পাতা:বিক্রমশিলা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8& ) বাধায় নিম্পন্ন করেছিলাম। আশা করেছিলাম ভগবান বুদ্ধের নাম স্মরণ করে শেষ জীবনটাও এই মঠে কাটিয়ে দেব। কিন্তু দেখছি। বুদ্ধদেবের অভিরুচি তা নয়, আমাকে দিয়ে বিদেশে সিদ্ধৰ্ম্মের কাজ করবেন। ডাক এসেছে, তাই আমাকে যেতে হবে। আমার সাধের বিক্রমশিলা ছেড়ে । আমায় যে যেতে হচ্ছে তাতে আমি বড় কাতর হচ্ছি। আমি যাচ্ছি একটা বেদনার স্মৃতি নিয়ে, অবশ্য এর সঙ্গে আর একটী গৌরবময় স্মৃতি থাকবে আমাদের মঠের। আমি আশা করি আমার অনুপস্থিতিতে এই বিক্রমশিলার মঠ ক্ৰমশঃ আরও বড় হবে, এর কাৰ্য্যক্ষেত্র আরও বিস্তৃত হবে, আর এর গৌরব দিন দিন বাড়বে। আমার মনে হচ্ছে, ভোটদেশে বসে আমি মানসচক্ষে এই সব ছবি দেখতে পাব,আরও দেখতে পাব যে ভোটদেশে ও নানান জায়গা থেকে দলে দলে ছেলে আসছে আমাদের মঠে পড়বার জন্যে। অবশ্য এই রকম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর বিনাশ একদিন আসবে।-কিন্তু সে বিনাশ ভবিষ্যতের অন্ধকার গর্ভে লুকান রয়েছে। সেজন্যে আমরা চুপ করে নিশ্চিন্তভাবে বসে থাকতে পারব না-আমাদের কাজ করতে হবে, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে, বলতে হবে “আগে চল, আগে চল ভাই পড়ে থাকা পিছে মরে থাকা মিছে বেঁচে মরে” কিবা ফল ভাই । আগে চল, আগে চল ভাই”