পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুঞ্জ

  • किविप्नंष ; dove. ग्लौ, थांएम, शबशंरब्र

“খুী” “যুগী"। ঘুঘু-ছোটবড় মাঝারীনানা আকারের ও নানা বর্ণের হয়। জাতি অমুসারে বুবুর নামও ভিন্ন ভিন্ন –চুড়াধারী ঘুঘু-বাহদের মাথায় বুলবুলির স্তার ঝুট ও ডানায় শাদা কালে ডোরা হয়। তিলিয়া ঘুঘু বা পাড় ঘুঘু-যাহাদের গারে *Efr Efr "t" sa : spotted dove. রাজঘুঘু বা রামযুঘু-লালাভ হরিদ্বর্ণ एवंशंख| টুকটুকেলালবর্ণ ঘুঘু : red turtle dove. শুীমঘুঘু-ঘাড়েকালবেড়খয়েরিবর্ণেরঘুঘু turtlc dove. হরিয়াল ঘুঘু-গাছের পাতার মত সবুজ বর্ণের ঘুঘু : কিন্তু 'হরিয়াল স্থলে "হরিতলি' শব্দের অপপ্রয়োগ বশত: গ্রা-বাং-য়—“হত্তেল ঘুঘু" বলে ৷ ২ ৷ খৃষ্টান মিশনরিগণের আবির্ভাবের পর হইতে —পবিত্র আত্মা স্থলে বিদ্রুপে "পবিত্র ঘুঘু" sacred dove. Nýtŝta Ers] fid, NEJG কৌশলী চতুর ; মতলবী স্বাধসাধন, বা স্বকাৰ্য উদ্ধারপটু। ঘুঘু দেখেছ ফাদ দেখ নাই— প্রবচন ] ঘুঘু পার্থীকেই আননে চরিতে দেখিয়াছ কিন্তু সে যে ফাদে ধরা পড়ে ও মারা যায় তাহা দেখ নাই । ( তাহা হইতে ) মুথের মুখ দেথেছ দুঃখের পরিচয় পাও নাই। ২ । [ ঘুঘু দেখিয় তাহ ধরিতে যাওয়া এবং ঘুঘু ধরা যাদে পড়িয়া কষ্ট পাওয়ার ভাব হইতে ] লোভে পড়িয়া অগ্রসর হয়েছ কিন্তু ফাঁদে পড়িবে যে তাহা ভাব নাই । ভিটায় ঘুঘু চরা [ ঘুঘু জনশূন্ত স্থানেই থাকিতে ভাল বাসে : তাহা হইতে] অভিশাপবিশেষ ; সৰ্ব্বনাশ হওয়া ; উজাড় হওয়া । ভিটায় ঘুঘু চরান—সৰ্ব্বনাশ করা। ঘুঙুর, ঘুঙ্গুর, ঘুঙুর () { সং–বুজ । গ্রা. ঘুঘুর (বৈ, কবি জ্ঞানদাসে), ঘুমুর, ঘুগুর] বি, চরণালঙ্কারবিশেষ ; যে পাদাভরণ ঘুঙ,যুঞ্জ, বা ঘুঞ্জ ঘুৰ্ব রবে বাদ্য করে। প্র—“রাধার পায়ের কনক যুজুর”—অশোকগুচ্ছ । "ঘন ঘন্টু বাজে ঘোর যুক্ত রের রব”—ঘনরাম। ঘুঙ্গড়ি হি—যুঙ্গর শব্দ হইতে বি, সর্দি বসিয়া গেলে কাশিবার সময় যে ঘুঙ, ঘুঙ, শব্দ হয়। ২। ঘুঙ্গরি বালা : শিশুদের বুকে সন্দি বসিয়া গলা ঘড়ঘড় করা রোগ : বালরোগ। ৩। মৃত্যুর পুর্বর্ণকালীন কণ্ঠকানি গলা ঘড়ঘড়ানি । ঘুঙ্গনিদান ( ঘুংনি) [ চ—যুগুনি ] বি, আলু নারিকেল প্রভৃতির ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের সহিত মসলাযোগে সিদ্ধ মটর বা বরবটি কলাই ৷ ২ ৷ চিনির রসে পাক করা কলাই । ইহাকে কলিকাতায় "সকলদানা” বলে। ঘুট (টু ) { ছি—যুটুন ] বি, পুং, গোড়ালি ; ७णक ! (?8) ঘুটঘুটে (টু) [ যুটু ( ব্যাঘাত করা) বা যুটু (নিবিড় অন্ধকার ) । আধিক্যার্থে দ্বিত্ব ] বিণ, গাঢ় কৃষ্ণবৰ্ণ ; মিশমিশে কাল ; ঘনান্ধকার । প্র—“তবে হাত পা দেখে বোধ হয় যুট ঘুটে কালো।”—দ্বিজেন্দ্র রায় । “দুটুঘুটে অন্ধকারে সামনের মামুষ চেনা যায় না।” ঘুটি, ঘুটিক ( )—ফুট দ্রঃ । স্ত্রী, ঘুটিকা ! ঘুটিং [ প্রাদে—ঘৰিম । হি ] বি, কাকর, মুড়ি প্রভৃতি যাহা দগ্ধ করিয়া চুণ তৈয়ারি হয়। প্র—যুটিং চূণ । ২ । গুটিকা : ঘুটি। প্র—"খেলি ফুল যুটিং পুখুর দেই গায়। বেন। গাছে ঝুটি বেঁধে গড়াগড়ি যায়।”—শিবায়ন। ঘুড়ী (হি–গুডউী। সং—ঘূর্ণ]বি, বায়ুক্তরে যাহা ঘুরিতে ঘুরিতে চলে ; আকাশে উড়াইবার চতুষ্কোণ কাগজখণ্ড-নির্মিত ক্রীড়নক। ঘুড়ীর প্যাচ-বুড়ীর লড়াই। একজনের ঘুড়ীর স্বতার দ্বারা অষ্ঠের যুড়ীর স্বত কাটা। মাঞ্জা দেওয়া—কাচের গুড়া আটার সহিত মিশাইরা তাহাতে সুতা মাজ বা ঘষা । মাঞ্জা দেওয়া স্থতায় স্বতা সহজে কাটে। ভোমার ঘুড়ী—স্থত কাটিয়া যে যুড়ী ঘুরিতে ঘুরিতে পতিত হয় ( ভ্ৰাম্যমাণ হইতে ভোমারা ) । [বুড়ীর প্রকার ভেদে বিভিন্ন নাম আছে যথা— ঘয়লা—সমস্ত শাদা কেবল এক পার্গে ভিন্ন বর্ণের পটি বসান বা পটির মত রঙ্গ করা থাকে। দে৷ ঘয়লা—সতরঞ্চি চেক কাটা। ঢাউস, ঢাপুস ( পূবঙ্গে )—খুব প্রকাও ঘুড়ী ; অনেকটা দরমার মত ; চওড়া বাকারিতে কাপড় ও কাগজ দিয়া তৈয়ার করিতে হয় এবং সুতার পরিবর্তে দড়ী বাধিয়া উড়াইতে হয় । চিলে—মাঝারি আকারের ঘুঙী। পতঙ্গ —যুদ্রাকৃতি যুড়ী। হিনীতে ঘুড় মাত্রকেই পতঙ্গ বলে। তেলাঙ্গ—ঘুড়িভেদ। মানুষ ঘুড়ী—মানবাকৃতি বলিয়া এই নাম। বামনা —কাল, লাল প্রভূতি রঙ্গের ধারি বা পটি বসান বা তদ্রুপ রঙ্গ করা । ধারি বা পটির বর্ণ অনুসারে কালা বামূনা, লালবামূনা প্রভৃতি নাম হয়। ঘুড়ীর বিভিন্ন অংশের নাম,— শলা (মুওশলা-পূবঙ্গে )—ঘুড়ীর পৃষ্ঠদও বৎ সরলভাবে থাকে যে কাঠি । কঁপি বা পেটী—যে কাঠি ধনুকের আকারে লগ্ন থাকে ৷ ২ ৷ ঘোটকী । ঘুণ (ন) [ ঘূর্ণ, (ভ্রমণ করা)+অ (কৰ্ত্ত—ক) বি, পুং, কীটবিশেষ। কাষ্ঠাদি ধ্বংসকারী একপ্রকার ক্ষুদ্র কীট , কাষ্ঠ কৃমি । ২। চিস্ত । প্র—“ভাবিতে রসের তমু জারিলেক যুণে” —চণ্ডীদাস। কঁচা বাশে ঘূর্ণ ধরা— অল্প বয়সে শোক অথবা চিন্তাদিতে জীর্ণ দেহ হওয়া । ঘুণ হওয়া ( ঘুণ কীটের স্কার অভ্যস্তরে প্রবেশ করার ভাব হইতে ] নিপুণতা ঘুচা লাভ করা ; পরিপক্ক হওয়া ; অভিজ্ঞতা লাভ করা। প্র—লোকটা ঐ কাজে ঘুর্ণ হয়ে গেছে । ঘুণাক্ষর ( ঘুনাথৰ্ব ) [ ঘুণ (দ্বারা কৃত ) অক্ষর-কৰ্ম্মধা] বি, ক্লী, ঘুণ পোকা ইচ্ছামত কাটিতে থাকে দৈবাৎ সেই কাটের মুখে এক আধটা অক্ষর সদৃশ হইয় পড়ে : তাহা হইতে দৈবাৎ : অজ্ঞাতসার ৷ ২ ৷ আশ্চৰ্য্য ঘটনা । ৩। সৌভাগ্য। ৪ স্ববৃতি খেলা ইঙ্গিত মাত্র ; কিছুমাত্র ; সামান্ত । প্র—আমি ত এ বিষয়ের ঘূণাক্ষর জানি না” । ক্রিৰিণ, ঘুণীক্ষরে—ইঙ্গিতে ; ইসরাতে। প্র— "সাবধান এ বিষয় যেন কেউ ঘূণাক্ষরে না জানতে পারে" । ঘুণী (নি) [ প্রাদে । কাঠির ঘন সন্নিবেশ আছে বলিয় ] বি, বংশশলাক-নির্মিত মাছ ধরিবার এক প্রকার পিঞ্জর । ঘুণ্ট, ঘুণ্টক ( ) ( যুটু (ব্যাঘাত করা)+ অ—মু আগম+ক যোগে ঘুণ্টক ] ৰি, পুং, গোড়ালি ; ঘুটিক । ঘুণ্টি (হি ] কি বোতাম। ২। অতিক্ষুদ্র ঘণ্টা। প্র—ঘুণ্টি দেওয়া জুতা (শিশুদের ) । ঘুণ্টিক ( ) বি, ক্লী, বিল দুটে। ঘৰি। ঘষি দ্রঃ । ঘুচন (ন) [প্রাদে । ঘুচ দ্রঃ বি, নাশ ; ধ্বংস ৷ ২ ৷ সমাপ্তি ৷ ৩। ত্যাগ। ৪ । মোচন । ৫ । [প্রাদে ] গোবর দিয়া উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করণ : এ টো পাড়ন । ঘুচt I গ্রা, ঘোচা । মূলে সং—গম ( গচ্ছ) ধাতু থাকা সম্ভব। কোন কিছু গত হওয়ার ভাবই ইহাতে প্রবল। হি-চুম্বন । অকৰ্ম্মক। প্র-পু—ঘুচে, ঘোচে। অসক্রি—ঘুচিতে । ঘুচিয়া, ঘুচে । ণিজন্ত—যুচান ] ক্রি, সমাপ্ত হওয়া : শেষ হওয়া । প্র—তাহার সংসার করা এইবার ঘুচে গেল। ২। নাশ হওরা ; ধ্বংস পাওয়া । প্র—মুখ ঐশ্বৰ্য্য সমস্ত ঘুচিয় গিয়াছে। ৩। অদৃষ্ঠ হওয়া ; লোপ পাওয়া । প্র--"মান অপমান গেছে ঘুচে নয়নের জল গেছে মুছে ।"—রবি । ৪ । গত হওয়া ; অতিবাহিত হওয়া ; কাটা । প্র--"আর কি ७ॉब्रउ गर्छौष श्रांप्छ् * * * * शंग्न রে সে দিন ঘুচিয়া গেছে।”—হেম বন্দ্যো। ঘুচান (নো ) {যুচ (দ্রঃ)। ণিজন্ত রূপ। উ-পু-ঘুচাই । ম-পু—ঘুচাও ; ঘুচান ; ঘুচ । প্রাপু—ঘুঢ়ায় ; ঘুচান। অসক্রি—ঘুচাইতে, ঘুচাতে ; ঘুচাইয়া, ঘুচিয়ে ] ক্রি, ধ্বংস করা ; শেষ করা ; নাশ করা ৷ ২ ৷ মিটান ; মুছিয়া ফেলা : বিলোপ করা। প্র— কলঙ্ক ঘুচান। ৩ । দূর করা ; অভাব মোচন করা । প্র—দুঃখ ঘুচান। “যুচাইৰ