পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৯৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাখ পখিলান (থ নো ) { সং—প্রক্ষালন শব্দজ । উ-পু-পাথলাই । ম-পু—পাখলাও । প্র-পু —পাথলায়। শস-ক্রি—পাখালিতে : পাখালিয়া : পাগালি ( পদে ) ] বি, ধৌতকরণ : প্রক্ষালন কর । প্র—"প্রেমময়ী পাৰ্ব্বতী পাইয়| প্রাণনাথে। পথালিয়া পদ পাদোদক নিলা মাথে ।”—শিবায়ন। পাখসাট (পাখ,শাট্) ( পাখণটি দ্রঃ বি, পাথার বা ডানার ঝাপট । পাখা [ পক্ষ হইতে পাখ+ অ ( স্বার্থে ) ] ৰি, পক্ষ : ডান ৷ ২ ৷ পালক । প্র—“এত ৰলি এক পাখা ঠোঁটে উপাড়িয়া ।”—কাশীমহা । ৩। ব্যঞ্জন : তালবৃন্ত । পাখা উঠা পোখ উঠাও বলে। পক্ষ হইতে পাখ-পাখ ] ক্রি, পক্ষোদগম হওয়া ; পালক বাহির হওয়া । ২ । [ পিপীলিকাদির পালক ৰাছির হইলে মৃত্যুমুখে পতিত হয়] তাহা হইতে মৃত্যুর পূর্বলক্ষণ দেখা দেওয়া ; বিপন্ন হইবার উপক্রম হওয়া । প্র—"পিপীলিকার পাথ৷ উঠে মরিবার তরে।”—প্রবচন । পাখীলন (ন) [গ্রা। সং—প্রক্ষালন হইতে বি, ধৌতকরণ । পাখাল| [ সং—প্রক্ষালন হইতে পাথালন । ছি—পাখান্না। হি-তে—"পায়পখাল=পাদ প্রক্ষালন ] ক্রি, প্রক্ষালন করা : ধৌত করা । প্র— পা পাখালিয়া বীর জল দিল মুখে । ভোজন করিতে বীর বসিল কৌতুকে ।”— কবিকঙ্কণ । “পাদপদ্ম প্রভুর পাখালে নৃপ মণি।”—ঘনরাম। পাখালি-প্রক্ষালন করিয়া । প্র—“পাখালি চরণে মুছিল বসনে বসিল মুনার খাটে।”—শূন্তপুরাণ। পাথালিল—ধৌত করিল। প্র--"পাখালিল মহাবীর পদ পাণি মুখে । ভোজন করিতে বৈসে মনের কৌতুকে ।”—কবিকঙ্কণ। পাখালে—ধৌত করে। প্র—চরণ পাথালে তার দুর্বল কিঙ্করী।”—কবিকঙ্কণ। “পাদ পদ্ম প্রভুর পাখালে নৃপমণি।”—ঘনরাম। পাখি ( প্রাদে। পূবঙ্গ : বগুড়া প্রভৃতি ] বি, ৩• কানি পরিমাণ জমি ৷ ২ ৷ পাথী ; পক্ষী ও। চাকার ধুরায় সংলগ্ন কাঠদওবিলী । ৪ । খড়খড়ী বা ঝিলমিলির এক একখানি কাষ্ঠ খও । ৬। মইয়ের এক একটি ধাপ । পার্থী পেক্ষি শব্দজ ] ৰি, পক্ষী : বিহঙ্গম : ৰিহগ। পার্থী পড়ান, পার্থী পড়ার মত পড়ান—ক্রমাগত উপদেশ দিতে দিতে মুখস্থ করাইয় দেওয়া। প্রাণপার্থী—পার্থী সদৃশ প্রাণ—বাহ দেহ-পিপ্লরে থাকে ও মৃত্যু কালে দেহ পিঞ্জর হইতে উড়িয়যায়; প্রাণবায়ু। পার্থীর প্রাণ-ক্ষীণপ্ৰাণ ; ক্ষীণজীবী। পার্থীমারা—বি, পাখমার : ব্যাধ । | | l | i | | | | | | ৯২৯ পাথুরা, ড়া (প্রাদে ] বি, স্বত্রধরের ব্যবহাধ্য কাঠ চাচা যন্ত্রবিশেষ । পাখোয়াজ, পাখাজু (জু) (স্থ-পঞ্চাজ, বি, মৃদঙ্গের ফারসী নাম । পাগ, পাগড়ী (গ, ) [ হি—পগড়ী। সং— প্রগ্রহ হইতে প্রাকৃ—পগুগং প্রা~বং রপগগ —ৰি, পাগ : শিরস্ত্রাণ ; উকীষ : শিরোবেষ্টন বস্ত্র । প্র—“শোভিল অপূৰ্ব্ব পাগ মস্তক মগুলে।”—কৃত্তিৰাস । কারো বা মাথায় পাগড়ি লোহিত করে বা হরিৎ বর্ণ।”— রৰি। "পাগখানি ৰান্ধে ভাড় নাছি ঢাকে কেশ ।”—কবিকঙ্কণ। "ফেলিয়া বন্দুক জাম পাগ তলবার-ভারতচন্দ্র। ২। তাজ , টুপী প্র—“মাথায় পাগড়ী টেড়ি টেয়া বান্ধ তায় ।” —ঘনরাম । পাগর ( ) ( পাগল উচ্চারণ ভেদে, প্রা-বাং ! ল = র ] বি, পাগল : বাতুল ৷ ২ ৷ মত্ত : মাতাল। প্র—“কি দিয়া মুন্দরী মোরে করিল পাগর।”—কবিকঙ্কণ ৩। অতি মুগ্ধ। পাগল (পাগোল সং ] বিণ, ৰাতুল ; মত্ত : উন্মাদ ; ক্ষ্যাপা। প্র—“সাধে কি গে| শ্মশানবাসিনী, পাগলে করেছে পাগল তাইত ঘরে থাকিনি”—গান (গিরিশ ) ২। মাতাল। ৩ । বিমুগ্ধ । ৪ । অবোধ, বোকা । স্ত্রী, পাগলী (বিরল) পাগলী (কথ্যভাষায় ) পাগলিনী ( অশুদ্ধ কিন্তু বাংসাহিত্যে ভূরি ব্যবহার) । পাগল করা—সহজ জ্ঞান হরণ করা ; ক্ষ্যাপান ৷ ২ ৷ মাতাল করা । ৩। মুগ্ধ করা। পাগলখানা—পাগলাগারদ। পাগল ছাগল। ছাগল, পাগলের সহচর শব্দ সাদৃষ্ঠার্থে ] পাগলেরই প্রায় : পাগলেরই পৰ্য্যায়ভুক্ত ক্ষ্যাপা পাগল। প্র—আহা পাগল ছাগল মানুষ ওকে আর কিছু বলিও না । পাগলপণা-পাগলামি। পাগলপারা —পাগলের মত ; ক্ষিপ্ত প্রায়; ক্ষ্যাপার মত। প্র-আধারে পাগলপারা ঘুরে বেড়ায় শূন্তময় —রজনী সেন। ক্ষ্যাপাপাগল—উন্মত্ত প্রায় । ২ । এলোমেলো । পাগলা (গ) [ পাগল (দ্র: ) + আ ( অবজ্ঞার্থে ) ] বি, পাগল ; উন্মাদ ৷ ২ ৷ আদরার্থে আ যোগ ] ক্ষ্যাপী : ছেলেবুদ্ধি ; চঞ্চলমতি । ৩। স্ত্রী, পাগলী। পাগলা গারদ—পাগলথান : বাতুলাগার। পাগলাই (গ, ) ( হি-পগলাই (প্রাবাং ] ৰি, পাগলের ভাব ; বাতুলের মত ব্যবহার ; ক্ষ্যাপার মত আচরণ : পাগলামি । প্র—"পাগলাই না করিছ না ছড়াও ট”— চৈতন্যচরিতামৃত । পাগলাটে—(গ) বিণ, পাগলের মত ; যাহার পাগলের ছিট আছে। পাচ পাগলামি (গ) | তুল-হি, পগলাই। পাগলা +মি ( প্রত্যয়-ভাবে ) ] ৰি, পাগলের ব্যবহার : পাগলপনা : ক্ষ্যাপামি। পাগলী ( , ) (পাগল ৰ পাগল শদের স্ত্রীলিঙ্গে রূপ ] বি. স্ত্রী, উন্মত্ত ; বাহঞ্জান শুষ্ঠা । ২ । [ আদরার্থে) ক্ষেপী : চঞ্চল : ৩ । ইচ্ছাময়ী। প্র—"পাগল বাৰা পাগলী আমার মা আমি তাদের পাগলী মেয়ে আমার মায়ের নাম গ্রাম ।--গিরিশ । পাঙাশ, (শ, ) ( পাঙ্গাশ দ্রঃ । সং—পাংগু হইতে ] ফ্যাকাসে বর্ণ। ২। পিঙ্গলবর্ণ। ৩। বি, আড়,টেংরা জাতীয়ের স্থায় শঙ্কহীন রক্তাভ পাণ্ডুরবর্ণ চেপােটা মৎস্ত বিশেষ। ৪ । বিণ, রক্তহীনতায় পাণ্ডুর ; ফেকাসে। প্র— হাত পা পাণ্ডাশ হয়ে যাওয়া । পাঙ ত্ত পঙক্তি+অ ( ভবার্থে) ] বি৭, পঙক্তি সম্বন্ধীয় : পঙক্তিজাত । পাঙক্তেয় (পাংকৃতেম) পঙক্তি+এর । (ক্ষেয়) বিণ, এক পঙক্তিতে বসিয়া আহারাদি করিবার যোগ্য । পাঙ্গা পিাংশু হইতে] বি, মুক্তিকাজীত লবণ: আকরীয় লবণ : সৈন্ধব। ২। সামুদ্র লবণ । পাঙ্গাশ, পাঙ্গাস (শ, ) { সং—পিঙ্গল । বি, নীল-পাত মিশ্র বর্ণ ; নীলাভ পীত ৷ ২ ৷ [পাণ্ডাশ দ্রঃ ] পাংশুবর্ণ পাণ্ডুরবর্ণ ; মেটে# 1 ૦ા જાદાન માફા 8 માં રિન, পাঙ্গাশবর্ণ বিণ, পাঙ্গাশিয়া, পাঙ্গাসে, পাঙাসে । পাচক ( ) ( পচ, ( পাক করা ) +অচ, (কর্তৃ)—যে পাক করে } বি৭, যে পরিপাক করায় : জীর্ণকারক ; হজমী। ২। রন্ধনকারী: সুপকার । ৩। বি, বহি । ৪ । জঠরাগ্নি ; জঠরস্থ পরিপাককারী রসবিশেষ । পাচতি, পাচত | প্রাদে। প্রা-বাং ] বি, ধাত্রী : ধাই। প্র—“সাধুর কিঙ্কর ডাকি আনিল পাচতি । শুভক্ষণে হৈল তার কস্তা রূপবতী ॥”—কবিকঙ্কণ । পাচন (ন) ( পচ ধাতু-শিচ, করিয়া পাচি ( পাক-পরিপাক করান ) +অন ( ক" )— যাহাজীর্ণ করায়। অথবা পঞ্চন (পাচ) হইতে । পাচরকম গাছপালার মিশ্রণে প্রস্তুত হয় বলিয়।। তুল-ওড়ি-পাঞ্চন ) বি, বিবিধ ওষধি লত। মুলাদির কাথ। ২। আমপাচক দ্রব্য। ৩। বিণ, জীর্ণকারক । পাচন (ন) { সং—প্রাজন। “প্রাজনং তোদণং তোত্ৰং”—আমর। বগুড়া অঞ্চলে “পাণ্ঠি” স্থানভেদে পাচনী ; প্রা-বাং-পাচন বাড়ি, পাচনি ; ওড়ি—পাঞ্চন ] বি, গর তাড়াইবার লাঠি । গৰাদিতাড়নযষ্টি । প্র—“গর তাড়াতে পাচন হাতে রাখাল গেয়ে যায়।”