( ७२ ) তথাগতরক্ষিত উত্তর দিলেন—“আহ্বান, তাহলে আমরা এই পথ ধরে আগে একেবারে মহাবোধি মন্দিরে যাই। এখানে মন্দির আছে অনেক-মোট ১০৮টী। এই মহাবোধি মন্দিরটি আমাদের মঠের ঠিক মাঝখানে অবস্থিত। এ ছাড়া ৫৩টি ছোট মন্দির আর ৫০টা সাধারণ মন্দির আছে। এ সবগুলিই প্ৰতিষ্ঠা করেছেন বাংলা মগধের রাজা পরমভট্টারিক ধৰ্ম্মপাল।।” (১৩) সেই মন্দিরে মহাবোধি মূৰ্ত্তি দেখে, যাত্রীরা অন্যদিকে অগ্রসর হল। পথে তথাগতরক্ষিত বল্লেন-“ঐ যে ওপাশে যে ঘরগুলো দেখছেন, সেখানে আমাদের আচাৰ্য্যরা থাকেন। মহারাজ ধৰ্ম্মপাল যখন এই বিশাল মঠটি স্থাপন করেন, তখন তিনি এখানে ১০৮ জন পণ্ডিতের ব্যবস্থা করে দিয়েছিলেন। (১৪) এখন এই পণ্ডিতের সংখ্যা অনেক বেড়েছে। তঁরা সব বৌদ্ধ ভিক্ষু-অনেকেই আগে এ মঠের ছাত্র ছিলেন, এখন নানান বিষয়ে অধ্যাপক হয়েছেন । এদের মধ্যে অনেক দেশবিখ্যাত পণ্ডিত, তঁদের লেখা বই বৌদ্ধ জগতে সুপরিচিত। এখানে অনেকে নানান বই লিখেছেন-বৌদ্ধ দর্শন সম্বন্ধে।” একজন যাত্ৰী জিজ্ঞাসা করল-“এখানে তিববতী শেখার বন্দোবস্ত নেই ?” ( ) s ). Taranatha. P. 2 17. ( 30 ). Taranath p. 2 17
পাতা:বিক্রমশিলা.djvu/৪০
অবয়ব