‘ভোট দেশে ।” “ভোট দেশে কি করে বৌদ্ধধৰ্ম্ম প্ৰবেশ করল, বলতে পারেন ?” “পারি। যখন স্মোং-সান গামপো ভোট দেশের রাজা ছিলেন, তখনই বৌদ্ধধৰ্ম্ম আমাদের দেশে প্রবেশ করে। তিনি দুই বৌদ্ধ রাজার মেয়ে বিবাহ করেন। একজন চীনদেশের রাজকুমারী আর একজন নেপালের রাজকুমারী। নেপালের রাজকুমারীকে বিৰাহ করবার সময় তিনি নিজে নেপালরাজের কাছে স্বীকার করেন-“আমার দেশ এখন ও সভ্যতার আলোক পায় নি, ভগবান বুদ্ধদেবের ধৰ্ম্মের বাৰ্ত্তা ও পায় নি। আমি প্ৰতিজ্ঞা করছি যে এই বিবাহের পর ভোটদেশ বৌদ্ধ মন্দির ও ভিক্ষুতে পূর্ণ করে দেব।” তাই হয়েছিল। বিবাহের পর তিনি ভারতে দূত পাঠান এ দেশ থেকে বৌদ্ধ পুথি ও ভিক্ষুদের নিয়ে যাবার জন্যে। অবশ্য এই সব কাজে রাজকুমারীদের প্রভাব যথেষ্ট ছিল, তঁরা না থাকলে বোধ হয় ভোট দেশে এত শীঘ্ৰ, বৌদ্ধধৰ্ম্ম বিস্তার লাভ করতে পারত না । এর জন্যেই বোধ হয় আমরা রাজকুমারীদের তারাদেবী বলে পূজা করি।” (১১, এ উত্তরে সস্তুষ্ট হয়ে মহাভিক্ষু, অপর একজন যাত্রীকে জিজ্ঞাসা করলেন “আচ্ছা, পণ্ডিত পদ্মসম্ভব সম্বন্ধে কিছু জান ?” “জানি বৈ কি। তিনি একজন ভারতীয় পণ্ডিত, থাকতেন (y) Waddel's Lamaism
পাতা:বিক্রমশিলা.djvu/৩৮
অবয়ব