পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ» বামুণের মধে যার সেবা করতে আসা, সেই বোনই যখন মারা গেল ! আমি বাল— বৃদ্ধ বাধা দিয়া বলিলেন, থাক সন্থ, ও-সব কথা। বোমা ! তোমার শাশুড়ীঠাকরুণ বড় পীড়িত। আজ দিন ভাল দখেই তিনি পাঠিয়ে দিলেন যে, আমার বোমাকে একবার— সছ বলিল, বৌদিদি, তোমার জন্যেই বুঝি প্রাণটা তার বেরুচ্চে না । আজ ক’দিন থেকে কেবল বলচেন—সছ, মা অামার, যা তুষ্ট একবার একে নিয়ে। এনে একবার দেখা আমার মাকে । বলিতে বলিতে সন্ধুর গলা করুণায় আর্দ্র হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন, চাটুয্যেমশাই যে আমার চিঠি ফুটে পাননি, তা ত আর আমি জানিনে। আমরা কত কথাই না । তালাপাড় করছিলাম। বড় ভাল লোক—সাধু ব্যক্তি। শুনেই বললেন, বিলক্ষণ ! আপনাদের বে। আপনারা নিয়ে যাবেন তাতে ধাধা দেবে কে ? পালকী বেহার বলে দিলেন । তোমার শাশুড়ীর অসুখ শুনে দুঃখ করে বার বার বললে লাগলেন, আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন, এখন আপনাদের বপদের সময় এমন পাষণ্ড সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে! এখ খুনি নিয়ে যান, আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি। জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাড়াইয়া! ল, অকস্মাৎ বিবর্ণমুখে বলিয়া উঠিল, চাটয্যেমশাই বললেন এই ক': ? এখখুনি পাঠাবেন ? আজই ? সৌদামিনী খুসি হইয়া কহিল, ই-বললেন বঙ্গ কি। বরঞ্চ এমনও বলে দিলেন যে, খেয়ে-দেয়ে বেরিয়ে পড়লে fওমর্টের গাড়ী ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ী পৌছানো যাবে। তা ছাড়া ঘরে মর-মর রুগী, কোথায় কি একটা দিনও দেরী করবার যে ”