বিষয়বস্তুতে চলুন

পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিত সাজ এই যে রাঙা চেলি দিয়ে তোমায় সাজানো, ঐ যে হোথায় দ্বারের কাছে সানাই বাজানো, অদৃশ্য এক লিপির লিখায় নবীন প্রাণের কোন ভূমিকায় মিলচে, না জানে ॥ শিশুবেলায় ধূলির পরে আচল এলিয়ে, সাজিয়ে পুতুল কাটল বেল খেলা খেলিয়ে, বুঝতে নাহি পারবে অাজে আজ কী খেলায় আপনি সাজে, হৃদয় মেলিয়ে । অখ্যাত এই প্রাণের কোণে সন্ধ্যাবেলাতে বিশ্ব-খেলোয়াড়ের খেয়াল নামল খেলাতে । দুঃখ সুখের তুফান লেগে পুতুল-ভাসান চলল বেগে ভাগ্য ভেলাতে ॥ כ\אס