্রাণ সই। ধূসর গগনে শশী, কালশশী এলো কই ॥”—গিরিশ । “ওগো চিনেছি চিনেছি, চরণ দেখে, ঐ বটে সেই কালিয়ে" —হরু ঠাকুর । ২ । কৃষ্ণবর্ণ। ৩ । [ বৈদ্যকে ] রক্তচিত ; (২) কালকামুণা ; কালা (ককোল) ; (৩) লৌহ । ৪ । বিণ, কৃষ্ণবর্ণ বিশিষ্ট ( এই অর্থে গ্রা, কেলে। প্র—কেলে হাড়ী : কালিয়া দ্র:) ; মলিন। প্র—“গোর ছিনু ভাবিতে ভাবিতে হৈনু কাল"— ভারতচন্দ্র । ঈৰদৰ্থে-কালচে (হি— কালাসা—কালিসী ) । বিবিধ শব্দযোগে কালবর্ণের প্রকারভেদ বুঝায়। সাদৃষ্ঠার্থে— কুচকুচে কাল, চিকণ কাল, কালকৃষ্ট (अकांर्षक) श्रांषिकjitर्ष शि३ अथवा कुक्ष లిసిe সদৃশ কাল। মীশ কাল, মিশ কল, মিশ মিশে কাল—মিণি (কৃষ্ণায়ন) বা মসী সদৃশ কাল, মুন্ধিকাল—মুক্ত বা মৃগনাভির মত কাল। কাল বল —ধোয়ায় কৃষ্ণবর্ণ বুলের মত কাল। কাল আঁচড় (কালোঙ্গাচোড়, ) লেখাপড়ার চিহ্ন । প্র—“পেটেতে কড়িট ভোর কাল আঁচড় নাই” – হেম বন্দ্যো । কালহাড়ি—বি, রন্ধন করা স্বতরাং ছুতোহাড়ি। প্র—“পুরের বাহির করি মারে বেড়া বাড়ি । কাল হাড়ি ফেলে মারে কুলের ৰংড়ি ॥”— —কবিক । কালক ( ) { কল্‌ (গণনা করা)+অক (কন্তু —সংজ্ঞার্থে) ] বি, পুং, জতুক বা కాన్స్టా ! (ইহা দ্বারা শুভাশুভ নিরূপণ করা যায়) । ২ | কালকাশন্দার শাক । ৩। টোড়াসাপ । ৪ । কল (প্রেরণকরা )+অক (সংজ্ঞার্থে) যে সমস্ত শরীরে রক্ত প্রেরণ করে ] ক্লী, যকৃৎ । কালখণ্ড। ৫ । [কাল+ক (যুক্তার্থে) ] বিণ. কৃষ্ণবর্ণীক্ত : কাল রঙ-বিশিষ্ট। কালকচু (কালোকোচু) বি. স্ত্রী, কৃষ্ণবর্ণকচু বিশেষ । কালকঞ্জ (কালকনজো) [ কাল (নীলবর্ণ) যে কঞ্জ ( পদ্ম) কৰ্ম্মধা ] বি, ক্লী, নীলকমল । ২ । দানববিশেষ । কালকণ্ঠ (ল) [ কাল ( কৃষ্ণবর্ণ) হইয়াছে কণ্ঠ (গলা ) যাহার, বংJবি, পুং, শিতিকণ্ঠ ; নীলকণ্ঠ : মহাদেব। প্র—“কালকণ্ঠ কুরলাগী –কবিক। ২। ময়ূর। ৩। দাতুহুপক্ষী ( ডাংক চটক চড়ুই। ৫ । থঞ্জন । ৬ । সহস্রস্কন্ধ রাবণের পুত্র (অদ্ভুত রামায়ণ)। কালকর্ণ (কাকোরণি) বিস্ত্রী, অলক্ষ্মী। কালকল্প (কাল্‌কল্‌পে [ কাল+কল্প (সদৃ শার্থে) ] বিণ, মৃত্যুতুল্য। কালকা বি, স্ত্রী, কালকেয় অস্বরগণের মাত । কালকাসুন্দা ( কাল্‌কাশুনা ) সং—কাস মৰ্দ্দ ] বি, স্বনামপ্রসিদ্ধ বৃক্ষবিশেষ । কালকিঃি । কাল-কুক (কাল) অধিকার্থে দ্বিকক্ত—ই (যুক্তার্থে) ] বিণ, অতিশয় কৃষ্ণবর্ণ বিশিষ্ট : অত্যন্ত ময়লা । কাল দ্রঃ । কালকুণ্ঠ (লু) । কাল (সময়) কুণ্ঠ (চুরি করা ) +অ (কর্তৃ—সংজ্ঞার্থে, যিনি সকলের জীবনকাল হরণ করেন ) ] বি, পুং, সর্বসংহারক : যম ॥ ৮ কালকূট (কার্টু কাল (জীবনকাল) কুটু (নষ্ট করা)+জ (কর্তৃ—সংজ্ঞার্থে অচ্) যে জীবনকাল নষ্ট করে অর্থাৎ বাহা সেবন করিলে জীবনীশক্তি নষ্ট হয় ] বি, পুংরী, তীব্ৰ বিৰ ; গরল। ২। স্থাবর বিৰবিশেষ। প্র—“কাল পঞ্চবটা বনে কালকূটে ভরা এ ভুজগে”—মেঘনাদ । কাল কালকুটি (লু কালকূট°ই ভেবাৰ্থে-ই ] বিণ, যাহা কালকূট হইতে জন্মে : তীব্র বিষজাত । কালকৃৎ ( ) { কাল (সময় ) কৃৎ কু (কর) ক্ষিপ *কত্ত্ব ] বি, পুং, যিনি স্বৰ্য্য চন্দ্রাদি দ্বার কালের বিভাগ করেন ; পরমেশ্বর । । [ আপন ক্রিয়া দ্বারা কাল বিভাগ করেন বলিয় ] স্বর্ঘ্য : চত্র । , কালকৃত ( ) [ কাল (সময়ে) কৃত (কৃ— করা +ত, কৰ্ম্মে—ক্ত ) ৭তৎ ] বিণ, সময়ে যাহা করা হইয়াছে ৷ ২ ৷ যথাসময়ে সম্পাদিত : সময়ে যাহা করে। ৩ । যথাকালে কৃত । ৪ । [ কাল দ্বারা কৃত, ৩ তৎ] কালকর্তৃক কৃত । ও । [ কাল (দিবারাত্রি রূপ সময় ) কৃত (বিহিত) হইয়াছে যৎকর্তৃক, বহু ] বি, পুং, পরমেশ্বর । ( কাল শব্দে যখন দিবা সময় বুঝায় তখন ) স্বৰ্য্য। (আর যখন রাত্রি সময় বুঝায় তখন উক্ত বহন্ত্রীহি সমাসে ) চন্দ্র । কালকেতু (ল) বি, পুং, জনৈক ব্যাধপুত্ৰ : ( ইনি ইন্দ্ৰপুত্র নীলাম্বর মহাদেবের শাপে ব্যাধরূপে জন্মগ্রহণ করেন ) । কালকেয় (ল) [ কালকা +এর (অপত্যার্থে— এয়ং ) ] বি, পুং, কালকা-গর্ভসস্তৃতামহ পরাক্রমশালী ৬০ হাজার অস্থর । কালক্ষেপ ( কালক্‌থেপ, ) [ কালের—ক্ষেপ ( কাটান ) ৬তৎ ] বি, পুং, সময়াতিপাত ; কৰ্ত্তব্য কৰ্ম্মের কাল উল্লঙ্ঘন করা ; ছল করিয়া সময় বহাইয়া দেওয়া : কালকাটান । কালক্ষেপণ (ন) [ কালের—ক্ষেপণ—৬তং ] বি, ক্লী, সময় অতিবাহিত করা ; কালকাটান। কালখণ্ড (ল, নড়) { কাল (কৃষ্ণবর্ণ) থও ] বি, ক্লী, যকৃৎ নামক রোগবিশেষ ; কালের। কালগঙ্গা—বি, স্ত্রী, কালিনী নদী : যমুনা । কালগন্ধ [ কালের—গন্ধ ( লেশ ) ৬তৎ ] বি, পুং, কালের আভাস : কালের লেশ : অল্প সময় । ২ । [কাল (কৃষ্ণবর্ণ) যে গন্ধ (গন্ধদ্রব্য চন্দন প্রভৃতি) কৰ্ম্মধা ! কালাগুরু ; কৃষ্ণচন্দন । কালগ্রস্থি (কালগ্রোনখি) [ কালের (সময়ের) গ্রস্থি ( সন্ধি স্থান) ৬তৎ] বি, পুং, কালসন্ধি । ২ । বৎসর । কালগ্রাস (কালোগ্রাশ, ) { কালের—গ্রাস, ৬তৎ ] বি, পুং, মৃত্যু-মুখ ; কালকবল । কালগ্রাসে পতিত হওয়া—মর । কালঘট (ল, টু) বি, পুং, রাজা জনমেজয়ের সর্পযজ্ঞের ঋত্বিক ব্রাহ্মণবিশেষ। কালঘাম ( কালাম্) ( কাল-ঘাম (ঘৰ্ম্ম ) ] বি, বিষম ঘৰ্ম্ম ; অতিরিক্ত পরিশ্রম জণিত দেহে যে খৰ্ম্ম বহির্গত হয় ; মৃত্যুকালীন ধৰ্ম্ম । প্র—“ঘনশ্বাস বহে মুখে গায়ে কালাম।” «» -करिक ।