এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিতা
অচেনা
তোমারে আমি কখনো চিনিনাকে1,
লুকানো নহো, তবু লুকানো থাকে ।
ছবির মতো ভাবনা পরশিয়া
একটু আছ মনেরে হরষিয়া ॥
অনেক দিন দিয়েছ তুমি দেখা,
বসেছ পাশে, তবুও আমি একা ।
অামার কাছে রহিলে বিদেশিনী, লইলে শুধু নয়ন মন জিনি ॥
বেদন কিছু আছে বা তব মনে,
সে ব্যথা ঢাকে তোমারে অাবরণে ।
শূন্ত পানে চাহিয়া থাকে৷ তুমি নিঃশ্বসিয়া উঠে কানন ভূমি ॥
মৌন তব কী কথা বলে বুঝি,
অর্থ তারি বেড়াই মনে খুজি ।
চলিয়া যাও তখন মনে বাজে চিনি না। অামি, তোমারে চিনি না যে