পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২। যে প্রত্যেক অক্ষর খুঁটির অর্থাৎ বিশেষ অনুসন্ধান করিয়া পাঠ করে। ৩। যে অতি সামান্ত বিষয় লইয়| বিষম বাদামুবাদ করে। স্ত্রী, খুট আখরী। খুটা, গোটা । সং—খুও, ( থোটনে ) উ, পু—খুটি । ম, পু-পুট, গোট । প্র, পুখুঁটে, খোটে। অসক্রি, খুঁটিতে ; খুটিয়া, খুঁটে। ণিজন্ত-পূটান ] বি, কুড়িয়া লওয়া। ২ ৷ চঞ্চুম্বারা তুলিয়া খাওয়া । ৩ । নিৰ্ব্বাচন করা । ৪ নখাঘাত করা ; ক্রমাগত চিমটিকাটার মত নগাঘাত দ্বারা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুলিয় ফেলা ও তাঁহাতে গৰ্ত্ত করা বা সেই স্থান গলাইয় দেওয়া । প্র— আপেলটা অমন করিয়া খুটিওনা, নষ্ট হইয় যাইবে। খুটে খাওয়া—বি, কুড়াইয়া খাওয়া। ২। উপার্জন করা ; তুন্নসংস্থান করা। প্র—“খুঁটে থেতে দুটা নাই টুটা মনস্তাপ * –শিবায়ন । খুটা, থোটা । হি—খুটা। সং–কুট= বৃক্ষ, তাহা হইতে বৃক্ষ কাও, অথবা কাষ্ঠ হইতে ] বি, কাঠ স্তম্ভ ; পুটি ; মেক : গোজ। ২ । [ খুটি দ্রঃ] দোষ ; কলঙ্ক ; অপযশ। ৩। গল্পনা। খোটা দেওয়া— দোষ দেওয়া ; গঞ্জনা দেওয়া । খুঁটি, খুটী | কাষ্ঠ শব্দজ ] বি. স্তম্ভ : বাণ বা কাঠের থাম। শুমের খুঁটি-ইষ্টপুষ্ট প্র—**থেয়ে থেয়ে যেন ষ্ঠামের খুঁটি হচ্চে । খুটি নাটি (প্রাদে। ক্ষতি বা ক্রটি হইতে খুটি এবং নাস্তি (অভাবার্থে) হইতে নাটি] বি, এটা নাই ওটা ভাল হয় নাই এইরূপ ভাব ; দোষ ক্রটি ; সামান্য সামান্য দোষ । খুটীগাড়ি (খুঁটিগাড়ি ) বি, নৌকা বাধিবার কিম্ব মৎস্ত ধরিবার জন্য নদীতে খুটা গাড়িতে হইলে জমিদারকে যে কর দিতে হয়। খুটী (টি) খুটা দ্রঃ । ক্ষুদ্রার্থে ঈ] কি কাঠশলাকা : গোজ । ২ । তানপুর সেতারাদি বাদ্যের তার জড়াইবার কাঠশলাকা বা কাণ । খুড়া (খনন শব্দজ ] ক্রি, খনন করা। ২। | বি. খনন । ৩ । বিণ. খনিত । খুড়া [সং খল্প হইতে ] বিণ. খঞ্জ ; খোড়া। খুড়াইয়া বড়–পদাঙ্গুলির উপর ভর দিয়া উ চু, যে প্রকৃত বড় বা মহৎ নহে কিন্তু গৰ্ব্বভরে বা গায়ের জোরে বড় হয়। খুঁত (ত) [ ক্ষত শব্দজ ] বি, ক্ষতচিহ্ন। ২ । দোষ ; ছল ; ক্রটি। ৩। কলঙ্ক । ৪ । বিণ, ক্ষতচিহ্নযুক্ত। প্র—“খুত ফল দেখি রাজা নখে বিদারিল।”—মহা-আদি, কাশী । 8१२. খুঁত ধরা-ক্রি, ছল ধরা ; দোষ দেখান। খুঁত কাড়–ক্রি, খুঁত ধরা ; দোষ বাহির করা । খুতখুঁত, খুৎখুৎ ( খুংখুং) [ ক্ষুণ্ণ শব্দজ ] বি, থপথপানি ; অসন্তোষ প্রকাশ ; অনিচ্ছা প্রকাশ । খুৎখুৎ করা—ক্রি মনে তৃপ্তি বা শাস্তি না পাওয়া ; সন্তুষ্ট না হওয়া ; অসন্তোষ প্রকাশ করা । বিণ, খুতখুতে—অসন্তুষ্ট ; অতৃপ্ত। ২। সন্দিগ্ধ । - খুতমুত (পুংমুং বি, পুংপুং অসন্তোষ 은 | খুঁতযুত করা–ক্রি, অসন্তোষ প্রকাশ করা : কোন কিছু পছন্দ করিতে ইতস্তত: করা : মনে না ধরায় বা মন না উঠায় বিরক্তি ও অতৃপ্তি প্রকাশ করা । বি, খুতমুতুনি। বিল, খুতমুতিয়া, খু মুতে—যাহার কিছুতে সহজে মনে ধরে ন৷ বা মন উঠে না ; যে কোন কিছু পছনা করিতে ইতস্তত: করে । খুয়া, পুঞ[[প্রাদে বি. মোটা ছোট কাপড়। প্র—"শিরে দিতে নাহি আঁটে খুঁয়ার বসন।” -कदिक । খুঁয়ের্তাতি— কি যাহার হাতে কাটা মোটা স্থতার বস্ত্র বয়ন করে ; জোল । প্র— “অযোগ্য হইয়া কেন বাড়াও উৎপাত। খুঁয়ে উাতি হয়ে দেহ তসরেতে হাত ৷”— অন্নদামঙ্গল । খুক ( খুক্ ) [ খুক অপেক্ষ উচ্চ শব্দ ’খক] বি, অনুচ্চ কাশির শব্দ । খুকধুক (ক্ৰ, ) বি. ক্রমাগত অনুচ্চ শব্দে কাশি : শিশু ও দুৰ্ব্বল ব্যক্তির কাশির শব্দ । • গল চাপিয় আস্তে আস্তে কাশির শব্দ । খুকপুকুনি ( ) বি. খুকধুক শব্দকরণ । ২ । ক্ষীণ শব্দে কাশিতে থাকার কার্য্য ব| অবস্থা । খুকি, খুকী (কুক্ষি শব্দজ ] কি দুগ্ধপোষ্য বালিকা ; শিশু কন্ত ৷ ২ ৷ মেয়ের আদরের নাম । প্র—বড় খুকী : ছোট भूको : भूकौब्रॉ१ । श्ऊामि । খুঙ্গি, খুগ্ৰী [সং—করঙ্গ। মঃ-ধোঙ্গ ] বেত বা বাণ নিৰ্ম্মিত ক্ষুদ্র পেটিকা। প্র— নিরন্তর আছে সঙ্গী মদীপত্র পুথি খুঙ্গী” —কবিক । খুঙ্গীপুথি-বি, পুথি রাখিবার भूघौ अत्र: তাহাতে রক্ষিত পুথি । প্ৰ—“মাথার ধবল ছাতি, খুঙ্গি পুপি কঁাখে”—ঘনরাম। খুচরা (চ) { সং—যুদ্র হইতে] বিণ. ছোট ছোট ; অল্প ক্ষুদ্র ; অল্পসংখ্যা ; অল্প পরিমাণ। খুড়া খুচরা কাজ-ছোট ছোট কাজ ; অল্পে সমাধা হয় এরূপ কাজ। খুচরা খরচ-অল্প মুল্যের দ্রব্যক্রয়ে ব্যয় । খুজন, খোঁজন (ন) [ হি-খোজনা ] ৰি, অন্বেষণ । খুজরা উ—খুজর]বিণ, সামান্ত অল্প খুচরা। খুজলি (জ, ) (হি ] কি থোম : চুলকন : পাচড় । খুঞা (খুষ্ঠা ) { ফুম (রেশম) শব্দজ ] বি, রেশম । (২) পাট ৷ ২ ৷ রেশমজাত বস্ত্ৰ ; ক্ষৌম বস্ত্র ; পট্টবস্ত্র : দুকুল। প্র—“ছমাসের খুঞা খানি হৈল মোর গুড় । লহনা প্রসাদ কৈল একখানি মুড়া।”—কবিকঙ্কণ। ৩। মোট বুননের ছোট কাপড়। প্র—"পরিবারে দিব খুঞ উড়িতে খোসলা ।”—কবিক। [ খুয়া দ্র: ] । খুটু—বি, কাঠাদি কঠিন বস্তুর উপর কঠিন বস্তুর অতি মৃদু আঘাত শব্দ । খুট-খাট (টু, টু) খুটু+গাটু (খুঁটু অপেক্ষ উচ্চ) —ব্যাপ্তি অর্থে দ্বিত্ব ] বি, একস্থানে খুটু, অন্যত্র থাটু শব্দ হইবার ভাব । ধীরে ধীরে নড়াচড়ার শব্দ । খুট-খুট (টু, টু)[খট্‌খটু অপেক্ষ মৃদু"খিটুথিটু” তদপেক্ষাও মৃদু শব্দ–খুটুপুট । পুনঃপুনঃ ঐ শব্দ হওয়া অর্থে দ্বিত্ব ] বি, কাষ্ঠের উপর কোন কঠিন বস্তুর মৃদু আঘাত শব্দ ; ধীরে ধীরে দ্বারের শিকলের আঘাত শব্দ । কঠিন জমির উপর দিয়া চলিবার কালে পাঞ্জকাঘাতের মৃদু শব্দ । খুটুরথুটুর (র) । পুটুর+খুঁটুর (স্থান ও মৃদুপদক্ষেপে কালব্যাপকতা অর্থে দ্বিত্ব ) ] বি, চলিবার শব্দ ; শ্রান্ত পণিকের দীর্ঘ পথ চলিবার কালে চরণ যেন আর উঠে না এমন অবস্থায় ধীরে ধীরে গমনের মৃদ্ধ পদশব্দ বা অবলম্বন. যষ্টর মৃদু আঘাত শব্দ ৷ ২ ৷ ইন্দুর প্রভৃতি জন্তু কর্তৃক বস্ত্ৰ শস্ত প্রভৃতি কাটিবার শব্দ । খুটুসখুটুস (খুটুশ খুটুশ,) ৰি খুটুর খুটুর অপেক্ষা লঘু শব্দ । খুড়তুত (খুড়তুতে) { সং—খুল্লতাত) বিল, খুল্লতাতজাত ; খুল্লতাতপুত্র সম্বন্ধে ; খুড়াত। भूज्जन, 6शॉफुन (न्) [ थनन नक्छ ] रि, খনন । খুড়া, খুড়ো খুল্লতাত শব্দজ ] বি, পিতৃব্য : পিতার কনিষ্ঠ ভ্রাত ; কাকা। প্র—“খুড়া খুড়া করে দণ্ডবৎ হয়ে কহিছে নারদ হাসি" —অ, ম। স্ত্রী, খুড়ী—পিতৃব্যপী : হরির খুড়ো—দূরসম্পৰ্কীয়। ২। যাহার সহিত কোন সম্বন্ধ নাই। প্র—মন তুমি তার হরির খুড়ো”—রসিক চক্ৰবৰ্ত্তী (বাং-গান )।