তাম কূর্গ, লিঙ্গ, শিৰ, স্বণ, অগ্নি । ৪ । তামস স্মৃতি-গৌতম বার্হস্পত্য, সামুদ্র, যম, শাখা ঔশনস । তামস-ধ্যান (তামোশ, ধ্যান) ৰি, কী, বটু ভৈরবের ধ্যের রূপবিশেষ । তামস-যজ্ঞ ( তামশ জোগৰ্গে ) ৰি, বিধিহীন দাম ; দক্ষিণ শূন্ত এবং শ্রদ্ধাহীন যজ্ঞ। তামস-সন্ন্যাসী ( তামশশোনস্তাশি) বি পুং, গার্হস্থ্য মুখাম্বাদনে নিরপেক্ষ থাকিয়া মোক্ষ বাসনায় অভিমান বশত: ৰণে বিচর পূর্বক তপস্তাকারী। তামসিক ( তামোশিক্ ) ( ফিক ) ] বিণ, তমোগুণান্বিত। তামসী (তামোশি) { তামস দ্রঃ ] বি, স্ত্রী, ধোর অন্ধকার রাত্রি ; রাত্রি। প্র"নিমেষ নির্ণয় পল দণ্ড যাম দিৰ । স্মৃজিলা তামী সন্ধ্যা পক্ষ মাস কিবা।”—ঘনরাম। ২ । কালী । ৩। বিণ, তমোগুণাস্থিত। ৪ । ঘোর ; অন্ধকারযুক্ত। প্র—“ঐ পোহান তামসী নিশি”—গান । তামা ( তাম্র শব্দজ ] বি, তাম নামক ধাতু বিশেষ : copper. তামার শলা—তামার শলার স্থায় মোটা ও তাম্রবর্ণ। প্র—"ডমীর কেশ চামর ছটা তামার শলা বুডার জট ।” -, তামাক, তামাকু ( ) (স্পে—tohaco : šl-lalrucco : GF-talac. “talaco, a province of Yucatan, where it was said to be first found by the Spaniards. Others derive from the island of tobago, one of the Caribbees” II'chsfer. Af: 38so assa (Sir Walter Raleigh) ইহাকে এমেরিকায় “টোবাকো” বলিতেন। উর্দু ভাষার তাম্বাকু সংস্কৃতে ইহাকে তামুকুট করা হইয়াছে ( কুলাৰ্ণৰ তন্ত্র ) ] বি, কলঞ্জ ; তাম্রকুট ; ধূমপর্ণ ; nicotisma tal)acum [ তমসূ+ইক R Sinfo offo ; tobacco plant. দোক্তা তামাক—তামাক গাছের শুষ্ক পাতা। ইহাতে চুরুট হয়। গুড়ক তামাক—দোক্ত তামাক, গুড় ওনানা মশলায় মিশ্রিত। এদেশে কলিকায় সাজিয়া ইহার ধূমপান অধিক প্রচলিত। স্বরতি তামাক-দোক্ত চূর্ণ বিবিধ স্বগন্ধ মশলা भिथिउ ; इंश vांtनन्न मश्ठि राषझठ श्म । তামাক খাওয়া—তামাকের ধূমপান কুর : তামাক টানা-তামাকের ধোয় হকা বা গুড়গুড়ির নলের ভিতর দিয়া টানিয়া পান কর। * তামাক [প্রাবাং তাম্ব বা তাম্রকুও হইতে ] বি. ভাস্ত্রনিৰ্ম্মিত পুষ্প পাত্র : তামার টাট। ৷ প্র—"পুরৰে ঘাটে জত তামাক বিরাজিত বিবিধ নানা ফুলে।”—শুষ্ঠপুরাণ । ৭১২ ७ॉभांकब्र (बू)[ थ| बां९ । अं-श्-िठांक -गधएष, ॐांकब्र-उॉन-कङ्ग-ठांम|-कब्र ] ग। তাহার । প্র—“তামাকর পাটে ৰেসাতি বৈসএ হাট। ভোটৰ জে স্বরূপ নারান যুচা কপাট৷”—শূন্তপুরাণ । তামাতুলসী (—তুল্শি ) { তাম ( ধাতু বিশেষ ) ও তুলসী ( তুলসী পত্র ) দ্বন্ধ বি, তাম্র ও তুলসী-পত্র যাহা স্পর্শ করিয়া হিন্দুকে শপথ ৰ দিব্য করিতে হয়। তাম৷ তুলসী করা—নির্দোষ প্রমাণ করিবার জন্ত তাম তুলসী লইয়া দিব্য করা । তামাদি [তমাদি দ্রঃ ] ৰি, নিদিষ্ট কালের অতিক্রমণ। তামাদি হওয়া—অবধারিত সময় ব্যতিক্রমে অগ্রাহ হওয়া । তামীম (তামামৃ) [ আ—তমাম্ ] বিণ, সকল সমুদয় ; সমগ্র ; সমস্ত ৷ ২ ৷ সম্পূর্ণ; শেষ । তামাসা ( তামাশা ) [ আ—তমাণ ] বি ক্রীড়া : বাজী : খেলা ৷ প্ৰ-সে কেবল নাচ তামাস দেখে বেড়াচ্চে । ২ [ श्ःि ] तूश्च : अ*िनी [ दिङ्गल ] ।। ७ ঠাটা । প্র—ও কি তোমার আমার তামাসার যোগ্য । ৪ । রহস্ত : মজা : আমোদ কৌতুক। প্র—“একি রে তামাসা ! সকলে অবাক! কারে মুখে নাহি ভাষা :”— অশোকগুচ্ছ । "এ মধ্যাহ্নকালে তার বিন্তি, গ্রাবু, পাণ, খেলিতে আসিয়াছিল! হেরিতে তামাসা ছুটিল সকলে”—অশোক গুচ্ছ । তামিল (ল) [ আ—তাস্বামীল (আমলে আনা, কাজ করা ) ] বি, পালন ; রক্ষা : মান্ত । প্র—“কল্পে সে পাহার শীঘ্ৰ হুকুম তামিল রাজার”—দ্বিজেন্দ্র রায় । ২ । প্রাচীন কালের ঘটিকাযন্ত্রবিশেষ : জলখড়ি। ৩। দক্ষিণ ভারতের ভাষাবিশেষ ; দ্রাবিড় ভাষার একটী প্রধান শাখা । তামিত্ৰ (তামিসূত্রে ) [ তমিস্র ( বাত্রি ) + অ (বিচরণ করা অর্থে, ক ) ] বি, রাত্রিচর ; নিশাচর। ২ । অবিদ্যাবিশেষ ; ভোগেচ্ছার ব্যাঘাতে যে ক্রোধ জন্মে ৷ ৩ ৷ ক্লী, বঞ্চনাকারীর ভোগার্থ অন্ধকার পূর্ণ নরকবিশেষ [ ভাগবত ] । उांभेौ [ नर-उiअ-ठlभ-ठांव+में ] वि. তাম্রনিৰ্ম্মিত পাত্র : তাম্রকুও কোশাকুলী প্রভৃতি । প্র—“ধান ভঙ্গ হৈল মুনি চতুর্দিকে চায়। তিল তুলসী তাম তামী কেবা লয়ে যায় ॥”-কবিক । তামুক (তামুক্ত ) তোমাকু শব্দের উচ্চারণ বিপৰ্য্যয় ] বি, তামাক । প্র—"ছেলেরা ধরিল খেলা বৃদ্ধের তামুক।”—রবি। তাম্বর—তামর দ্রঃ । তাম্বু (তাম্বু) স্ব-জন্তু ৰুি পৰাস । বস্ত্ৰগৃহ ; শিরি ; কাণাং : ঞ্জাবু। তাম্বু তাম্বুরা ( —তযুৱ ] ৰি, বৃহৎ ততযন্ত্র বিশেষ ; তানপুর। তাম্বুল ( তাম্বুল ) । সং-তাম্বলী বা তাম্বলী শব্দজ (পান লতা)—অমর কোষ ] ৰি, পর্ণ পাণ। প্র—“কোন বধু তাম্বলট সাজিয়া যতনে আনিতেছিলেন হর্ষে, দিতে সর্থী জনে ৷”—অশোকগুচ্ছ । তাম্বুল সঁiপুড়া—ৰি, তাম্বলকরন্ধ : পানের ডিৰা । প্র—“নানা আভরণ পরি ডানি করে নিল ঝারি, বাম করে তাম্বল সাপুড়া।”—কবিক। তাম্বুলকরস্ক (তাম্বুলকরংক ) তাম্বল ( পান )—করঞ্চ (নারিকেলের খোল, তাহা হইতে, পাত্র)]ৰি, তাম্বলপাত্র পানের বাটা। তামুলকরষ্কবাহিনীতাম্বলকরন্ধ-বাহিনী ( যে স্ত্রী বহন করে ) ] ৰি, স্ত্রী, অন্তঃপুরপরিচারিকাবিশেষ ; সহচরী : সেবিকা (পান সাজ পানের বাটা রাখা কাৰ্য্যই ইহাদের কার্য্যের মধ্যে প্রধান বলিয়া এই নাম ) । প্র— "এমন সময়ে কৈলাস নামক কষ্ণুকী স্বর্ণালঙ্কার ভূষিত এক স্বন্দরী কুমারীকে সঙ্গে করিয়া তপায় উপস্থিত হইল, বিনীত বচনে কহিল কুমারী দেবী আদেশ করিলেন, এই কন্যাকে আপনার তাম্বলকরষ্কবাহিনী করণ। ইনি কুলুতদেশীয় রাজার দুহিতা, নাম পত্ৰলেখা । মহারাজ কুলুত রাজধাণী জয় করিয়৷ এই কস্তাকে বর্ণী করিয়া আনেন ও অন্তঃপুর চারিকার মধ্যে নিয়োজিত করেন । * * * ইহাকে সামান্ত পরিচারিকার স্যায় জ্ঞান করিবেন না । সর্থী ও শিষ্যার স্যায় বিশ্বাস করিবেন।”—কাদম্বরী । তাম্বুলপেটীকা ( )—পানের বটুয়া বা থলি ; পানের ডিৰা । তাম্বুলরস (তাম্বুল্ত্রণ, ) ( তাম্বল (ভার) রস, ৬ তৎ ] বি, পানের ছোপ ; পানের পিক বা পিচ, । প্ৰ—“তামাকে তাম্বলরস রাঙ্গ রাঙ্গা ঠোট"-ইন্দ্রনাথ বন্ধ্যো । তাম্বুলরাগ (তাম্লাগ) তোলের মত । রাগ (রক্তবর্ণ) যাহার, বং ] ৰি, পুং, তাম্বল চৰ্ব্বশজনিত রক্তিম : পানের দাগ ৷ ২ ৷ মসুরি কড়াই । তামুলাধার—ৰি, পানের বাটা। ২। পানের বটুয়া । তাম্বুলিয়া (তাম্বুলিক্সা) (তাম্বল শব্দজ ] বি, নবশায়কের অন্তর্গত জাতিবিশেষ ৷ ২ ৷ তাম্ব লব্যবসায়ী : তাম্বলজীৰী । তামূলীক, তামুলী (তাম্বুলক্) ( তাম্বল (পাণ)+ইন (অস্ত্যৰ্থে) তাম্বলিন ১ম, ১ৰ 1ৰিণ, তাম্বলব্যবসায়ী ; ডামুলি। ২ । তামলি জাতি ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৪৫
অবয়ব