এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিত
প্রাণের নিঝর স্বভাব ধারায় বয় সকলের পানে
সেটাই কি কেউ ফিরিয়ে দিল উল্টো দিকের টানে ।
আত্মদানের রুদ্ধবাণী বক্ষকপাট বেড়ায় হানি’,
সঞ্চিত তার সুধা কি তাই ব্যথা জাগায় প্রাণে ॥
আপনি যেন আর কেহ সে, এই লাগে তার মনে,
চেনা ঘরের অচল ভিতে কাটায় নিৰ্ব্বাসনে ।
বসন ভূষণ অঙ্গরাগে
ছদ্মবেশের মতন লাগে,
তার আপনার ভাষা যে হায় কয় না। অাপন জনে ॥
অাজকে তারে নিজের কাছে পর করেছে কা’রা,
আপন মাঝে বিদেশে বাস, হায় এ কেমন ধারা ।
পরের খুসি দিয়ে সে যে তৈরি হোলে৷ ঘ’ষে মেজে,
আপনাকে তাই খুজে বেড়ায় নিত্য আপনহার।
8 Y