পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>*求 বিজয়া তৃতীয় অঙ্ক বিলাস। ভাল তো তেমন দেখায় না । ( দয়ালের প্রতি ) আপনি এখানে করচেন কি ? দয়াল । মাকে একবার দেখতে এলাম । বিলাস। (টেবিলের উপর prescription-টার প্রতি দৃষ্টি পড়ায় হাতে তুলিয়া লইয়া) prescription দেখচি যে। কার? (পরীক্ষা করিয়া ) নরেনের নাম দেখচি যে ! স্বয়ং ডাক্তারসাহেবের। কিন্তু এটা এলো কি করে ? ( বিজয়া ও দয়াল উভয়েই নীরব ) শুনি না এলো কি করে ? ডাকে নাকি ? হু’। ডাক্তার তো নরেনডাক্তার 1 তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না ; শিশির ওষুধ শিশিতেই পচে তারপর ফেলে দেওয়া হয় ? তা না হয় হ’লো—কিন্তু এই কলির ধন্বন্তরীটি কাগজখানি পাঠালেন কি করে ? কার মারফতে ? কথাটা আমার শোনা দরকার। ( দয়ালের প্রতি ) আপনি তো এতক্ষণ খুব lecture দিচ্ছিলেন —সিড়ি থেকেই গল শোনা যাচ্ছিল—বলি, আপনি কিছু জানেন ? একেবারে কি ভিজে বেরালটি হয়ে গেলেন । বলি জানেন কিছু ? দয়াল। আজ্ঞে ই । বিলাস। ও-তাই বটে ! কোথায় পেলেন সেটাকে ? দয়াল। আজ্ঞে তিনি আমার স্ত্রীকে দেখতে আসেন কিনা —আর বেশ মুন্দর চিকিৎসা করেন—তাই আমি বলেছিলুম মা বিজয়ার জন্তে যদি একটা— বিলাস। তাই বুঝি এই ব্যবস্থাপত্র ? আপনি দাড়িয়েছেন