পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন জনশ্রুতি ( জনশ্রুতি) [ জনের শ্রুতি (শ্রবণ) ৬তং ] ৰি, স্ত্রী, কিংবদন্তী ; লোক-প্রসিদ্ধি ; জনপ্রবাদ । ৰিণ, জনশ্রুত । জনসংঘ ( শংঘ ) বি, বহু লোকজন্তের সম্মিলন ; লোকসংহতি : খুব ভিড় । জনসমাজ (শ, জ্ব) বি, লোকসমাজ : সমাজ । জনসাধারণ ( শাধারন) বি, সাধারণ ব্যক্তি । ২ । সমস্ত প্রজা : আবালবৃদ্ধবনিতা সমস্ত । জনস্থান ( জনোস্থান) [ জন-নামক যেস্থান —কৰ্ম্মধা ] ৰি, ক্লী, দণ্ডকারণ্যের মধ্যৰৰ্ত্তী স্থানবিশেষ । ২ । [ জনের স্থান, ৬তৎ ] লোকজনের বসতি স্থান । ৩। লোকালয় । জনস্রোত, জনস্রোতঃ [ জনস্রোতৃ) জন-স্রোতসূ] বি, লোকপ্রবাহ। প্র— "ৰহিছে জনস্রোতঃ কলরবে, স্রোতঃ-পণে জল যপ ৰরিয়ার কালে।”—মেঘনাদ । জনশূন্ত, জনহীন (হিন) জেনার শূন্ত, হীন-৩ তৎ ] ৰিণ, লোকবিহীন : নির্জন । জন [ জন দ্রঃ । গ্রা, হি—জনা –পদ্যে ] বি, পুং, জন : লোক : ব্যক্তি। প্র—“তবে আর সাগর ৰান্ধিবে কোন জনা”—কৃত্তিবাস। ২। প্রাণী : জীব। প্র—“স্বৰ্গ মৰ্ত্ত্য পাতালে কঁাপিল সৰ্ব্বজন ॥”—কৃত্তিবাস। ৩।অবজ্ঞায় জন শব্দে আ যোগ ] লোকটা : বেটা। প্র— "তোমার সভাতে নাহি মন্ত্রী এক জনা" "আমার সহিত যুদ্ধ দিবে কোন জনা”—কৃত্তিবাস । ৪ । [ বিনয়ে, উ-পুরুষে ] আমি হেন দীন, অনুগত, আশ্রিত, নগণ্য ; মূঢ় বা তুচ্ছ ইত্যাদি অর্থে। প্র—“এজনার প্রাণগতিক মঙ্গল” "দরিদ্র জনারে কিনিয়া লছ”—চওঁীদাস । প্র-"তুমি বন্ধু, তুমি নাপ, নিশি দিন তুমি আমার, * * * ৬াপ হরণ তোমার চরণ অসীম শরণ দীন জনার ॥" —ব্রহ্মসঙ্গীত। ৫ । [ মাথা গুনতি হিসাবে বা সংখ্যার্থে ] লোক : স্ত্রী বা পুরুষ । প্র—জন প্রতি । স্ত্রী, জনি ( ব্ৰঞ্জ ) । প্র—"গোরস অবইতে জাইতে জনি জনি পুছ বনমারি ॥"— বিদ্যাপতি । জন-জনা—প্রতি জনা ; এক এক জন । জনাজুতি-জন প্রতি : প্রত্যেক জন : এক এক জন করিয়া । জনাজুটি— স্বতন্ত্র অর্থাৎ পৃথক ভাবে এবং যৌগ হিসাবে : ব্যষ্টিও সমষ্টি ভাৰে। জনাযাত্রী। প্রা-বাং— জঅনাযাত্ৰী-শূঃ পুঃ ]—যাত্রী জনা : প্রত্যেক যাত্রী লোক : তীর্থযাত্রী মাত্রেই । জনাকীর্ণ (ন) [ জনম্বারা আকীর্ণ ও তৎ ] বিণ. লোকে লোকারণ্য ; জনসঙ্কুল । জনচার ( জনাচার) (জন—আচার, ৬তৎ ] বি, লোকাচার ; জনসমাজে প্রচলিত আচার शक्शांश । xk nk ik や〉や জনাজাত, জনাজুট, তি, (জ) হি— জনাজাত। জাত=জুটি, জুতি ( প্রতি অর্ধে) ] ক্রি-ৰিণ, প্রতিজন হিসাবে ; একে একে । জনাতিগ (গ) জন—অতি-গম্ ( অতিক্রম कब्रां )+य ( कर्त्र्-छ ) म्।। ८लांश् ] दि१, লোকাতীত । জনানা, জানান t স্থা—জুনানা (হ ) ] বি, স্ত্রীলোক। ২ । অন্তঃপুর : রঙ্গমহল : a seraglio. o i f&d, cMOfà l জনানী [ফু-জুনানী | বিণ, স্ত্রীলোক সম্বন্ধীয। ২ । অন্তঃপুর সংস্কৃষ্ট । জনান্ত [ জন ( জনপদ অর্থে) অন্ত (সীমা )] বি, পুং, দেশ : প্রদেশ : বিভাগ : জেলা ; district ; province ; country. জনান্তিক ( জননতিক্) [ জনের অস্তিক, ৬ তৎ] বি. ক্লী, অসম্পর্কিত লোক হইতে অনতিদূর ; একপাশ্ব ; অন্তলোকের সাক্ষাতে অপচ অনুচ্চস্বরে কথা বা অভিপ্রায় প্রকাশ । ক্রি বিণ, জনাস্তিকে—এক পার্থে : aside প্র—"মালতীর উত্তর না পাইয়া ক্ষমা জনাস্তিকে বলিল”—ভারতী, ১৩২• । জনাপবাদ ( ) { জন—অপবাদ | বি, লোক নিন্দ ; কলঙ্ক : অপযশ: | জনাব (ব, ) ( জন-অৰ (রক্ষা করা ) + ক্ষিপ ( কত্ত্ব ) ] বিণ, জনরক্ষক : লোকপাল ; নারায়ণ । [ অপ্র ] । ২ । [ ফু-জনাৰ ] অ, হুজুর ঃ মহাশয় ; সম্মানসূচক সম্বোধন । জনাব আলী ( জনাব-এ-আলী ] বি, *Río : your excellency. জনার (র) বি, মকাই, ভুট্টাজাতীয় শস্তবিশেষ । জনাৰ্দ্দন (ন) [ জন ( জনগণ, জনাম্বর)+ অৰ্দ্দন (৬ তৎ) অৰ্দ্দ +ণিচ,=অর্দি (পীড়ন কর)+অন ( কৰ্ত্ত—অনট্র ) দুবৃত্ত্বগণকে খিনি অৰ্দ্দন করেন (মহাভারত ) ] বি, পুং, বিষ্ণু । প্র-"ত্বং হি কালিয় মর্দন হে জনাৰ্দ্দন জনপালন । ত্বং হি কলিকলুষহারী বনবিহারী হরি নিরঞ্জন।" - গোবিন্দ ব্রহ্মচারী ৷ ২ ৷ বিণ, লোকপীড়ক । জনাশ্রয় ( জনাশ্রয় ) [ জনের আশ্রয়- ৬৩২ ] বি, পুং, লোকের আtশয়স্থল : নারায়ণ ৷ ২ ৷ লোকালয়। ৩ । কিছুকালের প্রয়োজনার্থ নিৰ্ম্মিত কুড়ে ; a temporary shed. জনি (জে [ব্রজ। অপ্র ] অ, যদি ৷ প্ৰ— “এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কামুর প্রেম তিলে জনি ছুটে ॥” – বিদ্যাপতি। ২ । [ জমু দ্রঃ ] যেন । প্র- “সঞ্জলি ও বোল না বোল জনি আর I” – জ্ঞানদাস। ৩। জনে । জনিজনি— জনে জনে ; প্রতিজনে : প্রত্যেককে । প্র—“জনিজনি পুছ বনমারী”— · व, * । 8 । [ नर-खन् (सनांन्) +ईन (७एक्) ] ति, छन । জন্ম ऊनिक (८खानिर् ) [ खन्+निो +क (कं) ।। বিণ, জনক ; উৎপাদক। ২ । হেতু । { জনিকা ( জেl ) {জনক+আপ—স্ত্রী, অ-ই] ৰি, স্ত্রী, জন্মদাত্রী ; জনষ্ক্রিী। ২। পুত্রবধূ। [दिब्रल ] । o জনিত (জে) জিন শিচ,=জনি (জন্মান)+ ত (কৰ্ম্মে-ক্ত ) ] ৰিণ, যাহা জন্মান হইয়াছে ; উৎপাদিত। স্ত্রী, জনিত । জনিত্রী (জেনিত্ব ) { জন+তুন ( কৰ্ব ), ঈপ, স্ত্রী । বি, স্ত্রী, জনয়িত্রী ; জননী । জনীন ( জোনীন) [ জন+ঈন (হিতার্থে) ] বিণ, জনহিতকর : লোকের উপকারজনক । ২ । প্রয়োজনানুযায়ী । জমু, জনু (জোনু) (সং-জন (জন্মান)+ উ- উ ( ভাবে ) ] বি, স্ত্রী, উৎপত্তি ; জন্ম । প্র-"পাপ তমু হতে জমু জানি পাপভাগ । যোগাসনা যোগিনী জীবন কৈল ত্যাগ ॥” – শিবায়ন । ২ । [ জমু ] সদৃশ ; যেন ; যেমন । প্র- “জলদবরণ কামু দলিত অঞ্জন জমু।”-চণ্ডীদাস । "চণ্ডীর আজ্ঞায় হনু হাতে পাজি দ্বিজ জনু, উপনীত রাজার সভায়" ॥ – কবিক । ৩। বিণ, উৎপন্ন । প্র-অঙ্গজনু । জন্তু (জোন্তু ) ( জন (জন্মান )+তু (কর্তৃ —তুন ) ] বি, পুং, যে জন্মে : প্রাণী ; শরীরী ; জীৰ । ২ । [ বাং—প্রাদে ] পশু । জস্বল্প (জোন্তু নো ) { জন্তু (জীব, কীট ) { (হন্‌--নাশ করা )+অ (কর্তৃ—টক্ ) যে কীটাদি জীব নাশ করে } বিণ, জন্তুঘাতী : প্রাণিঘাতক : জীবনাশক । ২ । [ বৈদ্যকে ] বি. হিঙ্গু । (২) লেবুবিশেষ । জম্বুফল ( জোনতুফল ) [ জন্তু-ফল, যাহার ফলের ভিতর কীট পতঙ্গ জন্মে | বি, পুং, যজ্ঞ ডুমুরের গাছ ৷ ২ ৷ যজ্ঞডুমুর । জন্ত্র [প্রা-বাং । য স্থলে জ] বি, যন্ত্র (দ্র: ) । প্র—“তপসা করেন বস্তা দেহে দিআ জন্ত্র । বিষ্ণুদেব তপ করএ আবাহন মন্ত্র।"—শুস্ত পুরাণ । জন্ম ( জনমো ) { গ্রা—জন্ম (জম্মো ) । প্র—“জন্ম গেল ছেলে খেয়ে আজ বলে ডান ।” জন+মন ( ভাবে ) ] বি, ক্লী, উদ্ভব : উৎপত্তি : দেহধারণ ; আবির্ভাব । ২ । [অধি—মন, যাহাতে বা যেখানে জন্ম হয় ] সংসার ; লোক । ৩। জীবন । ক্রি-ৰিণ, জন্মে—জন্মাবধি ; জন্ম হইতে এ পর্য্যন্ত । প্র—“আমি জন্মে জানিনে প্রেম, যাতনা মনে পড়ে না। সই তুমি মজালে তোমার ধৰ্ম্মে সবে না ॥”—রাম বসু । জন্মএয়স্ত্রী, জন্মএয়ো ( জন্ম ( আজন্ম ) এয়ন্ত্রী, এয়ে (আয়তীবিশিষ্ট, সধবা ) ] বি, চিরসধৰা ৷ প্ৰ—“যাট বাট বেঁচে থাক জন্ম